
রবিবার ২৫ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’-এর প্রথম ঝলক মুক্তি পেল মঙ্গলবার, ২০ মে। এবং প্রত্যাশামতোই, এই টিজার ঘিরে তৈরি হয় প্রবল উন্মাদনা। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের মুখোমুখি সংঘর্ষ, আন্তর্জাতিক লোকেশনে হাই-অকটেন অ্যাকশন—সব মিলিয়ে ‘ওয়ার ২’ বড় মাপের ছবি বলেই মনে করছেন অনেক ভক্ত।তবে সব দিক থেকে খুশি নয় দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় প্রশংসার পাশাপাশি কিন্তু শুরু হয়েছে সমালোচনার বন্যা। অনেকেই ‘ওয়ার ২’-এর ঝলক দেখে বলছেন—“পুরনো মদ নতুন বোতলে!”
টিজারে দেখা যাচ্ছে, হৃতিক ও জুনিয়র এনটিআর পরস্পরের বিরুদ্ধে যুদ্ধরত। ট্রেন, প্লেন, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট—সব আছে। কিন্তু দর্শকের একাংশের মতে, সব কিছু যেন ‘ওয়ার’ পার্ট ১-এর রিক্যাপ, যেখানে আগে হৃতিকের প্রতিপক্ষ ছিলেন টাইগার শ্রফ। একজন লিখেছেন, “একেবারে বাজে! আগের সিনেমারই কপি—আরও খারাপ সিজিআই আর সেই একই লোকেশন!” আরেকজন যুক্ত করেন, “এটা তো ঠিক আগের সিনেমার থেকে টোকা, শুধু চরিত্রের মুখগুলোই যা বদলে গিয়েছে। এবার হৃতিকই অন্যকে তাড়া করছেন! ভিএফএক্সও ভয়ংকর বাজে।”
অনেকেই বলছেন, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স-এর সব ছবিই যেন এখন একটা নির্দিষ্ট টেমপ্লেট অনুসরণ করছে—একই অ্যাকশন দৃশ্য, এক ধরনের গান, ঘুরেফিরে একইরকম লোকেশন। “আবারও সেই ওভার-দ্য-টপ অ্যাকশন। কিয়ারা বিকিনিতে, সমুদ্র সৈকতের পাশে গান—সবই পুরনো”—লিখেছেন এক দর্শক। অন্য একজনের বক্তব্য—“ মধ্যেমেধার ট্রেলার। একেবারে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর ভারতীয় সংস্করণ হয়ে যাচ্ছে। সবুজ পর্দা, আজব ভিএফএক্স, পোস্টারটাও খুবই সাধারণ। কিছু কিছু অ্যাকশন সিন ঠিকঠাক, কিন্তু অতিরিক্ত ভিএফএক্স দেখেই মন খারাপ হয়ে যাচ্ছে।” অনেকেই রসিকতা করে লিখেছেন, “টিজারটা দেখেই মনে হল—একটা খুব বাজে ঠান্ডা পানীয়র হচ্ছে !”
বিশেষ করে জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদবানিকে ঠিকভাবে ব্যবহার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভক্ত। “এই সব বাজে সংলাপ কেমন করে লিখল ওরা? এনটিআর-এর জন্য আরও ‘গরম’ সংলাপ বানানো যেত! ওর পুরনো ব্লকবাস্টারগুলো দেখলেই বুঝত,”—লিখেছেন একজন। আরেকজন লেখেন, “কিয়ারাকে তো বলতে গেলে দেখতেই পাওয়া গেল না! মাত্র দুটো শট!”
‘ওয়ার ২’-এর পরিচালনায় রয়েছেন অয়ন মুখোপাধ্যায়, যিনি এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালনা করেছেন। ২০১৯-এর ‘ওয়ার’-এর সিক্যুয়েল এটি। প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ, আর হৃতিক-টাইগার জুটি সেই ছবিকে পৌঁছে দিয়েছিল ₹৪০০ কোটিরও বেশি ব্যবসায়। ওয়ার ২ হচ্ছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স-এর ষষ্ঠ ছবি, যার মধ্যে রয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং ‘টাইগার ৩’।
ছবিটি মুক্তি পাবে ১৪ আগস্ট, ২০২৫, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! অর্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!