রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | বিচারপতিদের সম্পত্তি প্রকাশ্যে আনল সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং অন্যান্যদের কত টাকা রয়েছে?

AD | ০৬ মে ২০২৫ ২০ : ০১Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: বিচারব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে গত ১ এপ্রিল একটি প্রস্তাব গৃহীত হয় সুপ্রিম কোর্টে। সেই প্রস্তাব অনুযায়ী বিচারপতিদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির তালিকা প্রকাশ্য আনল শীর্ষ আদালত। এর পাশাপাশি হাই কোর্টে এবং সুপ্রিম কোর্টে নিয়োগের বিস্তারিত প্রক্রিয়াও জনসমক্ষে আনা হয়েছে।

শীর্ষ আদালতে ৩৩ জন বিচারপতির মধ্যে প্রধান বিচারপত সঞ্জীব খান্না-সহ ২১ জন বিচারপতি নিজেদের সম্পত্তির খোলসা করেছেন। কার কত সম্পত্তি আছে দেখে নিন-

প্রধান বিচারপত সঞ্জীব খান্না: প্রধান বিচারপতি বিচারব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে নিজের সম্পত্তির পরিমাণ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ্যে এনেছেন। তাঁর স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে, দক্ষিণ দিল্লিতে একটি তিন কামরার ফ্ল্যাট। সেটি তিনি তাঁর ভাইয়ের সঙ্গে যৌথভাবে কিনেছিলেন। ২০১৩ সালে তাঁর ভাই নিজের ভাগের অংশটি ছেড়ে দেন। এছাড়াও প্রধান বিচারপতির দিল্লিপ কমনওয়েলথ গেমস ভিলেজে দু'টি পার্কিংয়ের জায়গা সহ চার কামরার একটি ফ্ল্যাট রয়েছে। যেটির আয়তন ২৪৪৬ বর্গফুট। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বাড়ি বিক্রি করে সেই অর্থ দিয়ে ২০১৯ সালে ফ্ল্যাটটি কেনেন।

গুরুগ্রামে সেক্টর ৪৯-এর সিসপাল বিহারের একটি ২০১৬ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ৫৬ শতাংশ অংশীদারি রয়েছে প্রধান বিচারপতি খান্নার। বাকি ৪৪ শতাংশ তাঁর কন্যার। বিচারপতি খান্নার দেব রাজ খান্না হিন্দু অবিভক্ত পরিবারে (HUF) একটি অংশ রয়েছে। যারা আংশিকভাবে একটি বাড়ি এবং হিমাচল প্রদেশের ডালহৌসিতে অবস্থিত জমির একটি অবিভক্ত অংশের মালিক। এই পৈতৃক সম্পত্তিটি মূলত দেশভাগের অনেক আগে তাXর ঠাকুরদা অধিগ্রহণ করেছিলেন এবং নির্মিত হয়েছিল এবং তার বাবার উইলে এটি HUF সম্পত্তি হিসাবে উল্লেখ করা হয়েছে।

৩১শে মার্চ, ২০২৫-এর তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতির আর্থিক বিনিয়োগের মধ্যে রয়েছে প্রায় ৫৫.৭৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টে। তাঁর একটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) অ্যাকাউন্ট রয়েছে, যা ১৯৮৯ সালে খোলা হয়েছিল। সেখানে রয়েছে প্রায় ১.০৬ কোটি টাকা এবং একটি জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) যার মূল্য প্রায় ১.৭৭ কোটি টাকা। তিনি জীবন বিমা কর্পোরেশন (এলআইসি) এর একটি মানি-ব্যাক পলিসিও চালান। যার বার্ষিক প্রিমিয়াম ২৯,৬২৫ টাকা এবং ১৪,০০০ টাকা মূল্যের শেয়ার রয়েছে। বিচারপতি খান্না ১৯৭৮-৭৯ অর্থবর্ষ থেকে একজন আয়করদাতা।

তাঁর স্ত্রীর ফিক্সড ডিপোজিট এবং ব্যাংক অ্যাকাউন্টে রাখা টাকর পরিমাণ ২৩.৮৭ লক্ষ। তাঁর পিপিএফ অ্যাকাউন্টের জমা অর্থের পরিমাণ প্রায় ৬৪.৫১ লক্ষ টাকা।

বিচারপতি বিআর গাভাই: বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই তাঁর স্থাবর সম্পত্তির বিবরণে জানিয়েছেন, মহারাষ্ট্রের অমরাবতীতে তাঁর প্রয়াত পিতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া একটি আবাসিক বাড়ি রয়েছে। সেই সঙ্গে মুম্বইয়ের বান্দ্রা এবং নয়াদিল্লির ডিফেন্স কলোনিতে একটি অ্যাপার্টমেন্টও রয়েছে।

বিচারপতি গাভাই মহারাষ্ট্রের নাগপুরের কাতোলের অমরাবতী এবং কেদাপুরে কৃষিজমি রয়েছে। অমরাবতীতে আরও কৃষিজমি রয়েছে তাঁর নামে যা কি না উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। এছাড়াও, মুম্বইয়ের ন্যায় সাগর কো-অপ সোসাইটিতে ১০০০ টাকা মূল্যের শেয়ার রয়েছে। অন্যান্য বিনিয়োগের পরিমাণ মোট ₹৩১,৩১৫। পিপিএফ ব্যালেন্স ৬,৫৯,৬৯২ টাকা এবং তার জিপিএফ-এর মূল্য ৩৫,৮৬,৭৩৬ টাকা।

তাঁর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৫,২৫,৮৫৯ টাকা মূল্যের সোনার অলঙ্কার এবং গয়না, সেই সঙ্গে নগদ পরিমাণ ৬১,৩২০ টাকা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১৯,৬৩,৫৮৪ টাকা এবং অন্যান্য খাতে ৫৪,৮৬,৮৪১ টাকা।

তাঁর স্ত্রীর কাছে ৭৫০ গ্রাম ওজনের সোনার গয়না রয়েছে। যার মূল্য ২৯,৭০,০০০ টাকা। যা তাঁদের বিয়ের পর থেকে স্ত্রীধন হিসেবে রাখা হয়েছে।

বিচারপতি গাভাই তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটের জন্য জামানত হিসেবে সাত লক্ষ টাকা এবং দিল্লির ফ্ল্যাটের জন্য অগ্রিম ভাড়া দিয়ে রেখেছেন ১৭,৩২,৫০০ টাকা। ভূষণ গাভাই হিন্দু অবিভক্ত পরিবারের (HUF) সম্পত্তির পরিমাণ ১,০৭,৫০,৮৩৭ টাকা।

বিচারপতি সূর্যকান্ত: সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি সূর্যকান্তের স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে চণ্ডীগড়ের সেক্টর ১০-এ একটি বাড়ি। যেটি তিনি, তাঁর স্ত্রী এবং হিন্দু অবিভক্ত পরিবারের (HUF) যৌথ মালিকানাধীন। পঞ্চকুলা জেলার গোলপুরা গ্রামে তাঁর প্রায় সাড়ে ১৩ একর কৃষি জমি রয়েছে। গুরুগ্রামের সুশান্ত লোক-১-এ তাঁর ৩০০ বর্গ গজের একটি প্লট রয়েছে। দু'টিই যৌথ মালিকানাধীন।

আবাসিক সম্পত্তির মধ্যে রয়েছে, নয়াদিল্লির গ্রেটার কৈলাস-১-এ স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানাধীন ২৮৫ বর্গ গজের একটি বাড়ির নিচতলা এবং বেসমেন্ট। চণ্ডীগড়ের সেক্টর ১৮-সি-তে স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানাধীন ১৯২ বর্গ গজের একটি বাড়ি। বিচারপতি সূর্যকান্তের গুরুগ্রামের ডিএলএফ-২-তে একটি ২৫০ বর্গ গজের বাড়িও রয়েছে। সেটির মালিক তিনি নিজেই। এছাড়া, হিসার জেলার পেটোয়ার গ্রামে প্রায় ১২ একর কৃষিজমি এবং একটি বাড়ির এক-তৃতীয়াংশ তাঁর নামে রয়েছে। সেটি পৈতৃক সম্পত্তি। হিসারের আরবান এস্টেট-২-তে ২৫০ বর্গ গজের একটি বাড়িতে এক-তৃতীয়াংশ অংশীদারি রয়েছে তাঁর। যা উত্তরাধিকারসূত্রে পাওয়া।

বিচারপতি সূর্য কান্তের ১৬টি স্থায়ী আমানত খাতে টাকা জমানো রয়েছে। যার মোট মূল্য ১.০৫ কোটি টাকা। তাঁর জিপিএফ ব্যালেন্স ১.১৫ কোটি এবং পিপিএফ ব্যালেন্স ১২.৫ লক্ষ টাকা। জীবন বিমায় মোট ৫০ লক্ষ টাকার বিমা করা রয়েছে। মিউচুয়াল ফান্ড এবং শেয়ারে তাঁর বিনিয়োগ পরিমাণ ১৫ লক্ষ টাকা। 

তাঁর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১০ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না। ৮ লক্ষ টাকা মূল্যের একটি ব্যক্তিগত গাড়ি এবং ২০ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স। গৃহস্থালীর জিনিসপত্র এবং বৈদ্যুতিন যন্ত্রের মূল্য ৫ লক্ষ টাকা। এছাড়াও, তাঁর স্ত্রীর কাছে ৫০০ গ্রাম ওজনের সোনার গয়না রয়েছে। যার মূল্য ২৫ লক্ষ টাকা। যা তাদের বিয়ের সময় স্ত্রীধন হিসেবে উপহার দেওয়া হয়েছিল।

বিচারপতি গুরুগ্রামের ডিএলএফ ২-তে তাঁর সম্পত্তির জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ৩০ লক্ষ টাকা এবং এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকা গাড়ি ঋণ রয়েছে।

বিচারপতি অভয় এস ওকা: তাঁর স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে মহারাষ্ট্রের থানেতে ক্যাসেল মিল এলাকায় ১,৩২০ বর্গফুটের একটি আবাসিক ফ্ল্যাট। যেটির মালিক তিনি এবং তাঁর স্ত্রী। সম্পত্তিটি ১৯৯৯ সালের ২৯ এপ্রিল অধিগ্রহণ করা হয়। মহারাষ্ট্রের থানের পঞ্চ পাখাদির রাম মারুতি রোডে একটি বহুতলের তিন তলায় ৪৬০ বর্গফুটের একটি জায়গাও তাঁর রয়েছে। যেটি ১৭ নভেম্বর ২০২০ সালে অধিগ্রহণ করা হয়।

এছাড়াও, মহারাষ্ট্রের থানের আম্বরনাথ তালুকা, কুলগাঁও গ্রামে একটি কৃষিজমির এক ষষ্ঠাংশ অংশীদারি রয়েছে তাঁর। বিচারপতি ওকার সম্পদের মধ্যে রয়েছে ৯২,৩৫,৬৪৫ টাকার পিপিএফ, ২১,৭৬,০০০ টাকার ফিক্সড ডিপোজিট এবং ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয় ৯,১০,০০০ টাকা। তাঁর কাছে ৮,২০,০০০ টাকার মিউচুয়াল ফান্ড এবং ৪,৭৫,০০০ টাকার কোম্পানির শেয়ার রয়েছে। সমবায় ব্যাংকে শেয়ার রয়েছে ১,০২,৪০০ টাকার। এছাড়াও, তার ১,০০,০০০ টাকার একটি জীবন বিমা পলিসি রয়েছে।

বিচারপতি ওকার স্ত্রীর আর্থিক বিনিয়োগের মধ্যে রয়েছে ৮,৭৩,০০০ টাকার পিপিএফ, ১৬,৮৫,০০০ টাকার ফিক্সড ডিপোজিট এবং ২,২৫,৭০০ টাকার ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয়। তাঁর কাছে ২৪,০০০ টাকার মিউচুয়াল ফান্ড এবং ৮০০ টাকার সমবায় ব্যাংকের শেয়ার রয়েছে এবং ১,৫০,০০০ টাকার জীবন বিমা পলিসি রয়েছে।

অস্থাবর সম্পদের ক্ষেত্রে, বিচারপতি ওকার ২০০ গ্রাম সোনার গয়না এবং একটি মারুতি ব্যালেনো (মডেল ২০২২) রয়েছে এবং তার স্ত্রীর কাছে ৩৫০ গ্রাম সোনার গয়না আছে। বিচারপতি ওকার গাড়ি ঋণ রয়েছে ৫,১০,৬৬১ টাকার।


Supreme Court of IndiaCJI Sanjiv KhannaChief Justice of India

নানান খবর

নানান খবর

'কলা দেব, আয়', লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, হাড়হিম কাণ্ড এই রাজ্যে

বাবার ক্যানসার, রিপোর্ট পেয়েই মুষড়ে পড়ল গোটা পরিবার, সেই রাতেই একসঙ্গে চরম পদক্ষেপ

বুদ্ধি ‘চুরি’ করতে মানুষের ঘিলু খেয়ে নিতেন, উত্তরপ্রদেশের মগজখেকোর দ্বিতীয় যাবজ্জীবন

বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার! পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী

গাছের নীচে নিশ্চিন্তে ঘুম, হঠাৎ হুড়মুড়িয়ে পড়ল পাঁক-কাদার স্তূপ, পুরকর্মীর ভুলে মর্মান্তিক পরিণতি যুবকের

'ভারতের আত্মরক্ষার অধিকার আছে', 'অপারেশন সিঁদুর' নিয়ে দিল্লিকে সমর্থন জার্মানির, ইসলামাবাদ শুধুই দর্শক!

মিষ্টিতেও মুছল 'পাক' শব্দ, জয়পুরের আইকন 'মাইসোর-পাক' এখন অতীত, বদলে কী হল সেই মিষ্টির নাম?

পাক অর্থমনীতির দফারফা করতে আদাজল খেয়ে ঝাঁপালো নয়াদিল্লি! নজিরবিহীন কোন পদক্ষেপের পথে ভারত?

মন্দির চত্বরেই নমাজ পড়ছেন যুবক! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক

লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরছে গণধর্ষণে অভিযুক্ত, মানবতার হাহাকার কর্ণাটকে

সাপের কামড়ে ৪৭ জনের মৃত্যু ২৮০ বার! কোটি কোটি টাকা আত্মসাৎ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি

এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন

হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্‌ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট? 

কে যে পশু, বোঝা মুশকিল! অসমে র‍য়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা

‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের! 

সোশ্যাল মিডিয়া