
সোমবার ২৬ মে ২০২৫
তাঁর হোয়াটসঅ্যাপ ডিপি বদলে গিয়েছে। সাদাকালো প্রেক্ষাপটে একাকী এক পুরুষ। অনেক চড়াই উৎরাই পেরিয়ে তিনি এক বৃক্ষের সামনে দাঁড়িয়ে। যেন লক্ষ্যের মুখোমুখি। মাথার উপরে খোলা আকাশ। আকাশের বুক থমথমে কালো মেঘের ভারে। হোয়াটসঅ্যাপ ছাড়া তাঁর আর কোনও সামাজিক মাধ্যম নেই। তারপরেও তাঁর ফ্যানপেজ থেকে অনুরাগীদের বছরের শুরুতে আন্তরিক ধন্যবাদ জানালেন। তাঁকে, তাঁর অভিনীত ধারাবাহিক ‘রামপ্রসাদ’কে ভালবাসার জন্য। তাঁর কাছে তাঁর অনুরাগীরা আপনজনের থেকেও বেশি। সেই উপলব্ধি থেকেই তাঁর বার্তা, ‘ইহজগতে আপনজন তো অনেক আছে, তবে আপন করে নিতে পারে আর কয়জন?’
২০২২-২৩, সব্যসাচীর পরীক্ষার বছর। ২০২২-এর নভেম্বর তিনি হারিয়ে ফেলেছেন সবচেয়ে আপনজন ঐন্দ্রিলা শর্মাকে। অভিনেতা বরাবর সংযমী। নিজেকে আরও সংযমের শিকলে বেঁধেছেন। সরে গিয়েছেন সামাজিক মাধ্যম থেকে। সামাজিক ভিড় থেকেও। কিছুদিনের অবসর। তারপর নতুন করে ডুবেছেন অভিনয়ে। সব্যসাচী অভিনীত ‘বামাক্ষ্যাপা’ স্টার জলসার ব্লকবাস্টার মেগা ছিল। এবার তিনি ‘রামপ্রসাদ’। এক বছর ধরে ধারাবাহিকটি ওই চ্যানেলে আলাদা জায়গা করে নিয়েছে। মুখ্য অভিনেতার অনুরাগীরা প্রতি সন্ধেয় মুখিয়ে থাকেন তাঁকে ছোটপর্দায় দেখার জন্য।
সেই কথার উল্লেখ করে সব্যসাচী লিখেছেন, ‘এই ছোট্ট লেখাটি ‘রামপ্রসাদ’ ধারাবাহিকের ভক্তবৃন্দের উদ্দেশ্যে লিখলাম, আমাদের ন্যাড়া ছাদের গপ্পোর কর্ণধার সৌম্য আমায় কথা দিয়েছে, সে লেখাটি যথাস্থানে পৌঁছে দেবে।’ আরও জানিয়েছেন, তিনি সেটের বিভিন্ন কলাকুশলীর থেকে জেনেছেন, দর্শক অনুরাগীরা কত খুঁটিয়ে ধারাবাহিকের প্রত্যেকের কাজ দেখেন। ছোট্ট পরমেশ্বরী থেকে শুরু করে মা কালী পর্যন্ত। তাঁর দাবি, এতগুলো চ্যানেলের একরাশ ধারাবাহিকের মধ্যেও ‘রামপ্রসাদ’ স্বতন্ত্র শুধুই অনুরাগীদের নিঃস্বার্থ অফুরন্ত ভালবাসায়। তাই সবার কাছে তাঁর নতুন বছরের চাওয়া, ‘যেমন রামপ্রসাদকে আগলে ছিলে ২৩’এ, ২৪’এও তাই থেকো।’
এই বার্তা ভাগ করে নিয়ে ফ্যানপেজের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, ভালবাসা জানানো হয়েছে অভিনেতাকে। নতুন বছরে এর থেকে ভাল উপহার আর হতে পারে না, দাবি ফ্যানপেজের। কোনও সামাজিক মাধ্যমে না থেকেও অনুরাগীদের জন্য এত অনুভূতি! এই কারণেই সব্যসাচী সবার থেকে, সব কিছুর থেকে আলাদা।
Breaking: সলমন রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে! কৌশিক সেনের পরিচালনায় বিখ্যাত সাহিত্যিকের চরিত্রে নাসিরুদ্দিন?
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!