মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Mamata Banerjee: তীর্থ পর্যটনে বিশেষ উদ্যোগী রাজ্য সরকার, চাকলায় বার্তা মমতার

Riya Patra | ২৮ ডিসেম্বর ২০২৩ ১৩ : ৫৭Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: পূর্বনির্ধারিত পরিকল্পনা মতোই বৃহস্পতিবার চাকলায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চাকলার সভা থেকে বার্তা দিলেন ধর্ম নিয়ে রাজনীতি না করার। নিজের বক্তব্যে নাম উল্লেখ না করে এদিন গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। লোকসভা ভোটের প্রাক্কালে মমতার জেলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। চাকলায় পৌঁছে লোকনাথ মন্দিরে পুজো দেওয়ার পরে তিনি বক্তব্য রাখেন সভা মঞ্চে। এদিন উত্তর ২৪ পরগণায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। রাজ্যের তীর্থস্থান গুলির উন্নয়ন প্রসঙ্গে রাজ্য সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্য জুড়ে অসংখ্য তীর্থস্থান রয়েছে, সেখানে প্রতিনিয়ত মানবতার উদযাপন করা হয়। তীর্থস্থান গুলির উন্নয়নে আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি।" মতুয়া সম্প্রদায় সার্বিক উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ, ঠাকুর নগর ঢেলে সাজানো, মতুয়া বিকাশ পর্ষদ গঠন, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি, মধ্যমগ্রামের সৎসঙ্গ আশ্রমের জন্য জমি প্রদান, দক্ষিণেশ্বর স্কাইওয়াক, কালীঘাট মদিরের জন্য তৈরি হওয়া স্কাইওয়াক সহ রাজ্য সরকারের একগুচ্ছ পদক্ষেপের উল্লেখ করে তিনি জানান, "আমরা বাংলা জুড়ে তীর্থস্থানগুলির জন্য ৪০০ কোটির বেশি খরচ করেছি।" এদিনের বক্তব্যে গঙ্গাসাগর মেলার উল্লেখ করে তীর্থস্থান গুলির জন্য রাজ্য সরকারের পদক্ষেপের খতিয়ান দিয়ে তিনি বলেন, "গঙ্গাসাগর মেলা দিন কয়েক পরেই, আগের বার ৭০ লক্ষ মানুষ এসেছিল, এবার হয়তো সংখ্যা আরও ছাড়িয়ে যাবে। গঙ্গাসাগরে আগে থাকার জায়গা ছিল না, এখন গিয়ে দেখবেন আমূল পরিবর্তন হয়েছে।" দীঘার জগন্নাথ মন্দির আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে বলেও বৃহস্পতিবার উল্লেখ করেন তিনি। সঙ্গেই জানান, "আমরা বলেছি মন্দির, মসজিদ, সিনাগগ, গির্জা, মঠগুলিকে ম্যাপিং করা হয়েছে। আরও তীর্থস্থান বাড়বে। তীর্থস্থান এবং পর্যটনে বাংলা প্রথম সারিতে।" চাকলার সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, "দেশ বিদেশের সব মানুষ বলছেন পশ্চিমবঙ্গ পর্যটনের গন্তব্য। আমাদের প্রায় ৪০০ ধর্মীয় তীর্থস্থান রয়েছে।" তিনি আরও বলেন, "বাংলায় ধর্মীয় তীর্থস্থান বড় জায়গা, একতাই শক্তি, যে যাঁর নিজের মতো ধর্ম পালন করতে পারেন ধর্ম মানবতার এক নাম। ভালবাসা, বিশ্বাসের, আস্থার এক নাম। ধর্ম মানে ভাগাভাগি নয়।" গেরুয়া শিবিরের নাম উল্লেখ না করে এদিন মমতা বলেন, "ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব। আর সারা বছর তাদের ওপর অত্যাচার করব, এটা ধর্ম নয়। ধর্ম মানে সকলকে কাছে টেনে ভালবাসা। "






নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া