সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | হারের পর আরও বড় ধাক্কা, ফের শাস্তির কবলে হার্দিক

Sampurna Chakraborty | ০৭ মে ২০২৫ ১৮ : ২৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: শাস্তির কবলে হার্দিক পাণ্ডিয়া‌। স্লো ওভার রেটের জন্য বিশাল জরিমানার মুখে পড়তে হল মুম্বই ইন্ডিয়ান্সকে। অন্যদিকে আচরণের জন্য শাস্তি পেলেন গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরা। পাশাপাশি ডিমেরিট পয়েন্টও পান। একটি বিবৃতিতে বলা হয়েছে, 'আইপিএলের কোড অফ কন্ডাক্ট'এ স্লো ওভার রেটের জন্য যেহেতু এটা ওর দলের দ্বিতীয় ভুল, পাণ্ডিয়াকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।' ইম্প্যাক্ট প্লেয়ার, কনকাশন সাবস্টিটিউট সহ মুম্বইয়ের বাকি প্লেয়ারদের হয় ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। 

নেহরার ক্ষেত্রে আইপিএলের বিবৃতিতে কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একাধিকবার বিরক্ত হতে দেখা যায় গুজরাট টাইটান্সের কোচকে। আইপিএলের বিবৃতিতে বলা হয়েছে, 'আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভাঙার জন্য গুজরাট টাইটান্সের হেড কোচ আশিস‌ নেহরাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটা ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ২.২০ ধারায় লেভেল ওয়ান অফেন্সের দায় স্বীকার করে নিয়েছেন নেহরা। ম্যাচ রেফারির শাস্তিও মেনে নিয়েছেন।' এইসব ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। প্রসঙ্গত, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৩ উইকেটে জেতে গুজরাট। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে মুম্বই। জবাবে ১৯তম ওভারের শেষ বলে জয়সূচক রানে পৌঁছে যায় শুভমন গিলের দল। 


Hardik PandyaMumbai IndiansAshish NehraIPL 2025

নানান খবর

সোশ্যাল মিডিয়া