
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক বিবাদের জেরে শাবল দিয়ে পিটিয়ে খুন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত দফরপুর পঞ্চায়েতের এক মহিলা সদস্যকে। গত পঞ্চায়েত নির্বাচনে ওই সদস্য বিজেপির প্রতীকে জিতলেও সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছিলেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই পঞ্চায়েত সদস্য মেনকা মণ্ডলের (৪৫) বাড়ি দফরপুর পঞ্চায়েতের অন্তর্গত আইলেরউপর -জগদানন্দবাটি গ্রামে। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।সংঘর্ষের ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৫ আসনের দফরপুর পঞ্চায়েতে গত নির্বাচনে মেনকা মণ্ডল বিজেপির টিকিটে ৬ নম্বর সংসদ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তবে এলাকার উন্নয়নের স্বার্থে মেনকা এবং অপর একজন বিজেপি সদস্য সম্প্রতি তৃণমূল পরিচালিত বোর্ডকেই সমর্থন করছিলেন।
সূত্রের খবর, জগদানন্দবাটি গ্রামে যে বাড়িতে মেনকা নিজের পরিবার নিয়ে থাকতেন সেই বাড়ির একটি অংশের অধিকার নিয়ে গত বেশকয়েক মাস ধরে তাঁর দূর সম্পর্কের কয়েকজন আত্মীয়র সঙ্গে বিবাদ চলছিল। স্থানীয় পঞ্চায়েত এই সমস্যা মেটানোর জন্য কয়েকবার সালিশির চেষ্টা করলেও তাতে কাজ হয়নি।
রবিবার দুপুরে মেনকা মণ্ডল যখন রান্নাঘরে বসে রান্না করছিলেন সেই সময় কয়েকজন আত্মীয় তাঁর ঘরের সামনে এসে নোংরা ফেলে দিয়ে যান বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে মেনকা এবং তার স্বামী নারায়ণ মণ্ডলের সঙ্গে কয়েকজন আত্মীয়ের বিবাদ শুরু হয়। অভিযোগ সেই সময় মেনকা, তাঁর স্বামী নারায়ন এবং তাদের দুই ছেলেকে শাবল এবং ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
হাসপাতাল শয্যায় আহত নারায়ণ মণ্ডল বলেন, ' আমাদেরই দূর সম্পর্কের কয়েকজন আত্মীয় এবং জামাই বহু বছর আগে আমাদের কেনা একটি জায়গায় থাকতে এসেছিল। কিন্তু এখন তারা জোর করে সেই জায়গা দখল করতে চাইছে। সেই কারণেই এই বিবাদ। রবিবার পরিকল্পনা করে আমার স্ত্রীকে খুন করা হয়েছে।'
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাবলের আঘাতে মাথায় গুরুতর চোট থাকায় রবিবার মেনকাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউ-তে চিকিৎসাধীন থাকাকালীন গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
দফরপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল প্রধান মঞ্জুর আলী বলেন, 'মেনকা মণ্ডল বিজেপির প্রতীকে পঞ্চায়েত ভোটে জিতলেও গত বেশ কয়েক মাস ধরে তিনি এবং অপর একজন বিজেপি সদস্য তৃণমূলের হয়ে কাজ করছিলেন। আগামী কয়েকদিনের মধ্যেই তাঁদের আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। আমরা দোষীদের কঠোর শাস্তি দাবি করছি। '
বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সুবল দাস বলেন, 'স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি পারিবারিক বিবাদের কারণে মেনকা মণ্ডল খুন হয়েছেন। গোটা বিষয়টি দলের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে।'
সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট
প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের
ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ
আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!
বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান
ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…
তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি
দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা
হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট
গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও
বুধবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, রইল আবহাওয়ার বড় আপডেট
পচনশীল ও অপচনশীল আবর্জনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজিত হল র্যালি
পুলিশের জালে তিন মোবাইল চোর, উদ্ধার ৭০টি ফোন
মিলবে আধুনিক পরিষেবা, রেডক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা
ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাবার, ছেলেকে দিয়ে দেহাংশ তোলাল পুলিশ