শুক্রবার ১১ জুলাই ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | নজিরবিহীন, কেন্দ্রকে চিঠি সুপ্রিম কোর্টের, অবিলম্বে প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে সরকারি বাংলো খালি করার নির্দেশ

RD | ০৬ জুলাই ২০২৫ ১১ : ৫৭Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: অবসরের পরও প্রধান বিচারপতির জন্য নির্ধারিত সরকারি বাসভবন ছাড়েননি ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।  সেই বাংলো খালি করার জন্য কেন্দ্রকে চিঠি দিল সুপ্রিম কোর্ট প্রশাসন। সরকারি পুলের ওই বাংলো সুপ্রিম কোর্টের আওতায় ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টে বর্তমানে ৩৩ জন বিচারপতি রয়েছেন। যার মধ্যে রয়েছেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই-ও। সুপ্রিম কোর্টের জন্য ৩৪ জন বিচারকের অনুমোদন রয়েছে। কিন্তু বর্তমানে শীর্ষ আদালতে একজন কম বিচারপতি রয়েছেন। সুপ্রিম কোর্টের চার বিচারপতিকে এখনও সরকারি বাসভবন বরাদ্দ করা হয়নি। তাঁদের মধ্যে তিনজন সুপ্রিম কোর্টের ট্রানজিট অ্যাপার্টমেন্টে বসবাস করছেন, একজন রাষ্ট্রীয় অতিথি ভবনে বসবাস করছেন বলে সূত্র মোতাবেক জানা গিয়েছে। তাই, শীর্ষ আদালতের প্রধান বিচারপতির সরকারি বাসভবন কৃষ্ণ মেনন মার্গের বাংলোর জরুরি প্রয়োজন।

ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ২০২৪ সালের ১০ নভেম্বরে অবসর গ্রহণ করেন। সরকারি নিয়ম অনুসারে, একজন কর্মরত প্রধান বিচারপতি তাঁর মেয়াদকালে একটি টাইপ এইট বাংলো পাওয়ার অধিকারী। অবসর গ্রহণের পর, তিনি ছয় মাস পর্যন্ত ভাড়া ছাড়াই টাইপ এইট সরকারি বাংলোয় থাকতে পারবেন।

এই ক্ষেত্রে, অবিচারপতি চন্দ্রচূড়ের অবসর গ্রহণের পর প্রায় আট মাস পেরিয়ে গেলেও তিনি টাইপ এইট বাংলোটিতে রয়েছেন। কীভাবে এটি সম্ভব হল? কারণ শীর্ষ পদে থাকা তাঁর দুই উত্তরসূরী - প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাই ৫, কৃষ্ণ মেনন মার্গের বাংলোয় স্থানান্তরিত না হয়ে তাঁদের পূর্ববর্তী বাসস্থানে রয়েছেন।

১ জুলাইয়ের চিঠিতে, সুপ্রিম কোর্ট প্রশাসন গৃহ ও নগর বিষয়ক মন্ত্রককে অবিলম্বে প্রধান বিচারপতি জন্য সরকারের বরাদ্দকৃত টাইপ এইট বাংলোটি খালি করার জন্য অনুরোধ করেছে। সুপ্রিম কোর্টের তরফে মন্ত্রকের সচিবকে লেখা চিঠিতে বলা হয়েছে, "এই বাসভবনে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের থাকার মেয়াদ ইতিমধ্যেই ৩১ মে শেষ হয়েছে। ২০২২ সালের সংশোধিত নিয়ম অনুযায়ী, কোনও প্রাক্তন প্রধান বিচারপতি ছয় মাস পর্যন্ত শুধুমাত্র সরকারি বাসভবন ধরে রাখতে পারেন। সেই সময়সীমাও ১০ মে, ২০২৫-এ শেষ হয়ে গিয়েছে। অতএব অবিলম্বে এই বাড়িটি দখলে নেওয়া হোক।" 

এই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেছেন যে, "ব্যক্তিগত পরিস্থিতিই বিলম্বের কারণ। সুপ্রিম কোর্ট প্রশাসনকে এই বিষয়ে অবহিত করা হয়েছে।" সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে অবসরপ্রাপ্ত প্রদান বিচারপতি জানিয়েছেন, তিনি সরকারি বাসস্থানে অতিরিক্ত সময় থাকতে চান না। তাঁর কথায়, "আমার মেয়েদের বিরল রোগের চিকিৎসা চলছে এইমস-এ। তাঁরা বিশেষ চাহিদা সম্পন্ন। তাই দিল্লিতে একটি বাসস্থানের প্রয়োজন। আমি ফেব্রুয়ারি থেকে ঘুরে বেড়াচ্ছি। আমি সার্ভিস অ্যাপার্টমেন্ট এবং হোটেলও চেষ্টা করেছি, কিন্তু কোনওটাই কার্যকর হয়নি।" তিনি বলেন।

প্রাক্তন প্রধান বিচারপতি বলেন যে ২৮শে এপ্রিল তৎকালীন প্রধান বিচারপতি খান্নাকে চিঠি লিখে জানিয়েছিলেন যে, তিনি উপযুক্ত বাসস্থান খুঁজছেন এবং ৩০শে জুন পর্যন্ত বাংলোয় থাকার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু সেই চিঠির কোনও উত্তর পাননি। এটি ছিল তাঁর তৃতীয় আবেদন। বিচারপতি চন্দ্রচূড় বলেন যে, তিনি প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের সঙ্গেও কথা বলেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তিনি সেখান থেকে চলে যাবেন বলে আশ্বাস দিয়েছেন।

চন্দ্রচূড়ের কথায়, সরকার তাঁকে ভাড়ায় অস্থায়ী বাসস্থান বরাদ্দ করেছে, কিন্তু বাংলোটি দুই বছর ধরে ব্যবহার করা হচ্ছে না এবং বর্তমানে মেরামত ও সংস্কারের কাজ চলছে। তিনি বলেন, "আমার বেশিরভাগ জিনিসপত্র প্যাক করা আছে। সেগুলি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আমি অন্যত্র চলে যাবো। এটি কয়েক দিনের ব্যাপার। আমি অতিরিক্ত সময় ধরে থাকার ব্যাপারে মোটেই আগ্রহী নই, তবে আমার কোনও বিকল্প এইঅ মুহূর্তে নেই।"

সুপ্রিম কোর্টের কর্মকর্তার মন্ত্রককে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, অবসর গ্রহণের এক মাস পরে, বিচারপতি চন্দ্রচূড় তাঁর উত্তরসূরী, তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি লিখেছিলেন। তিনি লিখেছিলেন,  "৫ কৃষ্ণ মেনন মার্গে বিদ্যমান বাসস্থানটি আমাকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত রাখার অনুমতি দেওয়া হলে এটি আরও সুবিধাজনক হবে।" 

তৎকালীন প্রধান বিচারপতি সম্মত হন এবং মন্ত্রক অনুমোদন করে যে, প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় ১১ ডিসেম্বর, ২০২৪ থেকে ৩০ এপ্রিল, ২০২৫ পর্যন্ত প্রতি মাসে ৫,৪৩০ টাকা লাইসেন্স ফি প্রদানের মাধ্যমে কৃষ্ণ মেনন মার্গে থাকতে পারবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, বিচারপতি চন্দ্রচূড় তৎকালীন প্রধান বিচারপতির কাছে মৌখিকভাবে অনুরোধ করেছিলেন যে, তাঁকে এই বছরের ৩১ মে পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হোক। এটিও অনুমোদিত হয়েছিল, তবে তাতে একটি সতর্কতাও ছিল যে, আর কোনও বর্ধিতকরণ অনুমোদিত হবে না।

সেই সময়সীমাও শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, সুপ্রিম কোর্ট প্রশাসন এখন মন্ত্রককে "আর কোনও বিলম্ব ছাড়াই দখল নিতে" বলেছে।


নানান খবর

মৃত ঘোষণার প্রায় ১২ ঘন্টা পর কেঁদে উঠল শিশু! ভয়াবহ ঘটনায় হুলুস্থুল মহারাষ্ট্রে

দেখেছেন ২৩০টি সূর্যোদয়, ঘুরে ফেলেছেন ১০০ লক্ষ কিলোমিটারেরও বেশি পথ, মহাকাশে শুভাংশুদের কাহিনি শুনলে গায়ে কাঁটা দেবেই

বায়োডেটা এমনও হয়! চাকরির জন্য মরিয়া যুবক এ কী লিখেছেন? চোখ কপালে উঠবে কর্তাদের

রাজ্যস্তরে খেলে টেনিসে তারকা হয়ে উঠছিলেন ধীরে ধীরে, সেই মেয়েকই গুলি করে খুন করলেন বাবা, কী এমন ঘটল?   

'ইন্সটা রিল' বানিয়ে ভাইরাল হতে এ কী কান্ড যুবতীর? ভিডিও প্রকাশ্যে আসতেই উত্তাল নেটপাড়া

মহাকাশে মুগ-মেথি চাষ করছেন শুভাংশু! মাঝ আকাশে আচমকা কী এমন ঘটে গেল, মন দিতে হল চাষবাসে?

আগস্ট থেকেই ওষুধে ২০০ শতাংশ কর! ট্রাম্পের নয়া শুল্ক-নীতিতে কীভাবে বিরাট বিপদে পড়তে পারে ভারত? জানুন এখনই

হাই হিলস-এ ‘ওটা’ লুকিয়ে ফেললেই কেল্লাফতে, ‘সফিস্টিকেটেড’ রূপে ফাঁকি দিতে গিয়েই হাতেনাতে ধরা পড়ে গেলেন হোটেল মালিক, তারপর?

গুজরাট সেতু বিপর্যয়ের বড় মাশুল গুনতে হবে স্থানীয়দের, ঘনিয়ে এল বড় বিপদের দিন

শৌচাগারে রক্তের দাগ, ‘কার পিরিয়ড হয়েছে?’, শয়ে শয়ে পড়ুয়ার পোশাক খুলিয়ে যাচাই করল স্কুল!

অবৈধভাবে এদেশে থাকছিল! ৪৪৮ জন বাংলাদেশিকে আটক করে পুলিশ

খাবার ডেলিভারি করতে বেরিয়ে এ কী হাল যুবকের? কর্ণাটকে বেপরোয়া বাইক সংঘর্ষে চূড়ান্ত পরিণতি ২ যুবকের

মায়ের সঙ্গে মেলা ঘুরতে গিয়েছিলেন, এরপর লম্বা সময় ধরে নিখোঁজ যুবতী, ভয়াবহ পরিণতি জানলে শিউরে উঠবেন 

১০ এবং ১৫ বছরের পুরনো গাড়িকে আর জ্বালানি বিক্রি করা হবে না, নির্দেশ জারি এই রাজ্যের

বিনামূল্যে খাবার দিয়েও ১০০ কোটি আয় করা সম্ভব! দৃষ্টান্ত স্থাপন করেছে হরিয়ানার এই হোটেল

‘কী হল রুট, দেখাও না’, ম্যাচের মাঝে জো রুটের কাছে কী এমন দেখতে চাইলেন সিরাজ?

‘খেলোয়াড়রা ছুটি কাটাতে আসেননি’, বিসিসিআইয়ের ফ্যামিলি রুল ঘিরে বিস্ফোরক দাবি গৌতম গম্ভীরের

ফের অশান্ত ভাঙড়! তৃণমূল নেতাকে গুলি করে খুন

মুর্শিদাবাদে পথ নিরাপত্তা প্রচারের মাঝেই দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ট্রাফিক ওসির

উইম্বলডন মুখ ফেরাল সাবালেঙ্কার থেকে, প্রথমবার ফাইনালে আনিসিমোভা

কেমন আছেন ফর্মে থাকা পন্থ? লর্ডস টেস্টের প্রথম দিনেই জরুরি আপডেট দিল বিসিসিআই

সারার দিকে তাকিয়ে গিলের হাসি, সম্পর্ক কি আবার জোড়া লাগল? তুঙ্গে জল্পনা

১০ লক্ষ টাকার তহবিল গড়তে চান? জানুন জনপ্রিয় এই প্রকল্পে মাসিক বিনিয়োগের অঙ্ক

ব্য়াঙ্কের সেভিংস অ্যাকাউন্টেও মিলবে এফডি-র হারে সুদ! শুধু এই কাজটি করলেই কেল্লাফতে

১ আগস্ট ২০২৫ থেকে UPI-এর নিয়ম বদল, কী কী বদলাচ্ছে? জানুন

দেশভাগের পরও এই হিন্দু মহাপুরুষকে শ্রদ্ধার চোখে দেখেন পাকিস্তানিরা, চেনেন স্যার গঙ্গা রামকে?

এক লক্ষ বিনিয়োগ করলেই মিলবে মালামাল সুদ! কোথায়? জানুন এই প্রকল্প সমন্ধে

ক্লাস চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ! ঘটনা ঘিরে চাঞ্চল্য বলাগড়ে

উত্তরপাড়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, অভিযোগ মানসিক নির্যাতনের, পুলিশের হাতে আটক স্বামী

হাজার হাজার মানুষের ভিড়, তারকেশ্বরে পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় উদ্যোগ

তর্ক ভুলছে নবপ্রজন্ম? ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে বিশেষ আয়োজনে মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি

কপিল শর্মার ক্যাফেতে ভয়ঙ্কর হামলা! চলল গুলিবর্ষণ, কেমন আছেন জনপ্রিয় কমেডিয়ান?

আর হয়রানি নেই, এবার এক ক্লিকেই সব পরিষেবা! শ্রাবণী মেলা নিয়ে প্রশাসনের অভিনব উদ্যোগ

ইউকেএসসির দাপটের সাক্ষী কল্যাণী, খিদিরপুরকে চার গোলের মালা পরিয়ে চারে চার ইয়ান ব্রিগেডের

লর্ডসে ফের টস হেরে বসলেন গিল, ভারত গড়ল বিড়ম্বনার নতুন রেকর্ড

শববাহী গাড়িতে মদ খেয়ে শবাসন চালক আর খালাসির! ছবি ভাইরাল হতেই কটাক্ষ বিরোধীদের

শরীরের এই বিশেষ অঙ্গ অস্ত্রোপচার করে বদলে ফেলেছেন প্রিয়াঙ্কা! বিস্ফোরক দাবি এই নামী বলি প্রযোজকের

গালের চোয়াল ভাঙা, শুকিয়ে কাঠ করণ জোহর! হঠাৎ কী হল তাঁর? চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে

সোশ্যাল মিডিয়া