শুক্রবার ২৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | খুনের মামলায় জামিন পেলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি, জামিন আরও ১২ তৃণমূল নেতা-কর্মীর

AD | ১৯ মে ২০২৫ ০০ : ৫৮Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: দেড় মাসের বেশি সময় ধরে জেলে বন্দি থাকার পর হাইকোর্টে জামিন মিলল ১২ জন তৃণমূল নেতা ও কর্মীর। ২০১৭ সালের একটি মামলায় গত ২৮ মার্চ বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তা গুপ্তের তিন বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বর্ধমানের ফাস্ট ট্রাক সেকেণ্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। ওই মামলায় বর্ধমান-১ ব্লকের যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, দলের নেতা শেখ জামাল, কার্তিক বাগ-সহ ১২ জন অভিযুক্তকে ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত।

২০১৭ সালে খুনের চেষ্টা, মারধর-সহ একাধিক ধারায় মামলায় বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বর্ধমান-১ ব্লক তৃণমূলের সভাপতি  কাকলি, ব্লকের যুব সভাপতি মানস, পঞ্চায়েত প্রধান কার্তিক এবং রায়ান-১ অঞ্চলের সভাপতি সেখ জামাল-সহ ১৩  জনকে গত ২৪ মার্চ দোষী সাব্যস্ত করে আদালত। সেদিনই আদালত থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে অসুস্থতাবোধ করায় কাকলিকে এবং অন্যান্যদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের জরুরি বিভাগে।বুকে তীব্র ব্যাথা ও ইসিজি রির্পোটে সমস্যা থাকায়  সেখান থেকে কাকলিকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের শাখা  অনাময়  সুপার স্পেশালিটি হাসপাতালে।

পাশাপাশি কাকলির আইনজীবী বিশ্বজিৎ দাস তাঁর জন্য ৩৬০ সিআরপিসিতে আবেদন জানান। কাকলির জামিন হয় বর্ধমান আদালতে। বিচারক অরবিন্দ মিশ্র ২০ হাজার টাকার বন্ডের বিনিময়ে পিটিশন গ্রহণ করে জামিন ঘোষণা করেন।

সোমবার বর্ধমান আদালতের তথা সাজাপ্রাপ্তদের আইনজীবী বিশ্বজিৎ বলেন, “কলকাতা হাইকোর্টের ফাস্ট ট্র্যাক সেকেণ্ড কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক দেবাংশু বসাক ও মহম্মদ দাব্বার রশিদের রায়ে ১০ বছর  সাজাপ্রাপ্ত ১২ জনের জামিন মঞ্জুর হল। মামলা চলবে। তবে, আপাতত তাঁরা জামিনে মুক্ত হলেন।“ অন্যদিকে, অস্থায়ী জামিনে মুক্ত কাকলিও হাই কোর্টে জামিন পেয়েছেন। সোমবার হাইকোর্টে জামিন পেলেও জেল থেকে ছাড়া সম্ভবত মঙ্গলবার পাবেন ১২ জন সাজাপ্রাপ্ত বলে জানান বিশ্বজিৎ।

এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “আমাদের আজ খুশির দিন।জামিন পেয়েছেন। আগামীদিনে তাঁরা সাজা থেকেও মুক্ত হবে। তখন প্রমাণিত হবে এরা নির্দোষ।“ পাশাপাশি তিনি বলেন, “জামিনে মুক্ত তৃণমূলের নেতারা দলের যে পদে ছিল সেই পদেই বহাল থাকবেন।“ অন্যদিকে, প্রশাসনের পদেও তাঁরা পুনরায় বহাল হবেন। এই বিষয়ে আইনে কোনও বাধা নেই বলে দাবী করেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। 

তবে বিষয়টি বিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়ে নি। বিজেপি নেতা দেবজ্যোতি সিংহরায় বলেন, আমরা আগেও বলেছি, এখনও বলছি সমাজের অপরাধী ও ক্রিমিনালদের নিয়ে তৃণমূল দল ও প্রশাসন চালাচ্ছে। এটা তারই প্রমাণ।


BardhamanTMC

নানান খবর

নানান খবর

সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট

প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের

ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ

আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!

বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান

ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…

তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি

দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা

হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট

গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও

বুধবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, রইল আবহাওয়ার বড় আপডেট

পচনশীল ও অপচনশীল আবর্জনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজিত হল র‌্যালি

পুলিশের জালে তিন মোবাইল চোর, উদ্ধার ৭০টি ফোন

মিলবে আধুনিক পরিষেবা, রেডক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা

ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাবার, ছেলেকে দিয়ে দেহাংশ তোলাল পুলিশ

সোশ্যাল মিডিয়া