
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবারই ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা হয়ে গিয়েছে। রোহিত অবসর নেওয়ায় নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল। ডেপুটি ঋষভ পন্থ। কিন্তু প্রশ্ন হচ্ছে বিরাটের জায়গায় তিনে ব্যাট করবেন কে? ভেসে আসছে অনেক নাম।
সমস্যার সমাধান করে দিলেন দেশের প্রাক্তন টেস্ট ক্রিকেটার চেতেশ্বর পুজারা। যাঁর ইংল্যান্ডে ১৬ টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। কয়েক বছর ধরে কাউন্টি ক্রিকেটও খেলছেন তিনি। সে দেশের আবহাওয়া, পিচের চরিত্র সব কিছুই জানেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে এক সাক্ষাৎকারে পুজারা বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় বর্ডার–গাভাসকার ট্রফিতে যশস্বী জয়েসওয়াল এবং লোকেশ রাহুল ইনিংস শুরু করেছিল। ওদের জুটি রান পেয়েছিল। ইংল্যান্ডেও এই ওপেনিং জুটি খেলানো উচিত। তিন এবং চার নম্বর জায়গা নিয়ে একটু ভাবতে হবে। শুভমান আগের মতো তিন নম্বরেই খেলবে না চার নম্বরে নামবে তা জানি না।’ এরপরই তাঁর সংযোজন, ‘চাইব তিন নম্বরে শুভমনই খেলুক। আর চার নম্বরে করুণ। এবার রঞ্জি ট্রফিতে প্রচুর রান করেছে করুণ। ভাল ফর্মে রয়েছে।’ পুজারা আরও যোগ করেছেন, ‘শুভমান চার নম্বরে খেললে তিন নম্বরে ঈশ্বরণের কথা ভাবা যেতে পারে। সাই সুদর্শনও আছে। এক জনকে বেছে নিতে হবে।’
পুজারার মতে ইংল্যান্ডে দলকে নেতৃত্ব দিতে শুভমানের সমস্যা হওয়ার কথা নয়। কারণ ২০২১ এবং ২০২৩ সালে টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলেছেন শুভমান। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট খেলেছেন। গ্ল্যামারগনের হয়ে কাউন্টি খেলার অভিজ্ঞতা আছে তাঁর। পুজারা বলেছেন, ‘ইংল্যান্ডে পৌঁছে প্রস্তুতি শুরু করলেই শুভমান বুঝতে পারবে, নতুন বলে কোন শটগুলো খেলা যেতে পারে। বল কখন কেমন এবং কতটা সুইং করছে তাও বুঝতে পারবে। প্রথম ২৫–৩০ ওভার একটু সাবধানে খেলা দরকার।’
শুভমানকে পরামর্শ দিয়ে পুজারা বলেছেন, ‘বল পুরনো হয়ে গেলে অনেক বেশি শট খেলা যায়। তিন–চার নম্বরের ব্যাটারদের এই বিষয়টা মনে রাখা দরকার। এক বা দুটো উইকেট তাড়াতাড়ি পড়ে গেলে এক রকম ভাবে খেলতে হবে। আবার ওপেনারেরা ভাল জুটি তৈরি করলে আর এক রকম ভাবে খেলা যেতে পারে। পরিস্থিতি বুঝে ব্যাট করতে হবে। শুভমান ভাল ভাবেই সামলাতে পারবে। ও যথেষ্ট দক্ষ।’
এশিয়ান অ্যাথলেটিক্সে পদকের বন্যা ভারতের, সোনা জিতল মিক্সড রিলে দল, রুপো তেজস্বিনের
নিলামেই বোঝা গিয়েছিল তারকা হবেন, ২০ লাখের জিতেশের দাম ছুঁয়েছিল আকাশ, রেকর্ড গড়ে এসেছিলেন বেঙ্গালুরুতে
ডেল স্টেন হওয়ার স্বপ্ন দেখেন, তাঁর দেশের বোলারের হাতেই মার খেলেন রিপন, জানুন বাংলাদেশের তারকা সম্পর্কে
কলকাতা লিগের গ্রুপ পর্বেই ডার্বি, গ্রুপ বি-তে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব
'ওর দ্বারা এটা হবেই না...ধৈর্য এত কম', ধোনিকে নিয়ে বিরাট মন্তব্য করলেন দেশের তারকা ক্রিকেটার, কেন বললেন একথা?
দ্বিমুকুট জয়, শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল
চূড়ান্ত অসম্মানিত শ্রেয়স! প্রাপ্য সম্মানটুকুও দিল না শাহরুখের কেকেআর, কী করল নাইটরা?
ইংল্যান্ড সফরের আগে খোঁড়াচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার, ছড়িয়ে পড়া ভিডিও চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের
নেই প্রেমিকা, দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিতে ডুবে বাংলার এই ক্রিকেটার
দায়িত্ব নিয়েই দলে রাখলেন না নেইমারকে, তারকা ফুটবলারের যুগ কি শেষ ব্রাজিলে? কী বললেন ব্রাজিলের নতুন হেডস্যর অ্যানচেলোত্তি
বেঙ্কটেশ আইয়ারে মোহভঙ্গ কলকাতার, ২৪ কোটির ক্রিকেটারকে এবার ছেড়েই দেবে নাইটরা
মাত্র ২ রানে অলআউট, ২০০ বছরের লজ্জার রেকর্ড ভাঙল এই দল
আইপিএলের শেষ ম্যাচে লাগামছাড়া চেন্নাই ক্রিকেটাররা, ধোনির পরামর্শ কানেই তুললেন না, এই দুই ক্রিকেটারের উপর বেজায় চটলেন মাহি
কোটিপতি বোলারের পরিবর্তে এলেন ৭৫ লাখের বোলার, প্লে অফের আগে শক্তি আরও বাড়িয়ে নিল বেঙ্গালুরু
'২০ কোটি পেলেও দ্বিগুণ খাটবে না', হতশ্রী আইপিএলের পরে রাহানের সোজাসাপটা মন্তব্য