
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ম্যাচ চলাকালীন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বড়সড় শাস্তির মুখে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে বরুণের বিরুদ্ধে লেভেল ১ অপরাধের অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনায় কেকেআর স্পিনারের ম্যাচ ফি-র ২৫ শতাংশ কাটা হয়েছে এবং তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
আইপিএলের বিবৃতি অনুযায়ী, বরুণ চক্রবর্তী আইপিএল আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন, যা একজন আউট হওয়া ব্যাটারের উদ্দেশে উস্কানিমূলক ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণের সঙ্গে সম্পর্কিত। যদিও আইপিএলের পক্ষ থেকে নির্দিষ্ট ঘটনার বিস্তারিত জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে, বরুণ চক্রবর্তী যখন ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করেন, তখন কোনও আগ্রাসন না উস্কানিমূলক কিছু দেখা গিয়েছিল। সে কারণেই এই শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁকে।
উল্লেখ্য, বুধবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে কেকেআর। শুরুটা দারুণ হয়, যেখানে রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন এবং অজিঙ্ক রাহানে দলকে ছয় ওভারে ৬৭/১-এ পৌঁছে দেন। তবে মাঝের ওভারে সিএসকে স্পিনারদের দাপটে রান তোলার গতি ধীর হয়ে যায়। শেষদিকে আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসের দৌলতে কেকেআর ১৭৯ রান তোলে।
রান তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতেই পাঁচটি উইকেট হারায় সিএসকে। চেন্নাইয়ের হয়ে অভিষেক করা উর্ভিল প্যাটেল মাত্র ১১ বলে ৩১ রান করে নজর কাড়েন। তবে ব্যাট হাতে ম্যাচের নায়ক হয়ে ওঠেন ডেওয়াল্ড ব্রেভিস। ১১তম ওভারে তিনি কেকেআরের বোলার বৈভব অরোরার ওভারে একাই ৩০ রান তুলে নেন। এই ওভারের আগে কেকেআরের জয়ের সম্ভাবনা ছিল ৭৮ শতাংশেরও বেশি।
কিন্তু এর পরই ম্যাচের গতি ঘুরে যায়। বরুণ চক্রবর্তী ১৩তম ওভারে ব্রেভিসকে আউট করলেও তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। শেষদিকে শিবম দুবে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং শেষ ওভারের প্রথম বলেই মহেন্দ্র সিং ধোনি ছক্কা হাঁকিয়ে দলের জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন। শেষে অংশুল কাম্বোজ বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতান। এই হারের ফলে কেকেআরের পয়েন্ট সংখ্যা দাঁড়াল ১২ ম্যাচে ১১। প্লে-অফে উঠতে হলে এবার সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বাকি দুই ম্যাচ জিততেই হবে এবং পাশাপাশি অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে কেকেআরকে।