
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' এর প্রভাব ক্রিকেটে পড়তে শুরু করেছে। এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। শুক্রবার একটি ইমেল পায় দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেখানে জানানো হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর 'অপারেশন সিঁদুর' অভিযানের প্রতিবাদে অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে। ইমেলে লেখা আছে, 'তোমাদের স্টেডিয়ামে বোম ব্লাস্ট হবে। ভারতে পাকিস্তানের একটি স্লিপার সেল সক্রিয় আছে। এই বিস্ফোরণ তোমাদের অপারেশন সিঁদুরের বদলা।'
অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচ খেলা হয়। ১১ মে এই স্টেডিয়ামেই দিল্লির সঙ্গে গুজরাটের ম্যাচ ছিল। কিন্তু প্লেয়ারদের নিরাপত্তার কথা ভেবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে আইপিএল। প্রসঙ্গত, এর আগে হুমকির ইমেল এসেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তথা সিএবিতে। ইডেন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কলকাতা নাইট রাইডার্স-চেন্নাই সুপার কিংস ম্যাচের দিন দুপুরে সিএবিতে অনামী ইমেল আইডি থেকে একটি মেল আসে। সেখানে ইডেন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। স্নেহাশিস গাঙ্গুলি বলেন, 'একটা ইমেল এসেছে। এই মেল পাওয়ার পর আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। পুলিশের সঙ্গে যোগাযোগ করি। ইডেনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।' এইসবের কারণেই কোনও ঝুঁকি নিতে চায়নি আইপিএল কর্তৃপক্ষ। কোটিপতি লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
উইকেটের পর অটোগ্রাফ দিতে দিতে কড়া শাস্তি, নিষেধাজ্ঞার মুখে পড়লেন দিগ্বেশ
অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
বৃষ্টিতে পিছিয়ে গেল টস, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফের দৌড় থেকে বিদায় নেবে কেকেআর
ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?