
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহ বিরতির পর আবার শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই অগ্নিপরীক্ষার মুখে কলকাতা নাইট রাইডার্স। চিন্নস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি শাহরুখ খানের দল। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেনে বিরাট কোহলিদের কাছে হেরেছিল নাইটরা। শনিবার তার পুনরাবৃত্তি চাইবে না অজিঙ্ক রাহানেরা। এবার হোঁচট খেলে সরাসরি আইপিএলের বাইরে। প্লে অফ থেকে বিদায়। তাই শনিবার মরণ-বাঁচন ম্যাচে নামছে কেকেআর। মণীশ পাণ্ডে জানান, মাঝে আইপিএল বন্ধ হয়ে গেলেও, তাঁদের অনুশীলন থামেনি। লাগাতার প্রস্তুতি চালিয়ে গিয়েছেন তাঁরা। কারণ জানতেন আইপিএল দ্রুত শুরু হবে। এই বিরতির ইতিবাচক দিক দেখছেন নাইট তারকা। তিনি মনে করেন, এই বিরতি তাঁদের হারানো ছন্দ ফিরিয়ে দিতে পারে।
মণীশ বলেন, 'ব্রেকে খুব বেশি কিছু বদলায় না, কারণ আমরা পেশাদার ক্রিকেটার। আমরা জানি কী করতে হবে। আমরা টুর্নামেন্ট শুরু হওয়ার বিষয়ে নিশ্চিত ছিলাম। কিন্তু জানতাম না কবে থেকে হবে। তবে ভাল যে খুব বেশি অপেক্ষা করে থাকতে হয়নি। পুরো দল এখানে রয়েছে। সবাই সেরাটা দেওয়ার জন্য তৈরি।' আরসিবির কাছে হারলেই বিদায় নিতে হবে। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে নাইটদের। কিন্তু এটাকে বাড়তি চাপ হিসেবে দেখতে নারাজ নাইট তারকা। মণীশ বলেন, 'আমাদের হারানোর কিছু নেই। দল হিসেবে আমাদের আরও ভাল খেলা উচিত। সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম। কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা হেরে গিয়েছি। সেগুলো জিতলে ভাল হত। তবে আরও দুটো ম্যাচ বাকি আছে। সবাই সেরাটা দেওয়ার জন্য তৈরি।' খাতায় কলমে শক্তিশালী দল। কিন্তু ধারাবাহিকতার অভাব। মণীশ মনে করেন, গত বছরের মতো এবার একটানা ম্যাচ জিততে পারেনি কেকেআর। এটাই পার্থক্য গড়ে দিয়েছে। তবে আশা করছেন, এই অপ্রত্যাশিত বিরতি তাঁদের ছন্দ ফেরাতে সাহায্য করবে।