
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নজিরবিহীন খুনের ঘটনার রায় দিল মালদহ জেলা আদালত। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি কালিয়াচক থানার ১৬ মাইলে একই পরিবারের চারজন খুন হন। খুন করার অভিযোগ ওঠে পরিবারের ছোটো ছেলে মহম্মদ আশিফের বিরুদ্ধে। সেই খুনের ১১০ দিন পর আশিফের দাদা মহম্মদ আরিফের অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ মহম্মদ আশিফকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাকে জিঞ্জাসাবাদ করে বাড়ির ভিতরে একটি গোডাউনের মেঝে খুঁড়ে চারজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি তল্লাশি চালিয়ে আশিফের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
পুলিশি তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ঠান্ডা পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা জাওয়াজ আলি, মা ইরা বিবি, বোন রিমা খাতুন, ঠাকুমা আলেকনুর বেওয়া এবং দাদা মহম্মদ আরিফকে খাইয়েছিল আশিফ। সেই ঠান্ডা পানীয় খেয়ে অচৈতন্য হয়ে পড়েন সকলে। কিছুক্ষণ পর আরিফের জ্ঞান ফিরে আসলে আশিফের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপর আরিফ বাড়ি থেকে পালিয়ে যান। সেই সুযোগে শ্বাসরোধ করে বাবা, মা, বোন ও ঠাকুমাকে খুন করে, মেঝের মধ্যে একটি রিজার্ভারের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেয় আশিফ। এমনকী মেঝেটি সিমেন্ট বালি দিয়ে বন্ধ করে দেয়।
দাদা আরিফের অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ মেঝে খুঁড়ে চারজনের পচা গলা মৃত দেহ উদ্ধার করে। এরপরে আশিফ জেল হেফাজতেই ছিল। শনিবার মালদহ জেলা আদালতের জেলা মুখ্য দায়রা বিচরক শুভায়ু ব্যানার্জি আশিফকে ফাঁসির সাজা শোনালেন।
আশিফের আত্মীয় মরতুজ আলি বলেন, 'এই রায়ে আমরা খুশি। আমরা কোনও উচ্চ আদালতের দ্বারস্থ হব না।' সরকারি আইনজীবী দিবস চট্টোপাধ্যায় বলেন, 'ঘটনাটি বিরলতম ঘটনা। এই ধরনের ঘটনায় আগে দোষী সাব্যস্ত হয়েছিল। এদিন ২০১, ৩০২, ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আমরা আবেদন করেছিলাম এই ধরনের ঘটনায় যাবজ্জীবন হলে পরবর্তী সময়ে সমাজে প্রভাব পরতে পারে। সেই কারণে কিল ডেথের রায় দেয় আদালত।' যদিও জেলা আইনি সহায়তার আইনজীবী নাসের আলি বলেন, 'আমরা ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতের দ্বারস্থ হব।'
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত
সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট
প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের
ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ
আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!
বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান