
সোমবার ২৬ মে ২০২৫
আসছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের 'একেন বাবু', 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। প্রযোজনায় 'হইচই স্টুডিও'। ১৬ মে, অর্থাৎ গরমের ছুটিতে মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এবারের গল্পেও যে রহস্যের কমতি হবে না, তা বোঝাই যাচ্ছে। বেনারসের বিভিন্ন জায়গায় হয়েছে শুটিং।