শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | পহেলগাওঁয়ের ঘটনাকে বাহানা বানিয়ে যুদ্ধ ঘোষণা করেছে ভারত: শাহবাজ শরিফ

Kaushik Roy | ১১ মে ২০২৫ ০৬ : ০৪Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: ধ্বংস হয়ে গেছে মসজিদ, ধ্বংস হয়ে গেছে একাধিক এলাকা। এমনটাই অভিযোগ এনেছে পাকিস্তান। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানের পতাকায় মুড়ে শেষকৃত্য করা হয়েছে জঙ্গিদের। এত কিছুর পরেও নিজেরাই নিজেদের জয়ী ঘোষণা দিল পাকিস্তান। ভারত-পাক যুদ্ধ আবহের মাঝে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজেদের ‘জয়ী’ ঘোষণা করে দিলেন। উল্টে, সম্প্রতি সীমান্তে যা ঘটেছে সবকিছুর জন্য দায়ী করলেন ভারতকেই। 

ভাষণের শুরুতে শাহবাজ বলেন, ‘যদি কেউ আমাদের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে, তবে আমরা দেশের প্রতিরক্ষার জন্য যেকোনও কিছু করতে প্রস্তুত’। পহেলগাঁওয়ের নৃশংস ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগকে নাকচ করে দিয়ে তিনি জানান, ভারতের তরফে ‘ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন’ অভিযোগ আনা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। সেইসঙ্গে একটি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

গত কয়েক দিনের পরিস্থিতির উল্লেখ করে শরিফ বলেন, ‘পাকিস্তানের ভূখণ্ডে ড্রোন হানা হয়েছে, মিসাইল চালানো হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে এবং অনেকের প্রাণ গিয়েছে যার মধ্যে রয়েছে পাক সেনাও’। তাঁর দাবি, ভারতীয় সেনাই পাকিস্তানে হামলা চালিয়েছে যে কারণে আত্মরক্ষার্থে জবাব দিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীও। জাতির উদ্দেশে তিনি বলেন, ‘গোটা পাকিস্তান একজোট হয়েছে, আমরা এই সংঘাতে জয়ী হয়েছি’। পাক প্রধানমন্ত্রী সেনাবাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা করে নাম উল্লেখ করে কৃতজ্ঞতা জানান। 

পাশাপাশি, তাঁর কথায় এদিন উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাও। তিনি জানান, দুই দেশের মধ্যে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন ট্রাম্প। পাশাপাশি, শাহবাজ শরিফ ধন্যবাদ জানান চিন, সৌদি আরবকেও। কিন্তু ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরেও সীমান্ত এলাকায় টানা গোলা বর্ষণের আওয়াজ শোনা যাচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, ঘোষণার পরেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির বক্তব্য, ‘আজ যে যুদ্ধবিরতির কথা হয়েছিল, শেষ কয়েক ঘণ্টায় তার লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতীয় সেনা উপযুক্ত জবাব দিচ্ছে এবং এই সীমান্ত আক্রমণের সঙ্গে লড়ছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এর জন্য পাকিস্তান দায়ী। এই সীমান্ত অতিক্রম করার চেষ্টার উপর পাকিস্তানের নজর দেওয়া উচিত। দ্রুত এর তদন্ত করা উচিত। ভারতীয় সেনাবাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এইধরনের আক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে’। কিন্তু এই যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে মুখ খোলেননি পাক প্রধানমন্ত্রী।


নানান খবর

নানান খবর

ভারতের 'জল বোমা'য় পাকিস্তান জুড়ে হাহাকার, নিষ্ক্রিয় করতে শরিফ সরকারের কাছে কাতর আবেদন পাক সেনেটরের

একই সময়ে দুই কয়েদির সঙ্গে সঙ্গম, এ ছাড়াও মাদক পাচার, অভিযুক্ত মহিলা জেল আধিকারিক

'ভারতে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলেই ২৫ শতাংশ শুল্ক আরোপ', অ্যাপল-কে মহা হুঁশিয়ারি ট্রাম্পের!

চাইলেই মিলবে অস্থায়ী স্ত্রী! বিয়ের আয়ু মাত্র ১৫ দিন, কোন দেশে আছে এমন 'আনন্দ বিবাহ' আয়োজন?

৫ হাজার বছর ধরে যত্ন করে রাখা ছিল, সামনে আসতেই কেলেঙ্কারি কান্ড, তারপর...

বেতন বছরে ৩০ কোটির বেশি, দুনিয়ায় সবচেয়ে সুখের চাকরি, তবুও কেউ করতে রাজি নয়! কেন?

লিঙ্কডইনে নতুন এআই ফিচার, চাকরির খোঁজ এবার আরও সহজে!

পোষ্য আরশোলাকে তুড়ি মেরে কেন তাড়িয়েছেন? মহিলার সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিলেন পর্যটক, দেখুন ভিডিও

চেয়েছিলেন পুত্রসন্তান, কিন্তু গর্ভস্থ সন্তান কন্যা জানতে পেরেই স্ত্রীকে খুন করলেন যুবক! আমেরিকাতেও মধ্যযুগীয় বর্বরতা

শিশুর আঙুল চোষা ঠেকাতে কী ব্যবস্থা নেবেন, রইল কয়েকটি দরকারি টিপস

এক রাতে সাত হাজার নিরীহ মানুষ নিধন! পাক সেনাপ্রধান টিক্কা খানকে ডাকা হত বাংলাদেশের কসাই নামে

ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২৫ জয় করল বাংলা ভাষায় অনূদিত প্রথম কন্নড় গ্রন্থ ‘হার্ট ল্যাম্প’

চ্যাটবটের 'জেলব্রেক' আতঙ্ক: মোবাইলেই বাসা বাঁধছে বিপজ্জনক জ্ঞান, এখনই সাবধান হন

শক্তিশালী সৌরঝড়ে নাকাল হবে সিগনালিং ব্যবস্থা! নাসার বিজ্ঞানীদের হুঁশিয়ারি চমকে দেবে

৭৮তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে আন্তর্জাতিক সংকট ও রাজনৈতিক প্রতিবাদের ছাপ, প্যালেস্তাইন প্রসঙ্গে তীব্র সমালোচনা

সোশ্যাল মিডিয়া