
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিকাশভবনে চাকরিহারাদের আন্দোলন। নিজেদের দাবিতে পথে নেমে ভাঙচুর, আঘাত পুলিশকে। ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখলেন কর্মীদের। তাঁদের কেউ গর্ভবতী, কারও বাড়িতে অসুস্থ মা। কেউ মরিয়া হয়ে ঝাঁপ দিলেন ভবন থেকে।
চাকরিহারাদের আন্দোলন, বিক্ষোভ প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাফ জানালেন, যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের প্রতি সহানুভূতি ছিল, রয়েছে এবং থাকবে। একই সঙ্গে বারবার মনে করালেন, চাকরিহারাদের কথা ভেবে সরকার একের পর এক সিদ্ধান্ত নিয়েছে। জানালেন, শিক্ষকদের থেকে ন্যূনতম সম্মান, সৌজন্য আশা করেছিলেন তিনি। চাকরিহারাদের উচিত ছিল, সরকারের উপর বিশ্বাস রাখা। আন্দোলনের পথ ধরে রাজনীতিতে পোক্ত হওয়া মমতা একই সঙ্গে বুঝিয়ে দিলেন, আন্দোলনের রূপরেখা আদতে কেমন হওয়া উচিত। রাজ্যের প্রশাসনিক প্রধান একবারও বললেন না, তাঁর রাজ্যে আন্দোলন বরদাস্ত করবেন না। বললেন না উঠে যেতে। বরং বললেন, ‘আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে।‘
মমতা এদিন বলেন, ‘আমি বৈঠক করে বলেছিলাম, আমরা রিভিউ করব। আদালতের বিষয়ে আমাদের আইন মেনে চলতে হয়। বাধ্যবাধকতা থাকে। এটা সবাইকে বুঝতে হবে। আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। আমরা চাইব, আমাদের আইনজীবীরা চাইবেন, যাতে ওদের চাকরি থাকে। সেখানে আদালত কোনও সিদ্ধান্ত নিলে বলতে পারি না, মানব না। আদালতের সিদ্ধান্ত মানতে আমরা বাধ্য।‘ একই সঙ্গে তিনি মনে করালেন, এখনও কারও বেতন বন্ধ হয়নি। এমনকি গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের জন্য তা প্রকল্প করে টাকা দেওয়া হচ্ছে।
আন্দোলনে উস্কানি দিচ্ছে, তাঁরাই যে মামলা করেছে, রাজ্য সরকারের জন্য চাকরি যায়নি তাও এদিন মনে করালেন মমতা। বলেন, ‘যারা চাকরি খেয়েছেন তারাই যদি স্বার্থ রক্ষার গুরু হয়, আমাদের আপত্তি আছে।‘ চাকরিহারাদের উদ্দেশে বলেন, ‘রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সঙ্গে বৈঠক করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা ন্যূনতম সৌজন্য-সম্মান প্রত্যাশা করি। রাজনীতির উর্দ্ধে থেকে সমাজকে সেবা করুন, বাচ্চাদের শিক্ষা দিন।‘
আন্দোলনকারীদের নিয়ে যে তাঁর অভিযোগ নেই, তাও বলেন এদিন মমতা। সঙ্গেই বলেন, ‘আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা, জোর করা যায় না। রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না। এটা কারও কাজ নয়। এতে বাইরে লোকেরা আছে। শিক্ষকের সংখ্যা কম, বাইরের লোক বেশি।‘ মানবিকতার পাঠও দিলেন এদিন। বললেন, ‘আমি আন্দোলনের বিপক্ষে নই, আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে।‘ চাকরিহারাদের আইনি লড়াইয়ের পরামর্শ দেন এদিন মমতা। জানান, এতে পাশে রয়েছে সরকার।
সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট
প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের
ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ
আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!
বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান
ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…
তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি
দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা
হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট
গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও
বুধবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, রইল আবহাওয়ার বড় আপডেট
পচনশীল ও অপচনশীল আবর্জনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজিত হল র্যালি
পুলিশের জালে তিন মোবাইল চোর, উদ্ধার ৭০টি ফোন
মিলবে আধুনিক পরিষেবা, রেডক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা
ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাবার, ছেলেকে দিয়ে দেহাংশ তোলাল পুলিশ