সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | 'অপরেশন সিঁদুর' এর জেরে একাধিক বিমানবন্দর বন্ধ, সমস্যায় আইপিএলের দলগুলো

Sampurna Chakraborty | ০৭ মে ২০২৫ ১৯ : ১৪Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'-এর ধাক্কা এবার আইপিএলেও। পাকিস্তানের বর্ডার সংলগ্ন একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হল। এই তালিকায় রয়েছে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডিগড় এবং রাজকোট। ১০ মে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে এই বিমানবন্দরগুলো। অপরেশন সিঁদুরের অঙ্গ হিসেবে বুধবার ভোররাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালায় ভারত। বর্তমান পরিস্থিতির ভিত্তিতে একাধিক বিমানসংস্থা তাঁদের বিমান পরিষেবা বন্ধ রেখেছে। যার ফলে ট্রাভেল করতে সমস্যায় পড়তে হবে আইপিএলের কয়েকটি দলকে। বিশেষ করে যারা ধর্মশালায় রয়েছে। ৮ মের ম্যাচের জন্য ধর্মশালায় আছে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। সপ্তাহের শেষে যাওয়ার কথা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। 

এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনও নির্দেশিকা মেলেনি। অর্থাৎ, সূচি অনুযায়ী হবে দিল্লি এবং পাঞ্জাবের ম্যাচ। ধর্মশালা সহ অমৃতসর এবং চণ্ডিগড় বিমানবন্দর বন্ধ থাকায়, ফ্র্যাঞ্চাইজি‌‌দের এবং বিসিসিআইকে বিকল্প ব্যবস্থা করতে হবে। বোর্ডের এক কর্তা বলেন, 'আমাদের অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই। কোনও বিকল্প নেই, কারণ চণ্ডিগড় বিমানবন্দরও বন্ধ। তাই দেখতে হবে কী করা যায়। দুটো দল ইতিমধ্যেই ওখানে আছে। ১১ মের ম্যাচ খেলতে সপ্তাহের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের পৌঁছনোর কথা। বিকল্প ব্যবস্থা দিল্লি বিমানবন্দর। তবে সেক্ষেত্রে সড়কপথে লম্বা যাত্রা করতে হবে। আমরা সরকারের নির্দেশিকার অপেক্ষায়। তারপর যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেব।' ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে মুম্বইয়ের ট্রাভেল প্ল্যানে পরিবর্তন হতে পারে। যদিও এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে পরিস্থিতি এমন থাকলে ফ্লাইট বাতিল করা ছাড়া কোনও উপায় থাকবে না মুম্বইয়ের। এই সপ্তাহে ধর্মশালায় দুটো ম্যাচ হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিকল্প ব্যবস্থা রাখতে হবে বিসিসিআইকে। 


Operation SindurAirports closedIPL 2025

নানান খবর

সোশ্যাল মিডিয়া