
সোমবার ০৫ মে ২০২৫
মলয় সিনহা: ছোট থেকেই কম কথা বলতেন। ছিলেন বেশ লাজুক। সেই ছেলে ভূপর্যটক হওয়ার স্বপ্ন নিয়ে ইতিমধ্যে ঘুরে ফেলেছেন ৪৫টি দেশ। শুধু বিনোদনের জন্য বিশ্ব ভ্রমণ নয়, সেই সব দেশের সংস্কৃতি, ঐতিহ্য, উৎসব, ইতিহাসের তথ্য সংগ্রহ করেন তিনি। ইতিমধ্যে সেই সব দেশ ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের সুবিধার জন্য নানা তথ্যভাণ্ডার নিয়ে তৈরি করেছেন নিজস্ব সমাজমাধ্যমের পাতা। পেশায় তিনি একটি বহুজাতিক সংস্থার তথ্যপ্রযুক্তি কর্মী। এই পেশায় রয়েছেন দীর্ঘ ১৮ বছর। দীপ ভট্টাচার্যের লক্ষ্য আগামী দু–তিন বছরের মধ্যে আরও ৫৫টি দেশে ভ্রমণ করা। পেশার কারণে ২০০৮–এ ইংল্যান্ডে পাড়ি। সেই শুরু। ২০২৩–এ ২৩টি দেশ ভ্রমণ করেছেন। বিশ্ব ভ্রমণ করতে গেলে পেশাকে টিকিয়ে রাখা কঠিন। ভূপর্যটক হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে দীপ সব ছাড়তেও মনস্থির করে ফেলেছেন। তাঁর স্বপ্ন রাষ্ট্রপুঞ্জের সদস্য তালিকায় থাকা ১৯৭টি দেশ ভ্রমণ করা।
কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা দীপ ভট্টাচার্য। পেশার কারণে বর্তমানে থাকেন ইংল্যান্ডের সাউথ হ্যামটন। ছোটবেলায় মা–বাবার হাত ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন। সেই থেকেই তাঁর স্বপ্ন গোটা পৃথিবী ভ্রমণের। দীপের কথায়, ‘বহুজাতিক সংস্থায় ২০০৬ সেপ্টেম্বরে যোগ দেওয়া। পেশাকে সামলে ২০০৮ প্রথম বিদেশ যাত্রা। বুকে সাহস নিয়ে ২০০৮–০৯–এ একা বেরিয়ে পড়ি ইওরোপের নানা দেশে। পেশার কারণে সাতবার ইংল্যান্ড এসেছি। অনেকটা সুবিধা হয়েছে। ২০১৫–১৬ আবার ইওরোপের না দেখা দেশ ভ্রমণ।’ আমেরিকার বিখ্যাত সোলো ট্রাভেলার ড্রিউ বিনস্কি রাষ্ট্রপুঞ্জের সদস্য তালিকায় থাকা ১৯৭ দেশ ঘুরে ফেলেছেন। ভ্রমণ নিয়ে তাঁর গিনেস বুকে নামও রয়েছে। তাঁর থেকেই অনুপ্রাণিত হয়েছি, জানালেন দীপ। প্রশ্ন, কতগুলি দেশ ভ্রমণ হয়েছে? তাঁর কথায়, ‘প্রথম নিজের দেশ। তারপর ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, মরিশাস, ভুটান, বেলজিয়াম, জার্মানি, অস্ট্রিয়া, স্পেন, পর্তুগাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মায়ানমার, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, কাতার, টার্কি, নরওয়ে, আলবেনিয়া, মন্টেনিগ্রো, উত্তর ম্যাসিডোনিয়া, মরক্কো, সার্বিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, ইতালি, সান মারিনো, রোমানিয়া, বুলগেরিয়া, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটিভা, লিথুয়ানিয়া, পোল্যান্ড। আগামী লক্ষ্য ১৫২টা দেশ ভ্রমণ।’ নিজেকে সোলো বঙ্গ ট্রাভেলার বলতেই বেশি পছন্দ করেন দীপ। স্বপ্ন পূরণের জন্য নিজের দৈনন্দিন খরচ কমিয়ে ফেলেছেন। বেতনের বেশিরভাগটাই সঞ্চয় করেন। একা ঘুরতে গেলে কীভাবে কম খরচে চলতে হয় তার পরিকল্পনা আগে থেকেই করে নেন দীপ। প্রয়োজনে গন্তব্যে হেঁটে যাওয়া, স্টেশনের ওয়েটিং রুমে থাকা, হোটেল নয় হস্টেলে থাকা। খরচ কমাতে মধ্যরাতের বিমানে যাত্রা, গাড়ি নয় স্থানীয় সাইকেল ভাড়া নিয়ে চলা। দীপ জানান, ‘এই ভ্রমণের জন্য আমার সহকর্মীরাও সহযোগিতা করেন। বাবা–মা উৎসাহ দেন।’ কোভিডের জন্য তিন বছর ঘুরতে পারেননি। ২০২২ থেকে আবার শুরু। দীপ বিশ্বভ্রমণের অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেছেন নিজের সমাজমাধ্যমের পাতায়। ইতিমধ্যে ৪ হাজারের বেশি ফলোয়ার। আগামী দিনের পর্যটকদের সুবিধার জন্য নিজের অভিজ্ঞতা নিয়ে বইও লিখবেন তিনি। নিজের শহরকেও ভালবাসেন দীপ। শহরের গৌরবময় ঐতিহ্য তুলে ধরার জন্য বন্ধু অয়ন মণ্ডলকে নিয়ে ২০১৯–এ তৈরি করেছেন ‘ওয়াক ক্যালকাটা ওয়াক’। দীপের কথায়, ‘নিজের দেশের পাশাপাশি বিশ্বে নানা দেশে লুকিয়ে রয়েছে নানা অলৌকিক ঘটনা, ঐতিহ্য, ইতিহাস। রয়েছে অ্যাডভেঞ্চার। এই সব চাক্ষুষ না করলে জীবনই বৃথা।’
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১