মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

Pallabi Ghosh | ০৯ জানুয়ারী ২০২৪ ১৭ : ১৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্য দিনের বেলায় জেসিবি মেশিন লাগিয়ে পঞ্চায়েত অফিসের পেছন থেকে কেটে নেওয়া হচ্ছে বিঘার পর বিঘা কৃষি এবং বাস্তু জমির মাটি। তারপর সেই মাটি পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কার বিভিন্ন ইটভাটা এবং টালিভাটাগুলোতে।
বেআইনিভাবে এই মাটি কাটার সাথে এবার নাম জড়িয়ে পড়ল মুর্শিদাবাদের নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের। মঙ্গলবার ওই পঞ্চায়েতের একটি জমি থেকে "বেআইনিভাবে" মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ফারাক্কা থানার পুলিশ জয়রামপুর রেল গেটের কাছ থেকে তিনটি মাটি ভর্তি ট্রাক্টর আটক করে। আটক করা হয়েছে তিন ট্রাক্টর চালকেও।
স্থানীয় সূত্রে সাথে জানা গেছে- গত বেশ কয়েকদিন ধরে নয়নসুখ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য ডালিম শেখ এবং তাঁর দলবল পঞ্চায়েত অফিসের পেছনে রেল লাইনের ধার থেকে জেসিবি মেশিন ব্যবহার করে জমি থেকে মাটি কেটে নিচ্ছে। এরপর সেই মাটি ট্রাক্টারে ভর্তি হয়ে পৌঁছে যাচ্ছে ব্লকের বিভিন্ন ইটভাটাগুলোতে।
নয়নসুখ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধান রেজাউল হোসেন বলেন, "প্রকাশ্য দিনেরবেলাতে আমাদের দলের সদস্য ডালিম শেখ এবং তাঁর দলবল জেসিবি মেশিন ব্যবহার করে রেললাইনের ধার থেকে বিঘের পর বিঘা জমির মাটি কেটে নিচ্ছেন। ডালিমের দলবলের ভয়ে ইতিমধ্যে বহু লোক তাঁকেই নিজেদের জমি বাড়ি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে গেছেন। এরপর সেই জমি থেকে ডালিম অবাধে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে।"
পঞ্চায়েত প্রধান বলেন, "ডালিম শেখ নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের রামরামপুর এলাকার বাসিন্দা। কিন্তু তিনি প্রায় দেড় কিলোমিটার দূরে এসে তাঁর দলবল নিয়ে মাটি কাটছেন। বেআইনিভাবে মাটি কাটার ফলে বিস্তীর্ণ অঞ্চলে ধস মানার সম্ভাবনা দেখা দিচ্ছে। আমরা সব জেনেও কিছু করতে পারছি না।"
প্রসঙ্গত, এ বছর নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার আগে বিগত পাঁচ বছর ডালিম শেখ ফারাক্কা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য ছিলেন। এর পাশাপাশি এই মুহূর্তে তিনি ফারাক্কা ব্লক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি পদেও রয়েছেন। দলের এক শীর্ষ নেতার নাম বেআইনিভাবে মাটি কাটার সাথে জড়িয়ে যাওয়াতে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়েছে তৃণমূল কংগ্রেস।
অভিযুক্ত তৃণমূল নেতা ডালিম শেখের সাথে যোগাযোগ নিয়ে তিনি বলেন, "এই বিষয়ে যা বলার আমি দলীয় নেতৃত্বকেই বলব।"
ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "গোটা ঘটনার খবর আমি শুনেছি। ওই এলাকাতে ঠিক কী হয়েছে আমি খোঁজ নিয়ে দেখছি।"




নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া