বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ০৯ জুলাই ২০২৫ ১৫ : ৫১Abhijit Das
বুড়োশিব দাশগুপ্ত
একদা দুই পরম বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক এখন শত্রু। ট্রাম্পের নির্বাচনী প্রচারে অর্থ জুগিয়েছিলেন মাস্কই। প্রায় ৩০০ মিলিয়ন ডলারের বেশি খরচ করে ট্রাম্পকে হোয়াইট হাউসের ক্ষমতা দখলে সাহায্য করেছিলেন। নির্বাচনের ঠিক পরেই উপহার স্বরূপ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরের বা ডিওজিই)-র দায়িত্ব দেওয়া হয় মাস্ককে। দপ্তরের কাজ ছিল মানবিক খাতিরে বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যে অনুদান দিত তা কমিয়ে আনা। এই সব খরচকে ‘অপচয়’ বলে বর্ণনা করে বিভিন্ন আমেরিকান ইউনিভার্সিটিতেও অনুদান কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প যখনই মেক আমেরিকা গ্রেট এগেন (এমএজিএ)-এর স্বপ্নপূরণ করতে ‘কর কাটছাঁটের বিল’ কংগ্রেসে পেশ করার জন্য তোড়জোড় করা শুরু করেন, তখনই মাস্কের সঙ্গে দূরত্ব তৈরি হতে শুরু করে। মাস্ক দাবি করেন, এই বিলের ফলে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ঋণ বৃদ্ধি পাবে। মাত্র এক ভোটের ব্যবধানে বিলটি আইনে পরিণত হয়।
ডিওজিই থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠন করার কথা ঘোষণা করেছেন মাস্ক। ফেডেরাল ইলেকশন কমিশনে এখনও নথি জমা দেননি তিনি। তবে নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে জনগণের উদ্দেশ্যে লিখেছেন, “আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আজ আমেরিকা পার্টি গঠিত হল।“ ট্রাম্প তাঁর বন্ধুর এই পদক্ষেপকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করেছেন। ট্রুথ সোশ্যালে নিজের হ্যান্ডলে ট্রাম্প লিখেছেন, “আর কোনও রকেট উৎক্ষেপণ, উপগ্রহ অথবা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন নয়। আমাদের দেশ অনেক টাকা বাঁচবে। আমাদের উচিত ডিওজিই-কে দিয়ে এই বিষয়টি কঠোরভাবে পর্যালোচনা করা। অনেক টাকা বাঁচাতে হবে।“ স্পষ্টতই, ট্রাম্প মাস্কের উচ্চাভিলাষী মহাকাশ পর্যটন প্রকল্প এবং টেসলা-কর্তৃক নির্মিত বৈদ্যুতিক গাড়ির দিকে ইঙ্গিত করছেন। মাস্ক শুরু থেকেই এই বিলের বিরুদ্ধে ছিলেন কারণ, এটি সরাসরি তাঁর ব্যবসায়িক ক্ষেত্রগুলিকে প্রভাবিত করবে। কংগ্রেসের দুই কক্ষে ভোটাভুটির ফলে বিলটি আইনে রূপান্তরিত হয়েছে, মাত্র পাঁচজন রিপাবলিকান এর বিরোধিতা করেছিলেন।
রিপাবলিকান এবং ডেমোক্র্যাটের বাইরে আমেরিকায় তৃতীয় রাজনৈতিক দল গঠন বিশ্ব রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যখন বিশ্ব রাজনীতি ডানপন্থী মনোভাবের দিকে তীব্র মোড় নিচ্ছে, তখন আমেরিকার কোনও তৃতীয় দল কি এই প্রবণতায় ভারসাম্য বজার রাখতে পারবে? কয়েকজন বিশেষজ্ঞ বেশ আশাবাদী। কিন্তু মাস্কের ‘ডানপন্থী’ মনোভাবের কারণে অনেকে সন্দিহানও। মাস্কের সোশ্যাল হ্যান্ডলে প্রায় ২২০ মিলিয়ন ফলোয়ার রয়েছে। সেখানে আমেরিকা পার্টি নিয়ে একটি ভোটাভুটি করেছিলেন তিনি। সেই পোলে দেখা গিয়েছে ফলোয়ারদের ৮০ শতাংশ নতুন রাজনৈতিক দলের পক্ষে। এর আগে গ্যালপের একটি পোলে দেখা গিয়েছে, ৫৮ শতাংশ আমেরিকানের দেশের দ্বিদলীয় ব্যবস্থার প্রতি মোহভঙ্গ হয়েছে। প্রায় ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক যদি মনোযোগী হন, তবে আমেরিকায় তৃতীয় দলের উত্থানের জন্য প্রয়োজনীয় সম্পদ রয়েছে তাঁর কাছে।
সেখানেও সন্দেহ রয়েছে। এক রিপাবলিকান সেনেটর দাবি করেছেন, ট্রাম্পের সঙ্গে মাস্কের এই দ্বন্দ্ব বেশি দিন স্থায়ী হবে না। মিটমাট হয়ে যাবে শীঘ্রই। এটি কেবল একটি 'ভ্যানিটি প্রকল্প' যা আমেরিকান রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে সফল হওয়ার সম্ভাবনা কম। দুই দলীয় ব্যবস্থার প্রতিষ্ঠিত আমেরিকান রাজনৈতিক পরিস্থিতিতে কোনও তৃতীয় পক্ষ দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারেনি। রস পেরোটের রিফর্মস পার্টিকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন সেনেটর। মাস্কের অতি ডানপন্থী দৃষ্টিভঙ্গি- স্পেনে ভক্স পার্টি এবং জার্মানিতে এএফডি-র প্রতি তাঁর সমর্থন- অনেকেরই মোহভঙ্গ করতে পারে।
কিন্তু এই পরিবর্তনশীল সময়ে, তৃতীয় রাজনৈতিক দলের জন্য মাস্কের আহ্বান বিশ্বে একটি বড় প্রভাব ফেলতে পারে। এর বিবর্তনকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা প্রয়োজন। ভারত ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশে একটি টেসলা কারখানা স্থাপনে বিশেষ ভাবে আগ্রহী। ভারতে প্রকল্পের প্রতি মাস্কের আগ্রহ ট্রাম্পকে ক্ষুব্ধ করেছিল। এখন দেখার বিষয় ভারত কীভাবে এই পরিস্থিতি সামাল দেয়।

নানান খবর

মহাকাশে মুগ-মেথি চাষ করছেন শুভাংশু! মাঝ আকাশে আচমকা কী এমন ঘটে গেল, মন দিতে হল চাষবাসে?

আগস্ট থেকেই ওষুধে ২০০ শতাংশ কর! ট্রাম্পের নয়া শুল্ক-নীতিতে কীভাবে বিরাট বিপদে পড়তে পারে ভারত? জানুন এখনই

রিয়ালের কোচ থাকাকালীন ফাঁকি দেন কর, ব্রাজিল কোচ অ্যানচেলোত্তিকে এক বছরের কারাদণ্ডের নির্দেশ

হাই হিলস-এ ‘ওটা’ লুকিয়ে ফেললেই কেল্লাফতে, ‘সফিস্টিকেটেড’ রূপে ফাঁকি দিতে গিয়েই হাতেনাতে ধরা পড়ে গেলেন হোটেল মালিক, তারপর?


'ইংল্যান্ডের প্রধান সমস্যা বাজবল', এজবাস্টনে স্টোকসরা হারতেই আক্রমণ অশ্বিনের

এই জুলাইয়েও তীব্র গরমে পুড়ছে চারপাশ, মৃত্যু হাজার হাজার, তথ্য সামনে আসতেই ভয়ে কাঁপছেন এখানকার মানুষ

তিনি এলেন, দেখলেন এবং জয় করে নিলেন, শৈশবের ক্লাবের বিরুদ্ধে গোল করে চেলসিকে ফাইনালে তুললেন পেদ্রো

আরও সাত দেশকে শুল্ক-নোটিশ পাঠাচ্ছে মার্কিন মুলুক, এবার কি চিঠি পাবে ভারতও? দেখে নিন তালিকা

একগুচ্ছ রেকর্ড ভাঙার হাতছানি গিলের সামনে, পারবেন কি ভারত অধিনায়ক?

গুজরাট সেতু বিপর্যয়ের বড় মাশুল গুনতে হবে স্থানীয়দের, ঘনিয়ে এল বড় বিপদের দিন

মহমেডান সেই সাদা-কালোই, ইউনাইটেড স্পোর্টসের কাছে তিন গোল হজম, তারক হেমব্রমের আরোগ্য কামনায় বিশেষ পোস্টার

বিয়ের সানাই থামতেই ভাঙনের সুর? তিন মাসেই দূরে সরছেন শার্লি-অভিষেক? তুমুল জল্পনা সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে

পাক জার্সিতে হতাশাজনক পারফরম্যান্স, তবুও বাবরদের বেতন বাড়াতে বরাদ্দ ৩৬ কোটি

শৌচাগারে রক্তের দাগ, ‘কার পিরিয়ড হয়েছে?’, শয়ে শয়ে পড়ুয়ার পোশাক খুলিয়ে যাচাই করল স্কুল!

ফার্স্ট ডিভিশনের অ্যাডামাস থেকে রাজস্থান হয়ে ইস্টবেঙ্গল, স্বপ্নের উড়ানে মার্তণ্ড,'পরিশ্রমী হলে রায়না হওয়া যায়', বলছেন গুরু রঞ্জন

প্রাক্তন স্বামীকে 'দাদা' বলে সম্বোধন! বিচ্ছেদের পরই কি বদলে গেল সুদীপ-পৃথার সম্পর্কের সমীকরণ?

নদিয়ায় স্কুলচত্বরে পথকুকুরকে পিটিয়ে খুন! গ্রেপ্তার প্রধানশিক্ষক এবং এক গ্রুপ ডি কর্মী

ডাক্তারের বন্ধ চেম্বার থেকে রোগিনীর আর্ত চিৎকার, ঘটনা জেনে অবাক বাকি রোগীরা

দিনে মাত্র তিন ঘণ্টা ঘুমোন, রেকর্ডের সামনে ব্রাজিলের গোলকিপার ফাবিও

ডেটে যেতে চান, কিন্তু পকেটে পয়সা নেই! চিন্তা নেই, ভারতে এই শহরে বান্ধবীর সঙ্গে সময় কাটাতে খরচ সবচেয়ে কম

বর্ষাকালে মাছ খাওয়া উচিত নয়? সত্যি কি তাই? ভুল ধারণায় না থেকে জানুন বিশেষজ্ঞের মতামত

জানুয়ারিতে ‘না’ বললেও জুলাইতেই দিলেন খুশির খবর, বাবা-মা হচ্ছেন রাজকুমার-পত্রলেখা!

রোগীকে শুশ্রূষা দিতে এসে 'সেই কাজ' করলেন নার্স! "বিশেষ থেরাপি" সাফাই নার্সের! ভাইরাল ভিডিও

একটি বিশেষ নামে ডাকত পরিবার, ডিএনএ পরীক্ষা করাতেই হতবাক মহিলা, আশ্চর্য সত্য এল সামনে