
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিএসএফ গুলি না চালালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পরের দিনের অশান্তির ঘটনা ঘটত না। ঝটিকা শহরে সোমবার মুর্শিদাবাদ জেলায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সোমবার দুপুরে একটা নাগাদ কলকাতা থেকে হেলিকপ্টারে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে সার্কিট হাউসে চলে যান। অল্প সময় সেখানে থেকে তিনি সোজা চলে আসেন বহরমপুরে প্রশাসনিক ভবনে। সেখানে মুর্শিদাবাদ জেলা রেগুলেটেড মার্কেট কমিটির কনফারেন্স হলে জেলার সাংসদ-বিধায়ক এবং অন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, সুতির সাজুর মোড়ে বিএসএফ গুলি না চালালে, পরের দিনের সামশেরগঞ্জ এবং ধুলিয়ানের হিংসা ঘটনা ঘটতো না।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগামিকাল তিনি সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের সঙ্গে কথা বলতে যাবেন। সুতি বিডিও অফিসে যাঁরা তাঁর সঙ্গে দেখা করতে আসবেন, তাঁদের সকলের অভিযোগ তিনি শুনবেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ বলেন, 'সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে, তাদের আমরা ক্রিমিনাল বলি। কয়েকজন বহিরাগত, ধর্মের নামে বিধর্মী কথা বলে ধর্মীয় নেতা সাজছেন। যারা জেলা এবং বাংলার শত্রু, যারা দাঙ্গা লাগায় তাদের আমি মিত্র বলি না। দু-তিনটে লোক এই গন্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বড় ধর্মের নেতা।'
পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ আরও বলেন, 'জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। কিন্তু বিজেপি দু'জনকে সরিয়ে নিয়ে গিয়েছে বলে আমি জানতে পেরেছি।' মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, জোর করে এই নিয়ে যাওয়া কি অপহরণ নয়?
তিনি বলেন, 'সামশেরগঞ্জ এবং সুতির প্রকৃত ঘটনার সত্য উদঘাটনের জন্য তথ্য সংগ্রহের কাজ চলছে। আমি নিজে হিন্দু। আমি কেন হিন্দু-মুসলিম বা অন্য ধর্মের মধ্যে বিভেদ করব? চক্রান্ত করে কিছু লোক এসব করছে। আমি কারও বিরুদ্ধে নই, আমি চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে।'
বহরমপুরে এসে মুখ্যমন্ত্রী আজ জগন্নাথ ধাম নিয়েও নিজের বক্তব্য রেখেছেন। তিনি বলেন, 'আমি যখন দুর্গাপুজো, কালীপুজো বা দক্ষিণেশ্বর-কালীঘাটের স্কাইওয়াক করি তখন কথা ওঠে না। কিন্তু জগন্নাথ ধাম নিয়ে খুব লাগছে।'
দিঘার জগন্নাথ দেবের মূর্তি নির্মাণে নিম কাঠ চুরির অভিযোগ নিয়ে তিনি জানান, 'পুরীর দ্বৈতাপতি অন্য জায়গা থেকে ওই কাঠ নিয়ে এসেছেন। যেখানকার কথা বলা হচ্ছে সেখান থেকে কাঠ আনা হয়নি। আর আমার বাড়িতেই চারটে নিমগাছ রয়েছে, জগন্নাথ দেবের মূর্তি রয়েছে।' মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, 'জগন্নাথ ধাম নিয়ে এত হিংসার কী রয়েছে? আমরাও একটা জগন্নাথ ধাম করলে এত গায়ে লাগছে কেন?'
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, রাজস্থানের মতো কয়েকটি রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনা নিয়েও সোচ্চার হন। এরপরই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং সুতি এলাকায় হামলাকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'আপনারা করছেন দাঙ্গা, আর আমি গাল খাচ্ছি।'
মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার জন্য মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সঙ্ঘের মুর্শিদাবাদ জেলার দায়িত্বপ্রাপ্ত এক সন্ন্যাসীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। কারও নাম না নিয়ে তিনি বলেন, ৪৮ ঘণ্টা ওখানে আলো বন্ধ করে রাখা হয়েছিল। কী লুকোতে চাইছিলেন? হিন্দু ওই সংগঠনকে তিনি ভালবাসেন বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'কিন্তু এখানে ব্যাপারটা আলাদা।'
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত
সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট
প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের
ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ
আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!
বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান