
সোমবার ০৫ মে ২০২৫
আট বছর ধরে তাঁরা খুব ভাল বন্ধু। আট বছর ধরে তাঁদের ভাল বোঝাপড়া। তাকে আঁকড়ে ধরেই ২২ জানুয়ারি সম্পর্ককে পাকা করতে চলেছেন সত্যম ভট্টাচার্য, শাশ্বতী সিংহ। রবিবার সামাজিক মাধ্যমে সেই খবর আনুষ্ঠানিক ভাবে জানান তাঁরা। আজকাল ডট ইন যোগাযোগ করলে ‘বল্লভপুরের রূপকথা’র ‘ভূপতি’র দাবি, ‘‘কী পেশাজগতে, কী ব্যক্তিজীবনে— এতগুলো বছর ধরে আমরা একসঙ্গে। আমরা পরস্পরকে খুব ভাল চিনি, জানি। সেই অনুভূতিকে সম্মান দিতেই এই পদক্ষেপ।’’ শাশ্বতীও মঞ্চাভিনেতা। পাশাপাশি, এর আগে উইন্ডোজ প্রযোজনা সংস্থার কর্মী ছিলেন। রূপকথার রাজপুত্রের মতোই কি বিয়ের আয়োজন হবে তাঁর? প্রশ্ন করতেই জবাব এসেছে, একেবারেই না। বাঙালি যেভাবে বিয়ে করে সেভাবেই তাঁরাও বিয়ে করবে।
সেই অনুযায়ী, ধাক্কাপাড় ধুতি-পাঞ্জাবিতে সাজবেন সত্যম। শাশ্বতী বেছে নিচ্ছেন লাল বেনারসী। হাতে আর মাত্র ক’টা দিন। ইতিমধ্যেই আইবুড়ো ভাতের পর্ব শুরু হয়ে গিয়েছে। তবে সঙ্গীত, মেহেন্দি— এসব কিছুই হবে না। বিয়ের আসর বসবে পাটুলিতে, শাশ্বতীর বাড়িতে। রিসেপশন অর্থাৎ বৌভাত সত্যমের বাড়িতে। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় থেকে অনির্বাণ ভট্টাচার্য— প্রত্যেকের সঙ্গে কাজ করেছেন। সমস্ত তারকা বন্ধুরা নিশ্চয়ই আসবেন? অভিনেতার দাবি, তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। আশা, ব্যস্ততার মধ্যেও তাঁরা অভিনেতার পাশে থাকবেন।
বাকি সব মোটামুটি ঠিক হলেও এখনও বিয়ের মেনু ঠিক করে উঠতে পারেননি সত্যম-শাশ্বতী। দুই পরিবার এক হয়ে এই পর্ব মেটাবেন, বক্তব্য তাঁর। তবে সত্যমের বিরিয়ানি খুব প্রিয়। তাই ওই পদটি রাখার চেষ্টা করবেন। চারিদিকে বিচ্ছেদের সুর। তার মধ্যেও ভালবাসার হাত আঁকড়ে ধরেই নতুন জীবনে প্রবেশের স্বপ্ন অভিনেতার। হবু বৌকে আগাম কোনও বার্তা দিতে চান? অভিনেতার কথায়, ‘‘চারিদিকে বিচ্ছেদ, ভাঙন। তবু বলব, চেনা মানুষকে আগলে নিয়ে পথ হাঁটলে জীবন যথেশ্ট সুখের। তবে দু’পক্ষকেই এবিষয়ে এগিয়ে সমান দায়িত্ব নিতে হবে। আশা, আমরা সেটা পারব।’’ নতুন বৌকে কী উপহার দেবেন? প্রশ্ন শুনে কি হাল্কা আক্ষেপ ঝরল সত্যমের গলায়? বললেন, ‘‘সত্যিই ওকে খুব ভাল কিছু দিতে চাই। ভেবেছিলাম, বিয়ের পর সুন্দর কোনও জায়গায় মধুচন্দ্রিমায় যাব। এটাই আমার তরফ থেকে শাশ্বতীকে উপহার দেওয়া হত। কিন্তু ফেব্রুয়ারিতে কাজ থাকবে। সেটা মিটিয়ে কোথাও যাওয়ার পরিকল্পনা করব।’’
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?
জিয়া খানের মৃত্যু বিতর্ক কাটিয়ে লাইম লাইটে সূরজ পাঞ্চোলি, চার বছর পর অভিনয়ে ফিরে কী বললেন অভিনেতা?
অত্যাচারের পাহাড় ঠেলে জিতল কি 'জয়া'? কতটা মিলল আত্মসম্মানের হিসেবনিকেশ?
‘কিং’-এ পা রাখছেন অমিতাভ? শাহরুখ না অভিষেক- কার সঙ্গে হাত মেলাবেন ‘শাহেনশাহ’?
'আলিয়ার সঙ্গে কাজ করতে চাই...' পর্দায় বোনের নায়ক, না খলনায়ক! কোন চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে?
পহেলগাঁও জঙ্গি হামলার ‘অ্যাকশন’! পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ‘সর্দারজি ৩’ থেকে ছাঁটলেন দিলজিৎ?