
শুক্রবার ২৩ মে ২০২৫
আন্দামান হয়েই কেরলে প্রবেশ করে বর্ষা। তারপরেই দেশে শুরু হয় বর্ষার মরশুম। চলতি বছরে ১৩ মে আন্দামান সাগরে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। হাওয়া অফিস সূত্রে খবর, কেরলে বর্ষা প্রবেশ করবে ২৭ মে। অর্থাৎ সময়ের বেশ কয়েকদিন আগেই দেশে শুরু হবে বর্ষা।