
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বলিপাড়ার। সেনা অভিযানের পোস্টারের স্বত্ব সংরক্ষিত করার জন্য ঝাঁপিয়েছিল রিলায়েন্স-সহ একাধিক সংস্থা। সেই কথা প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচনা শুরু হয় নেটমাধ্যমে। নেটিজেনদের বক্তব্য ছিল, একদিকে দেশের প্রতিরক্ষার জন্য সীমান্তে লড়াই করছেন সেনারা, অন্যদিকে সেই আবেগকে কাজে লাগিয়ে ব্যবসায়িক লাভের চেষ্টা করছেন কিছু ব্যক্তি। তুমুল বিতর্কে শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয় রিলায়েন্সকে। বিবৃতি দেন মুকেশ আম্বানি স্বয়ং। এবার সেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ছবি করতে চেয়ে বিতর্কে জড়ালেন প্রযোজক নিক্কি ভগনানি।
তবে ফের বিতর্ক শুরু হতেই পিছিয়ে এসেছেন প্রযোজক। এদিন নিজের ইনস্টাগ্রামে লম্বা বয়ান প্রকাশ করেন তিনি। সেই পোস্টে লেখেন, “সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বপূর্ণ প্রচেষ্টা থেকে অনুপ্রাণিত হয়েছিলাম। আমার উদ্দেশ্য কখনওই কারও অনুভূতিতে আঘাত করা বা উস্কানি দেওয়া ছিল না।
একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমি আমাদের সৈন্য এবং নেতৃত্বের সাহস, ত্যাগ ও শক্তির দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম এবং কেবলমাত্র এই শক্তিশালী কাহিনিকে সকলের সামনে তুলে ধরতে চেয়েছিলাম।
এই প্রকল্পটি আমাদের দেশের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা থেকে তৈরি, খ্যাতি বা অর্থ উপার্জনের জন্য নয়।
তবে, আমি বুঝতে পারছি যে সময় এবং সংবেদনশীলতার কারণে এই ঘোষণা হয়তো কারও কারও অস্বস্তি বা কষ্টের কারণ হয়েছে। তার জন্য আমি গভীরভাবে দুঃখিত।
এটি শুধু একটি চলচ্চিত্র নয়, এটি সমগ্র জাতির একটি আবেগ এবং বিশ্বব্যাপী দেশের একটি সামাজিক প্রতিচ্ছবি।”
এখানেই শেষ নয়, এই অবস্থায় প্রধানমন্ত্রীর প্রশস্তিও শোনা যায় তাঁর কথায়, “আমাদের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি-কে ধন্যবাদ, যাঁরা ‘সবার আগে দেশ’ এই মূলমন্ত্র নিয়ে দিনরাত দেশের জন্য কাজ করে আমাদের গর্বিত করেন।
শহীদদের পরিবারের প্রতি এবং সেইসব সাহসী যোদ্ধাদের প্রতি আমাদের ভালবাসা ও প্রার্থনা সর্বদা থাকবে, যাঁরা সীমান্তে দিনরাত লড়াই করে আমাদের জন্য এক নতুন সকাল নিয়ে আসেন।
জয় হিন্দ! – জয় ভারত!”
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!