
সোমবার ০৫ মে ২০২৫
বীরেন ভট্টাচার্য, দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করা নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে মালদ্বীপের। সোমবার দিল্লিতে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে বিদেশমন্ত্রক। এদিন সাউথ ব্লকে বিদেশমন্ত্রকে আসেন মালদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিব। গতকালই বিষয়টি নিয়ে কড়া নিন্দা করেছে ভারত। প্রবল নিন্দার মুখে ভারত এবং প্রধানমন্ত্রী মোদি সম্পর্কে মন্তব্য করা তিনজন মন্ত্রী মালশা শরিফ, মারিয়াম শিউনা এবং আবদুল্লা মাহজুম মজিদকে সাসপেন্ড করে মহম্মদ মুইজ্জু সরকার।
সরকারিভাবে তিন মন্ত্রীর বক্তব্যের থেকে দূরত্ব তৈরি করেছে মালদ্বীপ সরকার। অন্যদিকে, সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মুনু মুহাওয়ারকে মালদ্বীপ সরকার জানিয়েছে তিন মন্ত্রীর বক্তব্য সরকারের বক্তব্য নয়। নরেন্দ্র মোদি সম্পর্কে মন্তব্যের সমালোচনা করেছেন মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির। তাঁর বক্তব্য, ভিন দেশের রাষ্ট্রপ্রধান সম্পর্কে এই ধরণের অপ্রত্যাশিত এবং এর সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। মালদ্বীপ তার প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে মুসা জামির লিখেছেন, ‘সম্প্রতি একজন বিদেশি রাষ্ট্রপ্রধান এবং আমাদের প্রতিবেশী দেশের প্রধান সম্পর্কে করা মন্তব্য অপ্রত্যাশিত এবং সেই মন্তব্য মালদ্বীপ সরকারের সরকারি অবস্থান নয়। আমাদের সমস্ত সঙ্গীর সঙ্গে আমরা ইতিবাচক, কূটনৈতিক সম্পর্ক চাই বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, সেই সম্পর্কের ভিত্তি পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া।’ তিন মন্ত্রীর মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন মালদ্বীপের প্রাক্তন ডেপুটি স্পিকার ইভা আবদুল্লা। তিনি বলেছেন এই মন্তব্য, লজ্জাজনক এবং বর্ণবাদী। তিনি বলেছেন, ‘ভারতীয়দের ক্ষোভের স্বাভাবিক কারণ রয়েছে। এই ধরণের মন্তব্য আপত্তিকর। তবে এই মন্তব্য মালদ্বীপের সাধারণ মানুষের বক্তব্য ও মতামত নয়। এই ধরণের লজ্জাজনক মন্তব্য করার জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমাপ্রার্থী।’ এদিকে, এই ধরণের মন্তব্য করার পরেই মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। পর্যটন মালদ্বীপের একটি গুরুত্বপূর্ণ অর্থনীতি। অবিলম্বে সেই ট্রেন্ড বদলের জন্য ভারতবাসীর কাছে আবেদন জানিয়েছেন মালদ্বীপের সাংসদ ইভা আবদুল্লা। ছুটি কাটাতে ভারতবাসীকে ফের মালদ্বীপে পা রাখার আবেদন জানিয়েছেন তিনি। ইভা বলেছেন, ‘দু’একজনের বক্তব্যে ভারতবাসীর প্রতি মালদ্বীপের মানুষের মনোভাব প্রকাশ পায় না। আমরা ভারতের মানুষকে বয়কটের ট্রেন্ড শেষ করার আবেদন জানিয়ে ফের এখানে আসার আবেদন জানাচ্ছি।’ তবে ক্ষোভে জল ঢালা যায়নি ভারতের। লাক্ষাদ্বীপের প্রশাসক প্রফুল্ল খোড়া বলেছেন, ‘ভারত কখনও এই ধরণের অপমান সহ্য করবে না এবং প্রধানমন্ত্রীকে সহমর্মিতা জানাচ্ছে ভারত। প্রধানমন্ত্রীর পাশে থাকার জন্য আমি লাক্ষাদ্বীপ সহ সমগ্র ভারতবাসীকে ধন্যবাদ জানাই।’ মালদ্বীপ বয়কট করে লাক্ষাদ্বীপকে পর্যটন ডেষ্টিনেশন বিবেচনা করার জন্য সামাজিক মাধ্যমে সরব অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন থেকে শুরু করে ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ।
ভারতের সঙ্গে এই কূটনৈতিক সংঘাতের মধ্যেই সোমবার চীনে পা দিয়েছেন প্রেসিডেন্ট মুইজু। চীনের সরকারি সংবাদমাধ্যমের সম্পাদকীয়তে বলা হয়েছে, বেজিং মালদ্বীপকে সমান অংশীদার মনে করে এবং তাদের সার্বভৌমত্বকে সম্মান করে। আরও বলা হয়েছে, ‘মালদ্বীপ এবং ভারতের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও সম্মান করে বেজিং। দিল্লির সঙ্গে ম্যালের সম্পর্ক ভাল রাখার কারণ সম্পর্কেও অবগত। চীন এবং ভারতের সংঘাতের কারণে ম্যালকে কখনও দিল্লিকে প্রত্যাখান করতে বলেনি অথবা মালদ্বীপ ভারতের সম্পর্ককে কখনও বিপদ হিসেবে বিবেচনা করেনি।’
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের