
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। আক্রান্তের নিরীখে এখনও পর্যন্ত রাজ্যের প্রথম পাঁচটি জেলার মধ্যে এক নম্বরে রয়েছে হাওড়া। স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র অনুযায়ী হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। সংখ্যার হিসেবে এর পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগণা, হুগলি, মুর্শিদাবাদ এবং কলকাতা। ডেঙ্গি সংক্রমণের নিরীখে হাওড়া যে এই মুহূর্তে প্রথম স্থানে আছে তা স্বীকার করে নিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কিশলয় দত্ত।
তিনি বলেন, 'ডেঙ্গি সংক্রমণের ক্ষেত্রে এই মুহূর্তে হাওড়া প্রথম স্থানে আছে। তবে হাওড়া পুরনিগম এলাকা এবং ডোমজুড় ছাড়া বাকি ব্লকে ডেঙ্গির সংক্রমণ বাড়েনি। প্রচার সত্বেও কিছু জায়গায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট-সহ কিছু বিষয়ে ওই দুটি ব্লকে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেগুলি মেটানো হচ্ছে। এই ব্যবস্থার ফলে শেষ সপ্তাহে ডোমজুড়ে মাত্র দু'জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।'
মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, শুধু হাওড়ায় নয়, সারা রাজ্যেই ডেঙ্গির সংক্রমণ বাড়ছে। এই রোগ একটা 'সাইক্লিং ট্রেন্ডস'-এ চলে। আগের বছর আক্রান্তের সংখ্যা কম ছিল। আবার তার আগের বছর অনেক বেশি ছিল। এবছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ১৫৩টা কেস আছে। এর মধ্যে পুরনিগম এলাকায় ৪৪ এবং ডোমজুড়ে ৪৩টা কেস আছে। বাকি ব্লকে কোথাও ১টা এবং কোথাও ২টো করে কেস পাওয়া গিয়েছে।'
এই পরিস্থিতিতে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে যা যা করার সবই করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। পুরনিগমের এলাকায় যে ডেঙ্গির সংখ্যা বাড়ছে তা স্বীকার করেছেন হাওড়া পুর প্রশাসকমণ্ডলীর প্রধান সুজয় চক্রবর্ত্তী। তিনি বলেন, 'পুরনিগম এলাকায় ডেঙ্গির সংখ্যা বেড়েছে। তবে 'অ্যালার্মিং' কিছু নয়। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত সবচেয়ে কম আক্রান্তের সংখ্যা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত মাত্র ৩ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।
সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট
প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের
ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ
আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!
বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান
ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…
তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি
দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা
হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট
গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও
বুধবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, রইল আবহাওয়ার বড় আপডেট
পচনশীল ও অপচনশীল আবর্জনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজিত হল র্যালি
পুলিশের জালে তিন মোবাইল চোর, উদ্ধার ৭০টি ফোন
মিলবে আধুনিক পরিষেবা, রেডক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা
ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাবার, ছেলেকে দিয়ে দেহাংশ তোলাল পুলিশ