
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই আবার শুরু আইপিএল। চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। সমস্ত বিদেশিরা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছে। কিন্তু বাকি আইপিএলের জন্য ফিরছেন না মিচেল স্টার্ক এবং ডোনোভ্যান ফেরেইরা। তবে গ্রুপের শেষ দুটো ম্যাচের জন্য মুম্বই শিবিরে যোগ দিচ্ছেন উইল জ্যাকস। দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে না ফেরার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন স্টার্ক এবং ডোনোভ্যান। দিল্লির সাফল্যে উল্লেখযোগ্য ভূমিকা নেন অস্ট্রেলিয়ান তারকা। ১১ ম্যাচে ১৪ উইকেট নেন। গড় ২৬.১৪।
অন্যদিকে ফেরেরা চলতি মরশুমে মাত্র একবার খেলেছেন। তাই তাঁর না ফেরা প্রভাব ফেলবে না। লিগের বাকি তিনটে ম্যাচের জন্য দিল্লির সঙ্গে যোগ দেন ট্রিস্টান স্টাবস। অক্ষর প্যাটেলরা প্লে অফে উঠলে পাওয়া যাবে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে। ফাফ ডু'প্লেসিকে পাওয়া যাবে কিনা এখনও বোঝা যাচ্ছে না। পাঞ্জাব কিংসে মার্কাস স্টোইনিস এবং জশ ইংলিশ ফিরতে রাজি হয়েছে। তবে প্রথম ম্যাচে তাঁদের পাওয়া যাবে না। শুক্রবার ইনস্টাগ্রামে মুম্বইয়ের ফ্লাইট টিকিট দেখিয়ে ফেরা নিশ্চিত করেন উইল জ্যাকস। তবে বাটলারের মতো, লিগের শেষ দুটো ম্যাচ খেলার পর ফিরে যাবেন দেশে।