
মঙ্গলবার ০৬ মে ২০২৫
অতীশ সেন, ডুয়ার্স: উত্তরবঙ্গের নেওড়াভ্যালি জঙ্গলে আবারও দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। বনদপ্তরের পাতা ট্রাপ ক্যামেরায় ধরা পড়ল বড়ে মিঁয়ার ছবি। দেখা গিয়েছে হৃষ্টপুষ্ট একটি বাঘ পাহাড়ি জঙ্গলের পথে চলছে। এই এলাকা যে বাঘের নিভৃত আবাসস্থলে পরিনত হয়েছে, তা এবারের ছবিতে আরোও স্পষ্ট হল। তবে এবারের ক্যামেরায় ধরা পড়া বাঘের ছবিটি আগে যে বাঘ গুলির ছবি দেখা গিয়েছিল সেগুলির বা তাদের সন্তানদের নাকি এই জঙ্গলে চলে আসা নতুন কোনোও বাঘের, সে বিষয়ে বনকর্তারা নিশ্চিত নন।
বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে, এবার যে ছবি গুলি প্রকাশ্যে এসেছে, সেগুলি এই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে বনদপ্তরের পাতা ট্রাপ ক্যামেরায় ধরা পড়েছে। উল্লেখ্য, লাভা থেকে রিশপ যাওয়ার রাস্তায় নেওড়াভ্যালির জঙ্গলে ২০১৭ সালে ১৯ ডিসেম্বর স্থানীয় এক গাড়ি চালক আনমোল ছেত্রী প্রথমবার বাঘের ছবি মোবাইল ক্যামেরায় বন্দি করেছিলেন। প্রথমে মনে করা হচ্ছিল পাহাড়ের জঙ্গল থেকে অন্য বাঘের তাড়া খেয়ে একটি বাঘ এখানে চলে আসতে পারে। বাঘ দেখা যাওয়ার পর, বন দপ্তরের পক্ষ থেকে নেওড়ার জঙ্গলের বিভিন্ন জায়গায় ট্রাপ ক্যামেরা পাতা হয়েছিল। সেই সব ক্যামেরায় একাধিকবার রয়্যাল বেঙ্গল এর ছবি ধরা পড়ে। যা থেকে বনকর্মীরা মনে করছিলেন এই জঙ্গলে একাধিক বাঘ থাকতে পারে। এই ঘটনার পর ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে আবারও নেওড়ার জঙ্গলে বাঘের দেখা মিলেছিল। মাঝে ২০২১ সালে বাঘের কোনও ছবি পাওয়া না গেলেও বিগত বছরের অক্টোবর ও এই বছরের জানুয়ারি মাসে জঙ্গলে লাগানো ট্রাপ ক্যামেরাতেও বাঘের ছবি ধরা পড়ে। যা থেকে বনকর্মীরা নিশ্চিত হন ন্যাওড়ার জঙ্গল বাঘের নিভৃত আবাসস্থলে পরিনত হয়েছে।
এর আগেও যে বাঘের ছবি এই জঙ্গলে ধরা পড়েছিল এটি সেই বাঘ? নাকি সেগুলিরই বংশবিস্তার হয়েছে তা এবারের ছবি দেখে বিশ্লেষণের কাজ চলছে বলে বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে। উত্তরের এই পাহাড়ি জঙ্গলকে প্রজেক্ট টাইগারে যুক্ত করার জন্য বনদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বনদপ্তরের গরুমারা ডিভিশনের ডি.এফ.ও দ্বিজ্জপ্রতিম সেন জানান গত মাসে দুই বার ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে। নেওড়ার এই জঙ্গল লোকালয় থেকে অনেকটাই দূরে, প্রকৃতি এখানে নিজেকে সুরক্ষিত করে রেখেছে। ফলে এলাকাটি বাঘের আবাসস্থল হয়ে উঠেছে। বনকর্মীরা বিষয়টির উপর নজর রাখছেন।
ছবি: বনদপ্তরের পাতা ট্রাপ ক্যামেরায় ধরা পড়া (বনদপ্তরের সূত্রে পাওয়া)
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও