
মঙ্গলবার ০৬ মে ২০২৫
জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ। এখনও জাঁকিয়ে শীত পড়েনি বাংলায়। আর এই কারণেই শিউলিদের মুখ ভার। কনকনে ঠাণ্ডা না পড়ায় খেজুর গাছে হাঁড়ি ঝুলিয়েও ভাল খেজুরের রস পাচ্ছেন না শিউলিরা। আর রস না ওঠায় তৈরি হচ্ছে না ভালো মানের নলেন গুড়।