রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | একেবারে রঙিন বল, ধরার পরেই বিস্ফোরণ, আহত ২ শিশু

Pallabi Ghosh | ১২ মে ২০২৫ ২১ : ০৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ফের একবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকা। সোমবার সকালে সামশেরগঞ্জের মালঞ্চ গ্রামে বোমা ফেটে গুরুতর আহত হয়েছে দুই শিশু। পুলিশ সূত্রে জানা গিয়েছে , আহতদেরকে নাম নুসরত জাহান (৬) ও সামিয়া সুলতানা (১১)। বিস্ফোরণের অভিঘাতে নুসরতের বাঁ হাতের সামনের অংশ উড়ে গিয়েছে। অপর আহত শিশুর পায়ে বোমার স্প্লিন্টারের আঘাত রয়েছে।  নুসরত বর্তমানে মুর্শিদাবাদে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

জঙ্গিপুর পুলিশের সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, 'বিস্ফোরণের ঘটনায় দু'জন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর হলেও অন্যজনের সেভাবে আঘাত লাগেনি। এলাকায় আর কোনও বোমা রয়েছে কিনা তা দেখার জন্য পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষিত বাহিনী 'কম্বিং' এবং 'সার্চিং' অপারেশন চালাচ্ছে। ওই এলাকায় কারা বোমা রেখে গিয়েছিল পুলিশ তা খতিয়ে দেখছে।'

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নুসরত আরও কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির কাছে খেলা করছিল। সেই সময় তারা ঝোঁপের মধ্যে কয়েকটি প্লাস্টিকের বল খুঁজে পায়। নুসরত বলের মতো দেখতে জিনিসটিকে তুলতে গেলে হঠাৎই সেটি প্রচণ্ড শব্দে ফেটে যায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে তার খুব কাছেই রয়েছে ফরাক্কা এনটিপিসির একটি 'অ্যাশ পন্ড'। সেখান থেকে দৈনিক ৪০০-৫০০ ডাম্পার ছাই নিয়ে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যায়।  সামশেরগঞ্জের মালঞ্চের অ্যাশ পন্ড থেকে কার ডাম্পার ছাই তুলবে তা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু দুষ্কৃতীদের মধ্যে বিবাদ লেগে রয়েছে।
 
অভিযোগ উঠেছে, ওই এলাকার স্থানীয় এক দুষ্কৃতী মদন মীর একতরফাভাবে অ্যাশ পণ্ডে নিজের কর্তৃত্ব কায়েম করার জন্য এবং এলাকায় সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে  বাড়ির কাছে প্রচুর বল বোমা মজুত করে রেখেছিল। 

জেলা পুলিশের এক  আধিকারিক জানান, প্লাস্টিকের রঙিন বলকে দু'ভাগ করে তার মধ্যে বারুদ ঢুকিয়ে ফের একবার তা সেলোটেপ দিয়ে বন্ধ করে এই বল বোমাগুলো তৈরি করা হয়। মাঠের মধ্যে রংবেরঙের বল বোমা পড়ে থাকলে কোন শিশু বা সাধারণ মানুষের পক্ষে একবার দেখে বোঝা সম্ভব নয় সেগুলো আদতে বোমা। 

ওই আধিকারিক জানান, সোমবার সকালে যখন নুসরত এবং সামিয়া তার বন্ধুদের সঙ্গে খেলা করছিল সেই সময় তারা এই বল বোমাগুলোকে খুঁজে পায়। বোমাকে বল ভেবে ছোড়াছুড়ি খেলতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। 

সামশেরগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, যে এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে তার থেকে কিছুটা দূরে বেশ কয়েকটি তাজা বল বোমা উদ্ধার করা হয়েছে।


MurshidabadCrime News

নানান খবর

নানান খবর

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট

প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের

ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ

আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!

বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান

সোশ্যাল মিডিয়া