
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে বিশেষ সম্মান জানানো হল ভারতের প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকারকে। বিসিসিআই হেডকোয়ার্টারে একটি নতুন বোর্ডরুমের উদ্বোধন করা হয়েছে, যার নাম রাখা হয়েছে ১০,০০০ গাভাসকার। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১০,০০০ রান করেছিলেন লিটল মাস্টার। তাঁর এই ঐতিহাসিক কীর্তির স্মরণে এই উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সেক্রেটারি দেবজিত সাইকিয়া। বিসিসিআই গাভাসকারের অবদানকে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লেখে, ‘এক কিংবদন্তিকে সম্মান! ভারতের মহান সুনীল গাভাসকার উদ্বোধন করলেন ’১০,০০০ গাভাসকার’ বোর্ড রুম’। বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাভাসকার তাঁর খেলার দিনের একটি সাদা-কালো ছবিতে সই করছেন।
তিনি জানান, ‘এম সি এ আমার মা, আর বিসিসিআই আমার বাবা। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ। আমি যা হয়েছি, তা ভারতীয় ক্রিকেটের জন্যই। এই সম্মান পেয়ে আমি আপ্লুত। বিসিসিআইয়ের জন্য যেকোনও দরকার হলে, আমি এখনও প্রস্তুত’।
উল্লেখ্য, এই উদ্যোগ বিসিসিআইয়ের এক পরিকল্পনার অংশ। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের সম্মান জানানো হচ্ছে বোর্ডের তরফে। এর আগেই বিসিসিআই জানিয়েছিল, শচীন তেন্ডুলকার এবং সুনীল গাভাসকারের নামে দুটি বোর্ডরুম নামাঙ্কিত করা হয়েছে। তার একটি বৃহস্পতিবার উদ্বোধন করলেন গাভাসকার। রাজীব শুক্লা এক্স হ্যান্ডেলে লেখেন, বিসিসিআইয়ের সদর দপ্তরে নবনির্মিত শচীন তেন্ডুলকর রুম ও সুনীল গাভাসকর রুমের উদ্বোধনে অংশ নিয়ে আমি গর্বিত। এই দুই ক্রিকেট কিংবদন্তির কীর্তি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের