শুক্রবার ২৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের

Sampurna Chakraborty | ১৭ মে ২০২৫ ০৩ : ৩১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আট দিনের বিরতির পর শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা আইপিএলের। কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পথে। এই ম্যাচটা আর পাঁচটা সাধারণ ম্যাচের মতো ছিল না। একদিকে যেমন কেকেআরের মরণ-বাঁচন ম্যাচ, অন্যদিকে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর প্রথমবার মাঠে নামতেন‌ বিরাট কোহলি। বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও স্টেডিয়াম ভরে গিয়েছিল। বিরাটের সিদ্ধান্তকে সম্মান জানাতে টেস্টের পোশাক, অর্থাৎ সাদা শার্ট, টি-শার্ট পরে মাঠে যায় ভক্তরা। কিন্তু শেষপর্যন্ত হতাশা ছাড়া কিছু জুটল না। বৃষ্টির জন্য টসই করা সম্ভব হয়নি। এরই মধ্যে ড্রেসিংরুমের মুড জানালেন ফিল সল্ট।

ইংল্যান্ডের তারকার দাবি, কোহলির অবসর নিয়ে আরসিবির ড্রেসিংরুমে কোনও কথাই ওঠেনি। এই প্রসঙ্গ উঠতেই সল্ট বলেন, 'সত্যি বলতে, তেমন কোনও কথা হয়নি। আমরা এটা নিয়ে বেশি কথা বলিনি। বিরাট এই মুহূর্তে এটা নিয়ে কথা বলতে চায় না। এখন ভাবনায় শুধুই প্লে অফ এবং গ্রুপ পর্ব। সেটাই একমাত্র ফোকাস।' বর্তমানে দুইয়ে আছে আরসিবি। এদিন জিতলেই প্রথম দুই নিশ্চিত হয়ে যেত বেঙ্গালুরুর। অন্যদিকে ম্যাচ ভেস্তে গেলে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে কেকেআর। বৃষ্টির জন্য বাইশ গজে বল না গড়ালেও, গ্যালারিতে কোহলি আবেগে কোনও খামতি ছিল না। 


Virat KohliPhil SaltRetirementIPL 2025

নানান খবর

সোশ্যাল মিডিয়া