
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গত ৩০ বছর ধরে আন্দোলন করার পর তৃণমূল সরকারের উদ্যোগে অবশেষে চুক্তির আওতায় আসতে চলেছেন মুর্শিদাবাদের ফারাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ‘আনলোডিং ইউনিটে’ কর্মরত প্রায় সাড়ে পাঁচশো শ্রমিক।
সোমবার রাতে এনটিপিসি কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এবং শ্রমিক সংগঠনের দীর্ঘ বৈঠকের পর শ্রমিক, ‘লেবার কন্ট্রাক্টর’ এবং এনটিপিসি কর্তৃপক্ষের মধ্যে চুক্তির শর্তগুলো ঠিক হয়েছে।
আগামী ১৮ জানুয়ারি কলকাতায় লেবার কমিশনারের সামনে এনটিপিসি কর্তৃপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং লেবার কন্ট্রাক্টরের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে।
ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ‘ওই ইউনিটে কর্মরত শ্রমিকদের ‘স্কিলড’, ‘আনস্কিলড’ এবং ‘সেমিস্কিলড’–তিন ভাগে ভাগ করে চুক্তির বিভিন্ন শর্তগুলো নির্ধারিত করা হয়েছে। নতুন এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে প্রত্যেক শ্রমিকের বেতন মাসে অন্তত তিন হাজার টাকা করে বাড়তে চলেছে।’ সূত্রের খবর, এতদিন শ্রমিকদের সঙ্গে এনটিপিসির তরফে কোনও চুক্তি না থাকায় প্রত্যেক বছর তাদের পুলিশ ভেরিফিকেশন করাতে হত এবং তারা দিন মজুরি পেতেন। কিন্তু এখন থেকে কেবলমাত্র চাকরির শুরুতে একবারই পুলিশ ভেরিফিকেশন করা হবে। তবে কর্মরত অবস্থায় কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠলে সেক্ষেত্রে তার প্লান্টে ঢোকার ‘গেট পাস’ বাতিল হতে পারে। তৃণমূল বিধায়ক বলেন, ‘ইউনিটে কর্মরত অবস্থায় কোনও দুর্ঘটনা ঘটলে বা শারীরিক অসুস্থতার কারণে কোনও শ্রমিক ৬২ বছর বয়সের আগে চাকরি ছাড়লে তার পরিবারের কোনও একজন সদস্য সেই চাকরি পাওয়ার দাবিদার হবে।’ প্রসঙ্গত, ২১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফারাক্কা এনটিপিসি প্লান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রত্যেকদিন শতাধিক ওয়াগন থেকে কয়লা ‘আনলোড’ করতে হয়। যদিও এই প্রক্রিয়াটি এখন অনেকটাই যান্ত্রিকভাবে হয়। ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের আইএনটিটিইউসি চুক্তিভিত্তিক শ্রমিক ইউনিয়নের সভাপতি সোমেন পাণ্ডে বলেন, ‘এই চুক্তির ফলে কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধি পাবে।’
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী