
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শিল্প মেলায় থাকছে "জব ফেয়ার"। সেইসঙ্গে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বেঙ্গল ন্যাশানাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) আয়োজিত ৩৬ তম শিল্প মেলা বা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার এবছর শুরু হবে আগামী ২২ জানুয়ারি। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
বিএনসিসিআইয়ের প্রেসিডেন্ট অশোক কুমার বণিক জানিয়েছেন, "গত তিন বছর ধরে আমরা আমাদের নিজেদের জমিতে মেলার আয়োজন করলেও এবছর এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে ইকো পার্কে।" মেলার উদ্বোধন করবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। থাকবেন দমকলমন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জিওসি বেঙ্গল সাব এরিয়া মেজর জেনারেল এইচ ধর্মরাজন, হিডকো"র চেয়ারম্যান দেবাশিস সেন প্রমুখ।
মেলায় আয়োজিত হচ্ছে একাধিক "কনক্লেভ"। চেয়ারম্যান হিসেবে ইন্ডাস্ট্রি কনক্লেভকে এগিয়ে নিয়ে যাবেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (এসএনইউ) আচার্য সত্যম রায়চৌধুরী। এডুকেশন কনক্লেভের নেতৃত্ব দেবেন বিএনসিসিআই-এর শাখা প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ইডিআই)-এর চেয়ারম্যান ড. অর্পণ মিত্র এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপার্সন মানসী রায়চৌধুরী। এবছরই মেলায় প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে জব ফেয়ার। প্রাক্তন সেনাকর্মীরা পাবেন বিভিন্ন জায়গায় কাজের সুযোগ। বিএনসিসিআইয়ের প্রেসিডেন্ট জানিয়েছেন, "গতবার ৬২টি স্টল ছিল। এবছর মেলায় থাকছে ১০০টির কাছাকাছি স্টল। স্টল দেবেন বাংলাদেশ, থাইল্যান্ড, আফগানিস্তান, তুরস্ক এবং মিশরের প্রতিনিধিরাও।" শেষমুহূর্তে পাকিস্তানের প্রতিনিধিরাও আসতে পারেন বলে প্রেসিডেন্ট জানিয়েছেন। দুপুর ১২টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ন"টা পর্যন্ত।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪