
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বহরমপুরের তৃণমূল নেতা সত্যেন চৌধুরী খুনের সাথে যুক্ত অন্যতম মূল অভিযুক্ত এক শার্প শুটার অবশেষে পুলিশের জালে ধরা পড়ল।
গত ৭ জানুয়ারি বহরমপুর থানার চলতিয়া এলাকাতে একটি নির্মীয়মান ফ্ল্যাটে বসে কাজের তদারকি করার সময় তিনজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি করে খুন করে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সত্যেন চৌধুরীকে।
খুনের ঘটনার পরই বহরমপুর থানার পুলিশ একাধিক টিম তৈরি করে তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়- সত্যেন চৌধুরীকে খুন করার জন্য তিনজন দুষ্কৃতী একটি মোটরসাইকেল করে এসেছিল। আততায়ীদের একজনের মাথায় হেলমেট ছিল, একজনের মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল এবং আরেক জনের মুখ খোলাই ছিল। সত্যেন চৌধুরীকে খুন করার পর আততায়ীরা তার দুটি মোবাইল ফোন নিয়ে চলে যায়।
তদন্ত শুরু করার পর বহরমপুর থানার পুলিশ আরও জানতে পারে-সত্যেন চৌধুরীকে খুন করার পর আততায়ীরা নওদা থানা এলাকা দিয়ে নদিয়াতে চলে গেছে। এরপর ওই তিন দুষ্কৃতী নদিয়ার তেহট্টের কানাইনগর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মুস্তাফা শেখের বাড়িতে কয়েক দিনের জন্য আশ্রয় নিয়েছিল। সম্প্রতি মুস্তাফাকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ।
তবে সত্যেন চৌধুরীর খুনের সাথে যুক্ত মূল আততায়ীরা এতদিন অধরাই ছিল। জেলা পুলিশের এক শীর্ষকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, "আজ আমরা গোপন সূত্রে খবর পাই সত্যেন চৌধুরীকে খুনে যুক্ত এক শার্প শুটার, রহিম মণ্ডল (২৬) বহরমপুর জর্জ কোর্ট এলাকাতে কোনও কারণে এসেছে। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত শার্প শুটারকে মঙ্গলবার বহরমপুর আদালতে পেশ করে দশ দিনের পুলিশে হেফাজতে পেয়েছে পুলিশ। এই খুনের সাথে আর কারা জড়িত ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।"
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও