
সোমবার ০৫ মে ২০২৫
‘যব উই মেট’-এর গান তৈরি চলছে। একটি গান পরিচালনা করবেন সন্দেশ শান্ডিল্য। সঙ্গীত পরিচালক উস্তাদ রাশিদ খানের অন্ধ ভক্ত। তাই ঠিক করেছেন তাঁকে দিয়ে গাওয়াবেন। শুনেই হাঁ হাঁ করে উঠেছিলেন পরিচালক ইমতিয়াজ আলি। কিছুতেই মানতে পারেননি, তাঁর প্রেমের ছবিতে শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর রাগাশ্রয়ী গান থাকবে! বাকিটা ওঁর কথায়, ‘‘একা আমি নই, সেদিন তীব্র আপত্তি জানিয়েছিলেন শাহিদ কাপুর, করিনা কাপুরও। আমাদের বক্তব্য, মিষ্টি প্রেমের ছবি। সেখানে ততধিক মিষ্টি তার গান। যেখানে মোহিত চৌহান, শ্রেয়া ঘোষাল গাইছেন ‘ইয়ে ইশক হায়’-এর মতো গান সেখানে উস্তাদজি কী গাইবেন?’’
এই আপত্তি তাঁদের তিনজনের পাশাপাশি গায়কেরও ছিল। প্রয়াত শিল্পী নিজেও কিছুতেই গাইতে চাননি। কিন্তু সন্দেশ নাছোড়। তাঁর প্রিয় গায়ককে দিয়ে গাওয়াবেনই। যাই হোক, অনেক আপত্তির পরে শিল্পী মুম্বই এলেন। সঙ্গীত পরিচালকের সঙ্গে একাধিক বার মহড়া করলেন। তারপর কলকাতায় এসে গান রেকর্ডিং হল। ইমতিয়াজ তখনও জানেন, উস্তাদজি ঠিকমতো গাইতে পারেননি। পরে সেই গান বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে গাওয়ানো হবে। এডিটিং টেবিলে গিয়ে গান শুনে সেই তিনিই স্তব্ধ! কী অপূর্ব গেয়েছেন রাশিদ খান। এই গান বাদ দেওয়ার প্রশ্নই নেই।
সেই স্মৃতি এনে ইমতিয়াজের বক্তব্য, ‘‘ভীষণ মাটির মানুষ। কোনও অহঙ্কার ছিল না। একজন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী এত রোমান্টিক গানও যে গাইতে পারেন সেটা না শুনতে বিশ্বাস করা সত্যিই কষ্ট। তাই ১৬ বছর পরেও শ্রোতা কান পেতে শোনেন।’’ এই প্রসঙ্গে আরও একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন পরিচালক। তিনি শিল্পীকে প্রথম দেখেন এক অনুষ্ঠানে। রাগ মল্লার গাইছিলেন। ওঁর গাওয়ার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামে। প্রচলিত কথা অনুযায়ী, খুব মন দিয়ে গাইলে নাকি প্রকৃতিও সাড়া দেয়। জানি না, সেদিন সত্যিই এমন কিছু ঘটেছিল কিনা। তবে দর্শক-শ্রোতারা সেদিন ছাতা খুলে তাঁর মাথায় ধরেছিলেন। আর খোলা আকাশের নীচে উদাত্ত কণ্ঠে গাইছেন শিল্পী। পরিচালকের দেখে মনে হয়েছিল, যেন স্বয়ং ঈশ্বর মানুষের মধ্যে নেমে এসে গান শোনাচ্ছেন।
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?
জিয়া খানের মৃত্যু বিতর্ক কাটিয়ে লাইম লাইটে সূরজ পাঞ্চোলি, চার বছর পর অভিনয়ে ফিরে কী বললেন অভিনেতা?
অত্যাচারের পাহাড় ঠেলে জিতল কি 'জয়া'? কতটা মিলল আত্মসম্মানের হিসেবনিকেশ?
‘কিং’-এ পা রাখছেন অমিতাভ? শাহরুখ না অভিষেক- কার সঙ্গে হাত মেলাবেন ‘শাহেনশাহ’?
'আলিয়ার সঙ্গে কাজ করতে চাই...' পর্দায় বোনের নায়ক, না খলনায়ক! কোন চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে?
পহেলগাঁও জঙ্গি হামলার ‘অ্যাকশন’! পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ‘সর্দারজি ৩’ থেকে ছাঁটলেন দিলজিৎ?