
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রুরাল ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে ইতিমধ্যেই বিভিন্ন পঞ্চায়েতে হুগলির গ্রামীণ অঞ্চলে শুরু হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট। এই প্রকল্পের অন্তর্গত পোলবা দাদপুর ব্লকে পচনশীল এবং অপচনশীল আবর্জনা সঠিকভাবে সংগ্রহের উদ্দেশে মঙ্গলবার দূষণহীন ই কার র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রচার অভিযান সংগঠিত করল রুরাল ডেভেলপমেন্ট অথরিটি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাঁড়া, এসডিও চুঁচুড়া সদর সাব ডিভিশন, পোলবা দাদপুরের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাধিপতি, পোলবা থানার ওসি সহ পোলবা দাদপুর ব্লকের সমস্ত পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান এবং গ্রাম পঞ্চায়েত সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে চুঁচুড়া এসডিও স্মিতা সান্যাল শুক্লা র্যালির উদ্বোধন করেন। তিনি বলেন, প্রতিটি বাড়িতে ইতিমধ্যেই সেগরিকেটেড ওয়েস্ট কালেকশনের জন্য দুটি করে পাত্র দেওয়া হয়েছে। জনগণকে সচেতন করা হচ্ছে যাতে তারা প্রতিটি বাড়িতে পচনশীল এবং অপ্রচনশীল আবর্জনা পৃথকভাবে মজুত করে রাখে। প্রতিদিন পঞ্চায়েতের আবর্জনা সংগ্রহকারী ই কার যখন বাড়িতে আবর্জনা সংগ্রহ করতে যাবে তখন যাতে আলাদা আলাদা করে পচনশীল এবং অপচনশীল আবর্জনা তারা সংগ্রহকারীদের হাতে তুলে দেন। একই সঙ্গে প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহার ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে যথাসম্ভব নিষিদ্ধ করা হয়েছে। সংগৃহীত আবর্জনা থেকে অপচনশীল প্লাস্টিক রিসাইকেলিং এর মাধ্যমে আবারও মানুষের ব্যবহারযোগ্য প্লাস্টিক দানা তৈরি করা হচ্ছে। আর পচনশীল আবর্জনা দিয়ে জৈব সার তৈরি হচ্ছে যা সাধারণ মানুষের চাষের কাজে লাগবে। ইতিমধ্যেই হুগলি জেলার আর্বান এলাকায় এই রিসাইকেলিং প্রজেক্টগুলো সফলভাবে পরিচালিত হচ্ছে। রুরাল এলাকাতেও যাতে এই রিসাইকেলিং প্রজেক্টগুলোকে সফলভাবে পরিচালনা করা যায়, সেই উদ্দেশেই এই প্রচার অভিযান বলেও তিনি জানান।
প্রসঙ্গত উত্তরপাড়া, কোন্নগর, বৈদ্যবাটিতে বিগত পাঁচ বছর ধরে এই রিসাইকেলিং প্রজেক্টগুলো সফলতার সঙ্গে পরিচালনা করছে পুরসভাগুলি। স্বচ্ছতার জন্য ইতিমধ্যেই বৈদ্যবাটি পুরসভা গোটা বাংলায় এক নম্বর পুরসভা হিসেবে চিহ্নিত হয়েছে। রাজ্য সরকারের নির্মল বাংলা গড়ে তোলার যে সৎ ভাবনা তা আগামী দিনে আর্বান এলাকার পর রুরাল এলাকায় সফল করে তোলার জন্য ১০০ শতাংশ উদ্যোগী হয়েছে হুগলি জেলা পরিষদ।
সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট
প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের
ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ
আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!
বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান
ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…
তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি
দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা
হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট
গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও
বুধবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, রইল আবহাওয়ার বড় আপডেট
পুলিশের জালে তিন মোবাইল চোর, উদ্ধার ৭০টি ফোন
মিলবে আধুনিক পরিষেবা, রেডক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা
ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাবার, ছেলেকে দিয়ে দেহাংশ তোলাল পুলিশ
নজরে উত্তরবঙ্গ, চলতি মাসে আলিপুরদুয়ার সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি