শুক্রবার ২৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?

Sampurna Chakraborty | ১৭ মে ২০২৫ ২১ : ২৫Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের বাকি তিন ম্যাচে ব্যাটিং অর্ডারে বদল আনছে দিল্লি ক্যাপিটালস। ওপেনিংয়ে ফিরতে পারেন কেএল রাহুল। বর্তমানে পাঁচ নম্বরে রয়েছে দিল্লি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট। এই জায়গা থেকে প্লে অফে যেতে হলে বাকি তিন ম্যাচ জিততেই হবে। সেই লক্ষ্যে রাহুলকে ওপেনিংয়ে ফেরানো হচ্ছে। এখনও পর্যন্ত দশ ম্যাচে মাত্র একবার ওপেন করেছেন রাহুল। দু'বার তিন নম্বরে ব্যাট করেছেন। বাকি সাত ম্যাচে চারে ব্যাট করেছেন। মরশুম শুরুর আগে থেকেই চার নম্বরে ব্যাট করার কথা ছিল রাহুলের। দিল্লির হয়ে মিডল অর্ডারে যথেষ্ট ভাল খেলছেন। কিন্তু পাওয়ার প্লেতে রাহুলের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে দিল্লি। 

ফাফ ডু'প্লেসিকে পাওয়া যাবে কিনা এখনও জানা নেই। জেক ফ্রেজার ম্যাক গুরকের ধারাবাহিকতায় অভাব রয়েছে। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না দিল্লি ম্যানেজমেন্ট। শুরুটা দারুণ করলেও মাঝপথে খেই হারায়। ঘরের মাঠে মুম্বইয়ের কাছে হারের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লি। অঙ্কের বিচারে এখনও সাত দলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারমধ্যে দিল্লির বড় সেটব্যাক মিচেল স্টার্কের না ফেরা। অজি তারকার অনুপস্থিতিতে বোলিং বিভাগ সামলানোর দায়িত্ব নটরাজন, মুস্তাফিজুর রহমান, মোহিত শর্মা এবং মুকেশ কুমারের ওপর। রবিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি দিল্লি। মুম্বই এবং পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ বাকি রাহুলদের।


KL RahulDelhi CapitalsIPL 2025

নানান খবর

সোশ্যাল মিডিয়া