রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল

RD | ০৫ মে ২০২৫ ০০ : ৩৬Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: স্বপ্ন প্রেমিক প্রেমিকা বিয়ে করে সংসারী হবেন। কিন্তু, মারণরোগ ক্যানসারই সব ছারখার করে দিল। প্রেমিকার শরীরে ক্যানসার ঘাপটি মেরে বসেছিল ক্যানসার। যা জানা গিয়েছিল অনেকটাই পরে। ততদিনে অনেগুলো দিন কেটে গিয়েছে। চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি যুবতীকে। স্বপ্ন ভেঙে চুরমার। কিন্তু, শেষযাত্রার আগে নিজের ভালোবাসার স্থবির মানুষটিকেই বধূবেশে সাজিয়ে তুলে মালাবদল, সিদুঁর দান করেন শোকাহত যুবক। এমনকি নিজের বাড়িতেও নিয়ে যান! এ যেন এক অমর প্রেমকাহিনী। 

ঘটনাটি হাওড়ার সাঁকরাইলের মানিকপুর গ্রাম পঞ্চায়েতের চার বাম্পার এলাকার। 

যুবতী মৌলি মণ্ডলের (২৪) সঙ্গে প্রায় ৮ বছরের প্রেমের সম্পর্ক ছিল সাঁকরাইলের হাওয়াপোতা এলাকার বাসিন্দা যুবক সাগর বারিকের। দুই পরিবারের পক্ষ থেকেই চলছিলবিয়ের তোড়জোড়। এর মধ্যেই ২০২৩ সালে মৌলির স্তন ক্যানসার ধরা পড়ে। কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। একাধিক কেমো দেওয়ার পর ২০২৪ সালের অগস্ট মাসে একটি অস্ত্রোপচার করেন চিকিৎসক। তারপর রেডিওথেরাপি প্রয়োগ করার পর ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন মৌলি। 

এরপর দুই পরিবার থেকেই ঠিক হয়, অগ্রহায়ণেই সাগর-মোলির বিয়ে দেওয়া হবে। সেইমতো তোড়জোড়ও শুরু হয়। দিনকয়েক আগে আচমকাই চিকেন পক্সে আক্রান্ত হন মৌলি। তারপর থেকেই তাঁর অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। চিকিৎসাতেও সাড়া দেওয়া বন্ধ হয়ে যায়। শেষে বৃহস্পতিবার গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন মৌলি।

এর মধ্যেই অধরা স্বপ্নকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে প্রেমিকার মৃতদেহেই সিঁদুর পরিয়ে বিয়ে করেন শোকাহত প্রেমিক। খবর পেয়ে রাতেই প্রেমিকার বাড়িতে ছুটে যান সাগর। প্রেমিকাকে বেনারসি শাড়ি পরিয়ে, গোলাপের মালাবদল করে বিয়ে করেন সাগর। সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। তারপর নিয়মমতো শুক্রবার সকালে নিজের বাড়িতে নিয়ে আসেন। 

সাগর ও তাঁর পরিবারের সদস্যরা সেখানে পালন করেন বধূবরণের যাবতীয় আচার পালন করেন। তেল হলুদ, কনে কাচুলি, চাল-আলু দিয়ে বধূবরণের যাবতীয় রীতি মেনে সাগর মৌলিকে ঘরে তোলেন। এরপর মৌলিকে বাড়ির বউয়ের মর্যাদা দেন সাগরের পরিবার। 

এইসব রীতি আচার পালন শেষে মৌলির শেষকৃত্য সম্পন্ন করেন সাগরের পরিবারের সদস্যরা। সাগরের ভাই বিশাল বারিক বৌদি মৌলির মুখাগ্নি করেন।


HowrahExample Of LoveMan Married His Dead LoverMarriage

নানান খবর

নানান খবর

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট

প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের

ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ

আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!

বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান

সোশ্যাল মিডিয়া