শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | কোনওটি জইশের, কোনওটি লস্করের শক্ত ঘাঁটি, কেন বেছে বেছে ঠিক ন'টি জায়গায় হামলা করল ভারত

AD | ০৭ মে ২০২৫ ১৬ : ১৫Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: বুধবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি স্থানে আঘাত হেনেছে ভারত। লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল ওই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে কয়েকটি।

২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রত্যাঘাতে এই অভিযান চালানো হয়। পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তইবা (এলইটি)-কে এই হামলার জন্য দায়ী করা হয়েছে। ভারতের এই হামলার উদ্দেশ্য ছিল এলইটি, জইশ-ই-মহম্মদ (জেইএম), হিজবুল মুজাহিদিন এবং অন্যান্য সহযোগী জঙ্গি গোষ্ঠীগুলির ব্যবহৃত মূল লজিস্টিক, অপারেশনাল এবং প্রশিক্ষণ কাঠামো ধ্বংস করা। 

অভিযানের জন্য নির্বাচিত ন'টি স্থানের প্রতিটিই ভারতে পরিচালিত বড় জঙ্গি ষড়যন্ত্র এবং অনুপ্রবেশের প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত। ভারত-পাকিস্তান সীমান্ত জুড়ে জঙ্গি কার্যকলাপের জন্য ভারত এই স্থানগুলি চিহ্নিত করেছে।

বাহাওয়ালপুর: জইশ-ই-মহম্মদের সদর দপ্তর

পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরের মারকাজ শুভান আল্লাহ মসজিদ ছিল অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। শহরটি মাসুদ আজহারের নেতৃত্বাধীন জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদর দপ্তর হিসেবে পরিচিত। জইশ ২০০১ সালের সংসদ হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা আত্মঘাতী বোমা হামলা সহ ভারতে বেশ কয়েকটি হাই-প্রোফাইল হামলার দায় স্বীকার করেছে বা এর সঙ্গে যুক্ত রয়েছে।

মুরিদকে: লস্কর-ই-তইবার ঘাঁটি এবং প্রশিক্ষণ ক্ষেত্র

লাহোর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে মুরিদকের মারকাজ তইবা লস্কর-ই-তইবার বহুদিনের ঘাঁটি এবং এর শাখা জামাত-উদ-দাওয়ার দীর্ঘদিনের কেন্দ্র। ২০০ একরেরও বেশি জমি জুড়ে বিস্তৃত এলাকায় জঙ্গি প্রশিক্ষণ, শিক্ষাকেন্দ্র এবং লজিস্টিক সহায়তার পরিকাঠামো রয়েছে। ২০০৮ সালে মুম্বই হামলার পিছনে হাত রয়েছে লস্করেরই। এমনকি ২৬/১১-এর মুম্বই হামলার চক্রীদেরও প্রশিক্ষণ দিয়েছিল লস্কর।

কোটলি: বোমারু প্রশিক্ষণ এবং জঙ্গি ঘাঁটি

পাক-অধিকৃত কাশ্মীরের কোটলিকে ভারত বারবার আত্মঘাতী বোমারু এবং জঙ্গিদের একটি প্রধান প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে। সূত্রের মতে, কোটলিতে যে কোনও সময় একসঙ্গে ৫০ জনেরও বেশি প্রশিক্ষণার্থী থাকার ক্ষমতা রয়েছে।

গুলপুর: রাজৌরি এবং পুঞ্চে হামলার জন্য লঞ্চপ্যাড

জম্মু ও কাশ্মীরের রাজৌরি এবং পুঞ্চে অভিযানের জন্য গুলপুরকে বারবার লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়। সূত্রের খবর, এই স্থানটি জঙ্গিদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হত। যারা ওই অঞ্চলে ভারতীয় নিরাপত্তা কনভয় এবং অসামরিক নাগরিকদের উপর আক্রমণ চালাত।

সাওয়াই: লস্করের ঘাঁটি, কাশ্মীর হামলার সঙ্গে যোগসূত্র

পাক অধিকৃত কাশ্মীরে মুজফ্ফরাবাদের সাওয়াই নাল্লা ঘাঁটিতে লস্করের নিয়োগ প্রক্রিয়া, সংগঠনে নাম লেখানো এবং প্রশিক্ষণের কাজ হয়। উত্তর কাশ্মীরে বিশেষ করে সোনমার্গ, গুলমার্গ এবং পহেলগাঁওয়ে হামলার সঙ্গে এই ঘাঁটির যোগসূত্র রয়েছে।

সরজাল এবং বার্নালা: অনুপ্রবেশের পথ

সরজালা জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশের জন্য একটি প্রধান জেইএম লঞ্চ সাইট। আন্তর্জাতিক সীমান্ত এবং ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-র খুব কাছে বার্নালার ঘাঁটিটি অবস্থিত হওয়ায় এখান থেকেই মূলত অনুপ্রবেশের কাজগুলি হয়।

মেহমুনা: হিজবুল মুজাহিদিনের উপস্থিতি

হিজবুল মুজাহিদিন (এইচএম) দ্বারা পরিচালিত, এই ঘাঁটিট শিয়ালকোটের হেড মারালায় কোটলি ভুট্টা সরকারি হাসপাতালের কাছে অবস্থিত। পাকিস্তানের আইএসআই-এর সহায়তায় এই ঘাঁটিটি আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সরকারি প্রাঙ্গণে গোপনে প্রতিষ্ঠিত হয়েছিল।

বুধবার রাত ১টা ৪৪ মিনিটে ভারত দূরপাল্লার স্ট্যান্ডঅফ অস্ত্র ব্যবহার করে নির্ভুল হামলা শুরু করে। এই হামলাগুলি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর যৌথ সমন্বয়ে করা হয়েছিল। যা ১৯৭১ সালের যুদ্ধের পর প্রথমবার। ভারতের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটি লক্ষ্য করে কোনও আঘাত হানা হয়নি।


Operation SindoorIndiaPakistan

নানান খবর

নানান খবর

ভারতের 'জল বোমা'য় পাকিস্তান জুড়ে হাহাকার, নিষ্ক্রিয় করতে শরিফ সরকারের কাছে কাতর আবেদন পাক সেনেটরের

একই সময়ে দুই কয়েদির সঙ্গে সঙ্গম, এ ছাড়াও মাদক পাচার, অভিযুক্ত মহিলা জেল আধিকারিক

'ভারতে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলেই ২৫ শতাংশ শুল্ক আরোপ', অ্যাপল-কে মহা হুঁশিয়ারি ট্রাম্পের!

চাইলেই মিলবে অস্থায়ী স্ত্রী! বিয়ের আয়ু মাত্র ১৫ দিন, কোন দেশে আছে এমন 'আনন্দ বিবাহ' আয়োজন?

৫ হাজার বছর ধরে যত্ন করে রাখা ছিল, সামনে আসতেই কেলেঙ্কারি কান্ড, তারপর...

বেতন বছরে ৩০ কোটির বেশি, দুনিয়ায় সবচেয়ে সুখের চাকরি, তবুও কেউ করতে রাজি নয়! কেন?

লিঙ্কডইনে নতুন এআই ফিচার, চাকরির খোঁজ এবার আরও সহজে!

পোষ্য আরশোলাকে তুড়ি মেরে কেন তাড়িয়েছেন? মহিলার সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিলেন পর্যটক, দেখুন ভিডিও

চেয়েছিলেন পুত্রসন্তান, কিন্তু গর্ভস্থ সন্তান কন্যা জানতে পেরেই স্ত্রীকে খুন করলেন যুবক! আমেরিকাতেও মধ্যযুগীয় বর্বরতা

শিশুর আঙুল চোষা ঠেকাতে কী ব্যবস্থা নেবেন, রইল কয়েকটি দরকারি টিপস

এক রাতে সাত হাজার নিরীহ মানুষ নিধন! পাক সেনাপ্রধান টিক্কা খানকে ডাকা হত বাংলাদেশের কসাই নামে

ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২৫ জয় করল বাংলা ভাষায় অনূদিত প্রথম কন্নড় গ্রন্থ ‘হার্ট ল্যাম্প’

চ্যাটবটের 'জেলব্রেক' আতঙ্ক: মোবাইলেই বাসা বাঁধছে বিপজ্জনক জ্ঞান, এখনই সাবধান হন

শক্তিশালী সৌরঝড়ে নাকাল হবে সিগনালিং ব্যবস্থা! নাসার বিজ্ঞানীদের হুঁশিয়ারি চমকে দেবে

৭৮তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে আন্তর্জাতিক সংকট ও রাজনৈতিক প্রতিবাদের ছাপ, প্যালেস্তাইন প্রসঙ্গে তীব্র সমালোচনা

সোশ্যাল মিডিয়া