
সোমবার ০৫ মে ২০২৫
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
শাশুড়িকে ধমক!
অঙ্কিতা লোখান্ডের শাশুড়িকে ধমকালেন রাখি সাওয়ন্ত। এক ভিডিও বার্তায় সাফ বললেন, ‘‘বৌমাও কারও মেয়ে। এভাবে প্রকাশ্যে তাঁকে অপমান করবেন না। ঘর ভাঙবেন না। শুধুই ছেলের হয়ে বলবেন না। ভিকি-অঙ্কিতাকে শান্তিতে সংসার করতে দিন। দয়া করে কাবাবে হাড্ডি হবেন না।’’ তাঁর এও ভর্ৎসনা, তিনি ভিকির বাড়িতে গিয়েছিলেন। তখন তিনি তাঁর মায়ের মুখোমুখি হয়েছিলেন। মনে হয়েছিল, যেন দেবী! আজ তাঁর এত পরিবর্তন থেকে খুব খারাপ লাগছে তাঁর।
সিগারেট থেকেই কটাক্ষ
ধুমধাম করে সপ্তাহ দুই ধরে বিয়ে সারলেন। সমস্ত নিয়ম, ধর্ম, আচারবিধি মেনে। বাবাও একমাত্র মেয়ের এই সাধে সমর্থন যুগিয়েছেন। ইরা খান তাই ভেবেছিলেন, তাঁর বোধহয় সাতখুন মাপ। কিন্তু হল কই? বিয়ের আগে তোলা কিছু ছবি আমির খানের মেয়ে প্রকাশ্যে এনেছেন। কোথাও তিনি শরীরচর্চায় মগ্ন। কখনও বন্ধুদের সঙ্গে উদযাপনের মেজাজে। একটি বিউটি পার্লারের ছবি। চুলে কালার করছেন তিনি। ঠোঁটে সিগারেট! দেখেই চোখ কপালে অনুরাগীদের। এভাবে প্রকাশ্যে সিগারেট নিয়ে ছবি। নেট ব্যবহারকারীদের একাংশের ক্ষোভ, এভাবেই ধূমপানকে সমর্থন জানালেন আমির-কন্যা।
গেরোয় ‘অ্যানিমেল’
একদিকে হাজার কোটির ক্লাবে ‘অ্যানিমেল’। অন্য দিকে, ছবির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আদালতের দ্বারস্থ সিনে ১ স্টুডিও। সংস্থার পক্ষ থেকে আদালতে আইনজীবী অমিত সিব্বাল আবেদন জানিয়েছেন, ছবিমুক্তির এখনও ৭০ দিন কাটেনি। তার আগে মুনাফা ভাগাভাগির বার্তা পাঠানো হয়েছে সিনে ১ স্টুডিও। এই প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, চার বছর ধরে আর্থিক লেনদেন নিয়ে মাথা ঘামায়নি সংস্থা। কারণ, টি সিরিজ কোনও সমস্যা করেনি। এবং বখরার সমবণ্টনে স্বীকৃতি দিয়েছিল। তাই বিশ্বাসের উপরে নির্ভর করে সিনে ১ স্টুডিও বিনা অনুমতিতে ছবিমুক্তির বিষয়ে কোনও আপত্তি জানায়নি। কিন্তু এই ছবির ক্ষেত্রে সেই চুক্তিভঙ্গ হওয়ায় সংস্থা আইনের পথে হাঁটতে বাধ্য হচ্ছে।
সানি-ববি রামায়ণে, লারা কৈকেয়ী!
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ মার্চ মাসেই শুটিং ফ্লোরে যাচ্ছে। খবর, ছবিতে সানি-ববি দেওল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছে। কোন ভূমিকায় তাঁদের দেখা যাবে? জানা যাচ্ছে, পরিচালক সানিকে হনুমান এবং ববিকে কুম্ভকর্ণের ভূমিকায় নিতে চলেছেন। একই ভাবে তিনি বেছেছেন লারা দত্তকেও। লারাকে দশরথের তৃতীয় স্ত্রী কৈকেয়ীর চরিত্রে দেখা যাবে। রাম-সীতা যথাক্রমে রণবীর কাপুর-সাঁই পল্লবী।
একতা-বিক্রান্ত জোট
বিধুবিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেল’ সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে বিক্রান্ত মেসিকে। তাই আগামী কাজের বেলায় তিনি আরও বেশি মনোযোগী। শোনা যাচ্ছে, একতা কাপুর রাজনৈতিক থ্রিলার আনতে চলেছেন। পটভূমিকায় সাল ২০০০-এর এক মর্মান্তিক সত্য ঘটনা। যা অনেক দিন ধরে ভেবেও তাকে পর্দায় তুলে ধরার সাহস পাচ্ছিলেন না একতা। অবশেষে ২৩ বছর পরে সেই সত্যি পর্দায় ফুটে উঠতে চলেছে। পরিচালনায় রঞ্জন চন্দেল। সেখানেই মুখ্য ভূমিকায় দেখা যাবে বিক্রান্তকে। থ্রিলারের নাম এখনও ঠিক হয়নি।
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?
জিয়া খানের মৃত্যু বিতর্ক কাটিয়ে লাইম লাইটে সূরজ পাঞ্চোলি, চার বছর পর অভিনয়ে ফিরে কী বললেন অভিনেতা?
অত্যাচারের পাহাড় ঠেলে জিতল কি 'জয়া'? কতটা মিলল আত্মসম্মানের হিসেবনিকেশ?
‘কিং’-এ পা রাখছেন অমিতাভ? শাহরুখ না অভিষেক- কার সঙ্গে হাত মেলাবেন ‘শাহেনশাহ’?
'আলিয়ার সঙ্গে কাজ করতে চাই...' পর্দায় বোনের নায়ক, না খলনায়ক! কোন চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে?
পহেলগাঁও জঙ্গি হামলার ‘অ্যাকশন’! পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ‘সর্দারজি ৩’ থেকে ছাঁটলেন দিলজিৎ?