
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। অবসরের দিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেন প্রধান বিচারপতি। উত্তরসূরির প্রশংসা করে স্পষ্ট বার্তাও দিয়েছেন তিনি। প্রধান বিচারপতি খান্না বলেন, জনসাধারণের আস্থা এমনিই পাওয়া যায় না। এটি অর্জন করতে হয় এবং সুপ্রিম কোর্ট তা করেছে। বুধবার ১৪ মে দেশের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বি আর গাভাই।
তিনি বলেন, "আমি ভাষা হারিয়ে ফেলেছি। অনেক স্মৃতি বয়ে নিয়ে যাব। একবার আপনি আইনজীবী হয়ে গেলে, সবসময় তা-ই থাকবেন। জনসাধারণের আস্থা এমনিই পাওয়া যায় না। এটি অর্জন করতে হয় এবং সুপ্রিম কোর্ট তা করেছে। বিচারবিভাগ একটি সাধারণ শব্দ যা বেঞ্চ এবং বারকে প্রতিনিধিত্ব করে। বার হল বিবেকের রক্ষক।"
প্রধান বিচারপতি আরও বলেন, বিচারকরা বিভিন্ন পরিবার থেকে সুপ্রিম কোর্টে আসেন এবং সেই বৈচিত্র্যই বিচারবিভাগকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
উত্তরসূরি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বিচারপতি বিআর গাভাই তাঁর সবচেয়ে বড় সমর্থন। প্রধান বিচারপতি খান্না বলেন, "তাঁর মধ্যে, আপনারা একজন মহান প্রধান বিচারপতি পাবেন। তিনি মৌলিক অধিকার এবং স্বাধীনতা অক্ষত রাখবেন।"
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর কাকা বিচারপতি এইচ আর খান্নার সঙ্গে নিজের তুলনা করতে রাজি হননি প্রধান বিচারপতি। এইচ আর খান্না ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্বে ছিলেন। তিনি বলেন, "এইচ আর খান্নার সঙ্গে আমি আমার তুলনা করতে পারব না। সেই সময় আলাদা ছিল। তিনি ছিলেন একজন বিশাল বুদ্ধিমত্তার অধিকারী।"
২০ বছরের কর্মজীবন শেষ হল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। ২০০৫ সালে তাঁকে দিল্লি হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। এক বছর পর সেখানেই স্থায়ী বিচারপতি হন। ২০১৯ সালে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। ২০২৪ সালের নভেম্বর মাসে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
গত ছয় বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার অংশ ছিলেন তিনি। এর মধ্যে রয়েছে ধারা ৩৭০, পরকিয়া অপরাধমুক্তকরণ, ইলেক্টোরাল বন্ড এবং ইভিএম-ভিভিপিএটি মামলা।
সাপের কামড়ে ৪৭ জনের মৃত্যু ২৮০ বার! কোটি কোটি টাকা আত্মসাৎ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি
এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন
হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট?
কে যে পশু, বোঝা মুশকিল! অসমে রয়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা
‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের!
দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান
২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে
আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর