
রবিবার ২৫ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে তাঁর নিটোল সৌন্দর্য আর স্নিগ্ধ উপস্থিতি আজও মুগ্ধ করে দর্শককে। অন্যদিকে, ‘সারফারোশ’, ‘ডুপ্লিকেট’-এর মতো সব ছিটে তাঁর আকর্ষণীয় লুক দেখে উত্তাল হয়েছিল যুবসমাজেরহৃদয়। অথচ সেই নয়ের দশকের বলিউডেই নাকি ‘একটু বেশিই রোগা’ শরীর নিয়ে হেয় হতে হয়েছিল সোনালি বেন্দ্রেকে। একথা আর কেউ নয়, ফাঁস করলেন খোদ সোনালি!
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সোনালি বেন্দ্রে বললেন, “তখন আমি লম্বা, একঢাল চুল, দোহারা গড়নের এক মেয়ে ছিলাম। বলিউড সেটা পছন্দ করত না।” সেই সময়ে খানিক কোঁকড়া চুল, ঈষৎ ভারী, আকর্ষণীয় চেহারা নায়িকা ঘিরেই চলত সাড়ম্বরে শাসন, তখন এক ‘লম্বাটে দোহারা যুবতী’ হিসাবে তিনি ছিলেন সম্পূর্ণ আলাদা—এবং সেটাই ছিল তাঁর স্বাতন্ত্র্যতা।
সোনালির কথায়, “সেই সময়ে তৎকালীন বলি-নায়িকাদের থেকে এসব কারণে খানিক অন্যরকম ছিলাম” যোগ করেন সোনালি। অভিনেত্রী আরও জানান যে তিনি চেষ্টা করেছিলেন চুল কোঁকড়া করারও, কিন্তু তাঁর কথায়, “চুল এতটাই স্ট্রেট ছিল যে কিছুতেই বাঁকানো যেত না। শেষে ছেড়ে দিতাম খোলা, সোজা রেখেই।”
তাঁর প্রথম ছবি ‘আগ’-এর সময় বয়স ছিল মাত্র ১৯। গোবিন্দার বিপরীতে কলেজ পড়ুয়ার চরিত্রে যাত্রা শুরু। কিন্তু মোড় ঘুরে যায় ১৯৯৬-এ। 'ইংলিশ বাবু দেশি মেম'-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় ছিল আন্তর্জাতিক হিট, এরপর ‘দিলজলে’ ছবিতে অজয় দেবগণের বিপরীতে বাজিমাৎ। একের পর এক হিট—‘সরফরোশ’, ‘হামারা দিল আপনার পাস হ্যায়’, ‘হাম সাথ সাথ হ্যায়’—সবই ঘরে তোলে তাঁর জনপ্রিয়তা।শুধু বলিউড নয়, তেলুগু ছবিতেও ছিল তাঁর দাপট—চিরঞ্জীবীর সঙ্গে 'ইন্দ্র', ‘খাদগম’, ‘মনমধুডু’—সব ছবিই তুমুল সফল।
সবশেষে তাঁকে দেখা গিয়েছে ওটিটির পর্দায় ‘দ্য ব্রোকেন নিউজ’-এ। প্রশংসাও কুড়িয়েছেন ঝুলিতে। সম্প্রতি ‘বি হ্যাপি’ ছবিতে রেমো ডি’সুজার ছবিতে ছোট্ট একটি চরিত্রেও নজর কেড়েছেন তিনি।
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! অর্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!