
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জোড়া ম্যাচ জিতে আবার প্লে অফের লড়াইয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে। প্রথম চারে শেষ করার সম্ভাবনা বেড়েছে। তবে বাকি তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জিততে হবে নাইটদের। তারমধ্যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচ। বাকি দুটো অ্যাওয়ে। তবে কেকেআরের জন্য অ্যাডভান্টেজ, লিগ টেবিলের তলানিতে থাকা দুই দলের বিরুদ্ধে ম্যাচ। চেন্নাই ছাড়াও খেলা বাকি সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে, তার আগের দুটো ম্যাচ জিততেই হবে।
জোড়া জয়ে দলে আত্মবিশ্বাস ফিরে এসেছে। প্লে অফে যাওয়ার বিষয়ে আশাবাদী কেকেআরের কোচ। চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, 'আমাদের আশাবাদী হতেই হবে। আগের দুটো ম্যাচ জেতায় আমরা হারিয়ে যাওয়া ছন্দ ফিরে পেয়েছি। আমাদের সেই মোমেন্টাম ধরে রাখতে হবে। আমরা আবার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি। আমাদের দল একটা পরিবার। দু'মাসে অনেক চড়াই-উতরাই থাকবে। তবে মনে হচ্ছে দুটো জয় আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।' আগের ম্যাচে আন্দ্রে রাসেলকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল। তার ফল মিলেছে। ম্যাচ জেতানো ইনিংস খেলেন ক্যারিবিয়ান তারকা। এবারও কি রাসেলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন হতে পারে? নাইটদের কোচ জানান, ম্যাচের পরিস্থিতির ওপর সেটা নির্ভর করবে। চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, 'ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে রাসেলকে কত নম্বরে নামানো হবে। শেষ পাঁচ-সাত ওভারের জন্য ও আদর্শ। তার আগে রিঙ্কু, ভেঙ্কটেশরা আছে। রাসেল যেকোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারে।' মঙ্গলবার বিকেলে ইডেনে প্রাক ম্যাচ চূড়ান্ত প্রস্তুতি সাড়ে নাইটরা। বুধবারের ম্যাচ একটু আলাদা। ঘরের মাঠে খেলা হলেও খুব বেশি হোম অ্যাডভান্টেজ নাও পেতে পারে কেকেআর। কারণ প্রতিপক্ষ ধোনি। আগের বছর ক্রিকেটের নন্দনকাননে হলুদ ঢেউ সামলাতে হয়েছিল নাইটদের। এবারও কি তার পুনরাবৃত্তি ঘটবে?
বেঙ্গালুরুর জয়ে ধোনিকে ছাপিয়ে গেলেন জীতেশ, করলেন বিশেষ রেকর্ড
আইপিএল অতীত, ইংল্যান্ড সফরের আগে কী পরিকল্পনা পন্থের?
কামব্যাক শতরানেও স্বস্তি নেই, বড় শাস্তির কোপে পন্থ
রুদ্ধশ্বাস জয়ের পর বিরুষ্কার বিশেষ মোমেন্ট, মুহূর্তের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
কার কথায় অনুপ্রাণিত হয়ে ম্যাচ জেতানো ইনিংস? খোলসা করলেন বেঙ্গালুরুর অস্থায়ী অধিনায়ক
রেকর্ডের হ্যাটট্রিক কোহলির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনুষ্কার ভিডিও
অবশেষে ফিরলেন রানে, ঐতিহাসিক শতরানের পর মাঠেই ডিগবাজি পন্থের
টসে একী কাণ্ড! পন্থদের বিরুদ্ধে মারাত্মক ভুল করে বসলেন কোহলিদের অস্থায়ী নেতা
পাঞ্জাবের কাছে হারের পর হার্দিককে তুলোধোনা, কেন এতো চটলেন বীরু?
চেন্নাইয়ের সবচেয়ে জঘন্য আইপিএল, এখনও মন কাঁদে অশ্বিনের
ইংল্যান্ড সিরিজ নয়, রাহুলের মাথায় টি-২০ বিশ্বকাপের ভাবনা
'কোথায় এমন লেখা আছে?,' কেকেআর অধিনায়ককে তুলোধোনা বীরুর
আইপিএলের এলিট তালিকায় কোহলিকে ছুঁয়ে ফেলার হাতছানি, দ্বিতীয় প্লেয়ার হিসেবে এই নজির গড়বেন রোহিত
'ও কি আদৌ ফিট?' ধোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনাকে ঘিরে তুলকালাম