শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | সাইবার থ্রিলার ঘরানায় নতুন সংযোজন, কেমন হল বাবিল খানের ‘লগআউট’? 

পরমা দাশগুপ্ত | | Editor: শ্যামশ্রী সাহা ১২ মে ২০২৫ ১৭ : ০১Snigdha Dey


কফিশপের টেবিলে লোভনীয় খাবার? ছবি পৌঁছে গেল সোশ্যাল মিডিয়ায়। পছন্দের সাজে সুন্দর দেখাচ্ছে? স্টোরি রেডি। বেড়াতে গিয়েছেন দারুণ একটা জায়গায়। রিল তো করতেই হবে। এ ছবি এখন ঘরে ঘরে। আর সেই একই পথে আরও খানিক দূর হেঁটে অনেকে এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। রিল করে, ছবি তুলে, লিখে, মুখে খই ফুটিয়ে যাঁরা প্রভাবিত করেন আমজনতাকে। হরেক পণ্যের বিজ্ঞাপনী বয়ানকে স্রেফ কথার ফোয়ারায়, রিলের চেহারায় বিশ্বাসযোগ্য করে তুলে দর্শকমনে বুনে দেন আরও ভাল থাকার, এগিয়ে চলার খিদে। কিন্তু ভেবে দেখেছেন কি এমনটা করতে করতে তাঁদের নিজেদের জীবনটাই কীভাবে ‘কনটেন্ট’ হয়ে ওঠে? ফলোয়ার আর জনপ্রিয়তা বাড়ানোর বেলাগাম খিদে তাঁদের নিজেদের পথচলাকে কতটা প্রভাবিত করে ফেলে? রিলে ঠাসা জীবন কতটা গিলে ফেলে তাঁদের ‘রিয়েল’ জীবনকে? 

 

রিলে নয়, ঘোর বাস্তবে এক মিলিয়ন ফলোয়ারের কাঙ্খিত মাইলস্টোনে পৌঁছতে না পারার হতাশা মাত্র ২৪-এই দাঁড়ি টেনে দিয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিশা আগরওয়ালের তরতাজা জীবনে। কিন্তু এমন চরম সীমায় পৌঁছে যাওয়ার আগেও কি থাকে বিপদের হাতছানি? সোশাল মিডিয়া-সর্বস্ব এক প্রজন্মের কাছে তারই হালহকিকত তুলে ধরেছে সম্প্রতি জি ফাইভে মুক্তি পাওয়া ছবি ‘লগআউট’। পরিচালক অমিত গোলানি ও কাহিনিকার বিশ্বপতি সরকারের যুগলবন্দিতে টানটান এই সাইবার থ্রিলারে আরও একবার দর্শককে চমকে দিয়েছেন বাবিল খান। বুঝিয়ে ছেড়েছেন বাবা ইরফান খানের অভিনয়ের জাদু তাঁরও শিরায় শিরায় বইছে। 

 

ছবিতে দিল্লির বাসিন্দা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার প্রত্যুষ দুয়া (বাবিল) ওরফে প্র্যাটম্যান ১০ মিলিয়ন ফলোয়ারের ম্যাজিক ফিগারের দোরগোড়ায় দাঁড়িয়ে। যার জীবনের সবটুকুতেই অ্যাপ-ওয়েবসাইট-চ্যাটবক্সের ডিজিটাল দুনিয়া আষ্টেপৃষ্টে জড়িয়ে। ফলোয়ার বাড়ানোর নেশায় প্র্যাটম্যানের নিত্য দড়ি টানাটানি চলে কনটেন্ট দুনিয়ার প্রতিপক্ষ অঙ্কিতা ওরফে নৌটঙ্কিতার সঙ্গে। আর সেই রেষারেষিতে পাল্লা দিতে দৈনন্দিন খাওয়া, পরা, থাকা থেকে প্রেম কিংবা ব্রেকআপ, এমনকী দিদির (রসিকা দুগল) একরত্তি মেয়েও প্রত্যুষের কাছে স্রেফ ‘কনটেন্ট’ বই আর কিছু নয়। বিরাট অঙ্কের বিজ্ঞাপনী ডিল পকেটস্থ করার তাড়ায় সর্বক্ষণ তাকে ছুটিয়ে চলে বন্ধু-ম্যানেজার জেডি (গন্ধর্ব দেওয়ান)। এহেন প্র্যাটম্যানের ফোন খোয়া যায় এক নেশা-লাগা রাতে। ফোনের খোঁজে পাগলপারা প্রত্যুষের হঠাৎই কল আসে একটি অ্যাপ থেকে। এক নারীকণ্ঠ জানায়, ফোনের খোঁজ সে জানে। নিজেকে প্র্যাটম্যানের শ্রেষ্ঠ অনুরাগীর পরিচয় দেওয়া সেই মেয়ে ফোন ফিরিয়ে দেওয়ার নামে ফোনের লক খোলার পিন চাইলে উপায় না দেখে প্রত্যুষ তা দিয়েও বসে। ব্যস! নিজের জীবনটাকে হরেক অ্যাপে বেঁধে ফেলা প্রত্যুষের সর্বস্ব চলে যায় এসকে নামে সেই মেয়ের (নিমিষা নায়ার) হাতের মুঠোয়। এরপরে ব্ল্যাকমেলিং আর সাইবার স্টকিংয়ের ফাঁসে সেই মেয়ের সুতোর টানে পুতুলের মতোই নাচতে থাকে প্র্যাটম্যান। সব পেরিয়ে প্রত্যুষ কি ফেরত পাবে তার ফোন আর জীবনের নিয়ন্ত্রণ? তা নিয়েই এগোয় ছবির গল্প। 

 

হাতে গুনে ঠিক দু-তিনটে দৃশ্য বাদ দিলে ঘণ্টা দেড়েকের ছবি জুড়ে শুধুই বাবিলের একক অভিনয় বলা চলে। কারণ বাকিটায় জেডি কিংবা এসকে থাকে ফোনকলে, অডিও উপস্থিতিতে। আর তাতে একাই রীতিমতো দর্শকমনের দখল নিয়ে নেন ইরফান-পুত্র। ইনফ্লুয়েন্সার-জীবনের ওঠাপড়া, রিলের খিদেয় রিয়েল থেকে দূরে সরে যাওয়ার তাড়না এবং অন্তঃসারশূন্যতা, ফোন হারিয়ে ফেলার উথালপাথাল দশা, নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার যন্ত্রণা, হতাশা থেকে বিপদ থেকে উদ্ধার পাওয়ার ছটফটানি কিংবা মাথা ঠান্ডা রেখে পরিত্রাণের পথ খোঁজা— সব রকমের অনুভূতিকেই বাবিল ফুটিয়ে তুলেছেন সাবলীল অভিনয়ের অনায়াস দক্ষতায়। ছোট্ট উপস্থিতিতেও রসিকা যথারীতি অনবদ্য। সংক্ষিপ্ত দৃশ্য-পরিসরে নিমিষা কিংবা গন্ধর্বের কিছু করার ছিল না তেমন। তবে অডিও উপস্থিতিতে তাঁরাও কম যাননি কেউই। 

 

এমন একক চরিত্র-নির্ভর কাহিনিকে বিশ্বাসযোগ্য করে গড়ে তুলতে, টানটান গল্পে দর্শককে টেনে রাখতে সফল পরিচালক-কাহিনিকার জুটি। গল্প বলার ভঙ্গী টেনশন আর আগ্রহ বাড়িয়ে চলে শুরু থেকে শেষ। ফাঁদে ধরা পড়া ইঁদুরের ছটফটানির সঙ্গে প্রত্যুষের পরিস্থিতিকে মিলিয়ে দেওয়া, অ্যাপের বন্দিদশা থেকে বেরোতে ঘুমিয়ে থাকা ল্যান্ডলাইনকে জাগিয়ে তোলার চেষ্টার মতো দৃশ্যগুলো কিংবা একাধিক সংলাপ প্রশংসার দাবি রাখে। তবে এতকিছুর পরে শেষপাতে এসে দাগ কাটতে পারেনি ক্লাইম্যাক্স। বাকিটার তুলনায় বড্ড জোলো লাগে তার বুনোট। ডিজিটাল দুনিয়ায় এত স্বচ্ছন্দ, অভ্যস্ত প্রত্যুষের পুলিশি সাহায্য না নিয়ে এত সহজে অচেনা মানুষকে নিজের পিন জানিয়ে দেওয়াটাও খানিক অবিশ্বাস্য ঠেকে সেই সঙ্গে। 

 


‘সিটিআরএল’, ‘হ্যাকড’-এর মতো ছবির হাত ধরে আগেই জনপ্রিয় হয়েছে সাইবার দুনিয়ার বিপদের কাহিনি। অল্প চোনাটুকু বাদ দিলে সেই তালিকায় নবতম সংযোজন ‘লগআউট’কেও স্টারমার্ক দেওয়াই যায় বোধহয়।


logoutweb serieszee 5reviewbabil khan

নানান খবর

নানান খবর

ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?

রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?

জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?

'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?

প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'! 

নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?

কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?

প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?

রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?

‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!

ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি

দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?

‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির

ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?

ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?

সোশ্যাল মিডিয়া