
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবার থেকে শুরু হবে আইপিএল। কয়েকদিন আগে আইপিএল কর্তৃপক্ষকে একটি অনুরোধ জানিয়েছিলেন সুনীল গাভাসকর। টুর্নামেন্টের বাকি ১৭ ম্যাচে বিনোদন পর্ব বাদ দেওয়ার দাবি জানান। চিয়ারলিডার এবং ডিজে ছাড়া কোটিপতি লিগের বাকি ম্যাচ করার পরামর্শ দিয়েছিলেন। একটি রিপোর্টে জানা গিয়েছে, গাভাসকরের পরামর্শ নিয়ে ভাবছে বিসিসিআই। এবার বাকি ম্যাচ থেকে বিনোদন এবং গ্ল্যামার বাদ দেওয়ার পক্ষপাতি বোর্ড। রিপোর্টে বলা হয়েছে, 'সুনীল গাভাসকর আইপিএলের বাকি ১৭ ম্যাচ চিয়ারলিডার এবং ডিজে ছাড়া করার পরামর্শ দিয়েছে। সেই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ভাবনা-চিন্তা করছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'
ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতির জন্য সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল কোটিপতি লিগ। ২২ এপ্রিল পহেলগাঁও আক্রমণ থেকে দুই দেশের মধ্যে ঝামেলার সূত্রপাত। জঙ্গিহানায় প্রাণ হারায় ২৬ জন নিষ্পাপ পর্যটক। সুনীল গাভাসকর মনে করেন, নিহতদের শ্রদ্ধা জানাতে আইপিএলে বিনোদনের অংশটুকু থাকা উচিত নয়। শুধুমাত্র বাকি ম্যাচগুলো খেলা উচিত। এই প্রসঙ্গে সানি বলেছিলেন, 'আমি শুধুই খেলা হোক চাইব। প্রায় ৬০ ম্যাচ হয়ে গিয়েছে। শেষ ১৫-১৬টা ম্যাচ বাকি। এরমধ্যে কয়েকটা পরিবার কাছের লোকেদের হারিয়েছে। আমি চাই না আইপিএলের সঙ্গে বাকি যা বিনোদনমূলক ব্যবস্থা থাকে, সেটা এবার থাকুক। চাই শুধু ম্যাচগুলো হোক। স্টেডিয়ামে দর্শক থাকুক, তবে গান বাজনা বন্ধ হোক। ওভারের মাঝে যেন ডিজের চিৎকার না থাকে। শুধু টুর্নামেন্টটা শেষ হোক। চিয়ারলিডার না থাকা উচিত। এইভাবে যারা প্রাণ হারিয়েছে তাঁদের পরিবারের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানো উচিত।'