
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষার ৫০ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হল। এবছর পাশের হার গতবারের তুলনায় বেশি বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ জানিয়েছে, পাশের হার গত ১০ বছরের মধ্যে এবারই সেরা।
আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই! আশা করি তোমরা ভবিষ্যতে আরো সাফল্য পাবে – দেশ ও দশের মুখ আরো উজ্জ্বল করবে।
— Mamata Banerjee (@MamataOfficial) May 7, 2025
আজ তোমাদের জীবনের এই বিশেষ দিনে আমি তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা,…
সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যাঁরা আশানুরূপ ফল করতে পারেননি, তাঁদের উদ্দেশে বলেছেন, ‘ভেঙে পড়ো না।’ এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালবাসা আর শুভেচ্ছা জানাই! আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে–দেশ ও দশের মুখ আরও উজ্জ্বল করবে।
আজ তোমাদের জীবনের এই বিশেষ দিনে আমি তোমাদের বাবা–মা, শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক–সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাঁরা তোমাদের পাশে ছিলেন বলেই আজ তোমরা এত ভাল ফল করেছো।
আর যারা হয়তো আশানুরূপ ফল করতে পারোনি, তাদের আমি বলবো: মন খারাপ কোরো না একদম। চেষ্টা চালিয়ে যাও। দেখবে পরের বার ঠিক ভাল হবে।
তোমাদের সবাইকে আমার অনেক আশীর্বাদ আর ভালবাসা জানাই। তোমরা সবাই খুব ভাল থেকো।’
সংসদ জানিয়েছে, এবছর ‘রেগুলার ভিত্তিতে’ পরীক্ষা দিয়েছিলেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। ২০২৪–এ পাশের হার ছিল ৯০ শতাংশ, যা বেড়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। মেধাতালিকায় মোট ৭২ জন কৃতী রয়েছেন।
মনিপাল হাসপাতালে চিকিৎসায় নতুন দিগন্ত, রোবটিক স্পাইন সার্জারির জাদুতে নতুন জীবন আবাল বৃদ্ধের
৪৪ হাজারের বেশি শিক্ষক–শিক্ষাকর্মী পদে নিয়োগ, সুযোগ চাকরিহারাদেরও, জানালেন মমতা
শ্বাসনালীর মধ্যে ঢুকে গিয়েছিল মরচে ধরা ধাতব পিন, মরণাপন্ন বালকের প্রাণ বাঁচাল কলকাতা মেডিক্যাল কলেজ
বেলেঘাটায় রক্তারক্তি কাণ্ড, বহুতল থেকে পড়ে রহস্যমৃত্যু বৃদ্ধের
মেট্রো স্টেশনে হলুদ লাইন পেরোলেই বড় শাস্তি, নতুন নিয়ম না জানলে বিপদ আপনার
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক, আসল কারণ কি?
চরবৃত্তির ইতিহাসে নতুন অধ্যায়! লাস্য-যোগে অপরাধ, অর্থলোভ না কি মনস্তত্ত্ব?
‘এখানেই শেষ নয়, আবারও পাহাড় জয় করতে বেরোব’, কলকাতায় ফিরে জানালেন কনস্টেবল লক্ষ্মীকান্ত