বুধবার ০৯ জুলাই ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | চিকিৎসকদের যৌথ প্রচেষ্টায় 'ফার্টিলিটি ফ্যাক্টস': এবার মাতৃদিবসের বড় উপহার বন্ধ্যাত্ব মুক্তি

Reporter: গোপাল সাহা | লেখক: AD ১২ মে ২০২৫ ২০ : ৪৯Abhijit Das


গোপাল সাহা: এবার সিনিয়ার ডাক্তারদের যৌথ প্রচেষ্টায় মাতৃ দিবসের বড় উপহার হিসেবে 'অম্বুজা নেওটিয়া হেল্থ কেয়ারে'র একটি উদ্যোগ #FertilityFacts অর্থাৎ ইন ভিন্ট্রো ফার্টিলাইজেশন (IVF) পদ্ধতির মাধ্যমে সন্তান ধারণ ও প্রসব অথবা সন্তান ধারণের বিকল্প পদ্ধতিতে মাতৃত্ব ফিরিয়ে দেওয়া, এবং একই সাথে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সময় মত ও প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

বহু মহিলারা অথবা বিবাহিত যুগল সন্তান নিতে অথবা মাতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে বর্তমানে এর প্রধান কারণ যেমন জীবনধারণের পদ্ধতি একটা বড় কারণ, এছাড়াও পরিবেশ দূষণ, সময়মতো সন্তান প্রসব না করা, মাদকাসক্তি ইত্যাদি কারণে, এছাড়াও পুরুষ বা নারীদের ক্ষেত্রে অক্ষমতা মাতৃত্ব থেকে অথবা সন্তান থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আর তাদেরকেই মাতৃত্ব বা সন্তান প্রাপ্তির অক্ষমতাকে সক্ষম করতে এই পদ্ধতি অর্থাৎ ইনভিনট্রো ফার্টিলাইজেশন, যা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত বা বিজ্ঞানভিত্তিক ভাবে সন্তান প্রসবের বিকল্প পদ্ধতি।  

তবে পরিসংখ্যান বলছে দেশে এখনো পর্যন্ত ২.৫ থাকে ৩ মিলিয়ান মানুষ এই পদ্ধতিকে গ্রহণ করতে পেরেছে। চিকিৎসা বিজ্ঞান ও বিশেষজ্ঞদের মতে দেশে বর্তমানে এই পদ্ধতিতে সন্তান ধারণের সাফল্য ৫০% থেকে ৬০%। আর মাতৃ দিবসের উপলক্ষে মাতৃত্বের উপহার মায়েদের হাতে তুলে ধরতে এক অনবদ্য প্রচেষ্টা চিকিৎসকদের সঙ্গে 'অম্বুজা নেওটিয়া হেলথ কেয়ারে'র 'দি ফলটিলিটি সেন্টার' যৌথ উদ্যোগে 'ফার্টিলিটি ফ্যাক্টস' নামে একটি উদ্যোগ। তাদের মূল উদ্দেশ্য একদিকে যেমন মাতৃত্বের উপহার, অপরদিকে প্রজনন সম্পর্কে মানুষের কাছে সঠিক ধারণা ও রোগী পরামর্শের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া, যাতে মানুষ তাদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করতে পারে, চিকিৎসা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে পারে এবং যথাযথ সিদ্ধান্ত নিতে সক্ষম হয়।

উল্লেখ্য, চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, বন্ধ্যাত্বের কারণ শুধু নারী নয় পুরুষদের ক্ষেত্রেও হতে পারে। বর্তমানে তার পরিমাণ যথেষ্টই বাড়ছে এবং পুরুষদের ক্ষেত্রে ২৫ থেকে ৩০ শতাংশ ছিল, এখন তার পরিমাণ আরও ক্রমাগত বাড়ছে। 

এছাড়া বন্ধ্যাত্বের আরও কিছু কারণ উল্লেখযোগ্য ভাবে বলা যায়- 
১) জীবনধারণ পদ্ধতি অর্থাৎ ফাস্টফুড খাওয়া, 
২) অতিমাত্রায় মাদকাসক্তি, 
৩) কর্মজীবনে মানসিক চাপ ইত্যাদি। এছাড়াও 
৪) শরীরের যত্ন না নেওয়া, শরীর চর্চা না করা, সহবাসে অনীহা, স্বামী স্ত্রীর যৌন সম্পর্কে দূরত্ব বৃদ্ধি, পরিবেশ দূষণ ইত্যাদি কারণে নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রেই ডিম্বাণু ও শুক্রাণুর পুষ্টির অভাবে এই সমস্যা বেড়ে চলেছে। 
    এছাড়াও সঠিক সময়ে সন্তান ধারণ না করা এবং ব্যক্তিগত কারণে অনেক দেরিতে সন্তান নিতে গেলেও বড় রকম সমস্যা আসতে পারে। কারণ বয়স বাড়ার সাথে সাথে শুক্রাণু ও ডিম্বাণুর সুস্থতার পরিমাণ কমতে থাকে। যার ফলে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

ক্লিনিকল সাইকোলজিস্ট অঞ্জনা ঘোষ (দ্য ফার্টিলিটি সেন্টার) বলেন, “বন্ধ্যাত্বের ক্ষেত্রে স্ট্রেস বা মানসিক চাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম্বাণু বা শুক্রাণুর গুণমান ছাড়াও, মানসিক স্বাস্থ্য প্রজনন সক্ষমতায় গভীর প্রভাব ফেলে। অনেক রোগীই বুঝতে পারেন না যে মানসিক চাপ তাঁদের প্রজনন সমস্যার একটি বড় কারণ হতে পারে। তারা প্রায়শই এটি চুপচাপ সহ্য করেন, যা মানসিকভাবে আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।"

এই বিষয়ে আমরা সরাসরি কথা বলেছিলাম চিকিৎসক (স্ত্রী রোগ বিশেষজ্ঞ) শবনাম পারভীনের সঙ্গে, তিনি বলেন, "আজকের দ্রুতগতির জীবনে প্রজনন স্বাস্থ্য প্রায়শই উপেক্ষিত হয়। ব্যথাযুক্ত ঋতুস্রাব ও অনিয়মিত মাসিকের মতো উপসর্গগুলোকে সাধারণত গুরুত্ব দেওয়া হয় না। চকোলেট সিস্ট, ফাইব্রয়েড, এবং হরমোনের ভারসাম্যহীনতার মতো শারীরিক সমস্যা প্রায়ই নির্ণয়হীন থেকে যায়, যা ভবিষ্যতে বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায়। দ্রুত নির্ণয়ই একমাত্র উপায় এই জটিলতা প্রতিরোধ ও সফল ফলাফলের জন্য। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস) যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, তবে তা শুধুমাত্র প্রজনন স্বাস্থ্য নয়, মেটাবলিক রোগ থেকেও রক্ষা করতে পারে।

এ বিষয়ে তিনি আরও বলেন,"আইভিএফ-এর সাফল্যের হার বয়সের সঙ্গে সঙ্গে কমে যায়, বিশেষ করে ত্রিশোর্ধ্ব নারীদের ক্ষেত্রে। তাই প্রজনন স্বাস্থ্য রক্ষায় সচেতনতা ও আগাম পদক্ষেপ অপরিহার্য। আগে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে অন্যের অর্থাৎ অপরিচিত কোন ব্যক্তির শুক্রাণু ব্যবহার করা হবে, কিন্তু এখন সেই ধারণা বদলেছে এবং ভরসা করছে মানুষ"।


Fertility FactsInfertility

লর্ডসে ট্রেনিংয়ে গরহাজির গিল-পন্থ, নেটে ঘাম ঝড়ালেন বুমরা

'প্রজাপতি ২' তেও দেবের নায়িকা ইধিকা! সঙ্গে রয়েছেন 'মিঠাই' অভিনেত্রীও, কে কাকে টেক্কা দেবেন?

অবৈধভাবে এদেশে থাকছিল! ৪৪৮ জন বাংলাদেশিকে আটক করে পুলিশ

হাসপাতালে ভর্তি ফাহিম মির্জা! হয়েছে অস্ত্রপ্রচারও, ঠিক কী হয়েছে অভিনেতার?

শুরু সুব্রত মুখার্জি কাপ, এবার প্রতিযোগীর সংখ্যা দ্বিগুণ

লর্ডস পিচ পর্যবেক্ষণ, কোচিং স্টাফের সঙ্গে দীর্ঘ আলোচনায় গম্ভীর

খাবার ডেলিভারি করতে বেরিয়ে এ কী হাল যুবকের? কর্ণাটকে বেপরোয়া বাইক সংঘর্ষে চূড়ান্ত পরিণতি ২ যুবকের

গলছে বরফ, জাগছে আগ্নেয়গিরি, হাতে আর কত সময় আছে, জানলে...

কোচবিহারবাসীকে এনআরসি নোটিশ অসমের ফরেনার্স ট্রাইবুনালের, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

আট ফ্র্যাঞ্চাইজি, চার স্টেডিয়াম, পথ চলা শুরু বেঙ্গল সুপার লিগের

হানিট্র্যাপ করে ভারতীয় তথ্য পাক সংস্থার হাতে, পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার দুই পাক চর

আট ফ্র্যাঞ্চাইজি, চার স্টেডিয়াম, পথ চলা শুরু বেঙ্গল সুপার লিগের

পন্থই ভারতের আফ্রিদি!‌ কে বললেন এমন কথা জানুন 

মায়ের সঙ্গে মেলা ঘুরতে গিয়েছিলেন, এরপর লম্বা সময় ধরে নিখোঁজ যুবতী, ভয়াবহ পরিণতি জানলে শিউরে উঠবেন 

১০ এবং ১৫ বছরের পুরনো গাড়িকে আর জ্বালানি বিক্রি করা হবে না, নির্দেশ জারি এই রাজ্যের

আইপিএল জয়ী ক্রিকেটার এবার বিরাট সমস্যায়, হতে পারে দশ বছরের জেল 

এক ফ্রেমে আমির খান এবং মহেন্দ্র সোনি! এবার কি বলিউডে পা রাখছে এসভিএফ?

বাগানের প্রাণভোমরা তিনি, নতুন মরশুমে সবুজ-মেরুন জার্সিতে ফুল ফোটাতে চান ম্যাকলারেন

অস্ত্রপ্রচারের পর অভিনয়ে ফিরছেন ক্যানসারে আক্রান্ত দীপিকা! কবে থেকে পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে? 

‘রামায়ণ’-এর প্রথম পর্বে মাত্র ১৫ মিনিটের জন্য পর্দায় হাজির হবেন যশ? নেপথ্যে কি রয়েছে রণবীরের ‘রাজনীতি’?

বিনামূল্যে খাবার দিয়েও ১০০ কোটি আয় করা সম্ভব! দৃষ্টান্ত স্থাপন করেছে হরিয়ানার এই হোটেল

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল পাকিস্তান, জায়গা হল না থ্রি মাস্কেটিয়ার্সের, তাঁরা কারা?

অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক, শ্রাবণী মেলা সুষ্ঠ পরিচালনার লক্ষ্যে নেওয়া হলো একাধিক পরিকল্পনা

আচমকাই পিএসজি’‌র বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নিলেন এমবাপে, কেন?‌ 

সোশ্যাল মিডিয়া