সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | আইপিএল নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কড়া পদক্ষেপ, বিপাকে বিসিসিআই

Sampurna Chakraborty | ১৪ মে ২০২৫ ১৬ : ১৩Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিবেশের প্রভাব পড়েছে আইপিএলে। মাঝে সাত দিন কোটিপতি লিগ স্থগিত রাখতে বাধ্য হয় বিসিসিআই। যার বলে নির্ধারিত সময় শেষ হবে না আইপিএল। এক সপ্তাহ পরে, অর্থাৎ ৩ জুন আইপিএলের ফাইনাল। তাতেই সমস্যায় ফ্র্যাঞ্চাইজিরা। সমস্ত বিদেশি প্লেয়ারদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে বোর্ড। কিন্তু বেঁকে বসেছে দক্ষিণ আফ্রিকা। ২৬ মের মধ্যে দেশে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। যা আইপিএলের প্রাথমিক চুক্তি অনুযায়ী ঠিক ছিল। যদিও দুই বোর্ডের শীর্ষ পদাধিকারীদের মধ্যে এখনও কথাবার্তা চলছে। কিন্তু প্লেয়ার ছাড়তে চাইছে না দক্ষিণ আফ্রিকার বোর্ড। 

কর্বিন বচ, উইয়ান মুলডার, মার্কো জ্যানসেন, আইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাডা, রিয়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবসরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে আছেন। ১৩ মে দল ঘোষণা হয়। আগের চুক্তি অনুযায়ী, ২৬ মের মধ্যে সব বিদেশি প্লেয়ারদের ছেড়ে দেওয়ার কথা বিসিসিআইয়ের।‌ কিন্তু নতুন সূচি অনুযায়ী ২৭ মের আগে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে না। ফাইনাল ৩ জুন। দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুক্রি কনরাড বলেন, 'আগের চুক্তি অনুযায়ী, আমাদের প্লেয়ারদের ২৬ মের মধ্যে দেশে ফিরে আসার কথা। যাতে ৩০ মে ইংল্যান্ডে যাওয়ার আগে ওরা হাতে সময় পায়। আমাদের উচ্চ পদাধিকারীদের সঙ্গে ওদের কথা চলছে। তবে মনে হচ্ছে, আমরা এটা মেনে নেব না। আমরা আমাদের প্লেয়ারদের ২৬ মে দেশে চাই। আইপিএল এবং বিসিসিআইয়ের সঙ্গে এখনও আলোচনা চলছে।'

যারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে নেই, সেইসব প্রোটিয়া তারকাদের সার্ভিস পাবে ফ্র্যাঞ্চাইজিরা। এই তালিকায় আছেন ডেওয়াল্ড ব্রেভিস, ফ্যাফ ডু'প্লেসি, ডোনোভ্যান ফেরেইরা, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, আনরিচ নোখিয়া, ডেভিড মিলার, ম্যাথিউ ব্রিটজকে, নান্দ্রে বার্গার, ওয়েনা মাফাকা, হুয়ান ড্রে প্রিটোরিয়াস এবং হেনরিচ ক্লাসেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে থাকা ক্রিকেটারদের ৩১ মে অরুণডেলে জমায়েত হতে বলা হয়েছে। ৭ জুন লন্ডনে উড়ে যাওয়ার আগে ৩ থেকে ৬ জুন জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। 


Cricket South AfricaBCCI IPL 2025

নানান খবর

নানান খবর

‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?

'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?

দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ

আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা

সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ

টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের

খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও

আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো

৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই

ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে

লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট

ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ 

দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ

লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির 

বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের 

সোশ্যাল মিডিয়া