
রবিবার ২৫ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: প্রকাশ রাজ বরাবরই রাজনৈতিক মন্তব্যে সোজাসাপ্টা। বলিউড যেখানে রাজনৈতিক ইস্যুতে মুখ বন্ধ রাখে, সেখানে ‘ওয়ান্টেড’ ছবিখ্যাত এই অভিনেতা সোজাসুজি বললেন— “অর্ধেক বিক্রি হয়ে গিয়েছে, আর অর্ধেক ভয় পায়।”
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই জনপ্রিয় অভিনেতা বলেন, “যে কোনও ক্ষমতাশালী সরকারই আলোচনা বন্ধ করতে চাইবে। কিন্তু নির্মাতাদের সেই সাহস থাকা উচিত যে তাঁরা প্রয়োজনীয় ছবি বানাবেন এবং মুক্তির জন্য লড়াই করবেন। এছাড়া শিল্পীদের নিজেকেও প্রশ্ন করতে হবে— তাঁরা কেমন ছবি বানাচ্ছেন, তার জন্য কতটা লড়তে প্রস্তুত?”— বলেন প্রকাশ রাজ।
তিনি সরাসরি অভিযোগ করেন, “ইন্ডাস্ট্রিতে আমার অনেক সহকর্মী — তাঁদের মধ্যে অর্ধেক বিক্রি হয়ে গিয়েছে, বাকি অর্ধেক ভয় পায়। তাঁদের ভিতরে সেই শক্তি নেই। আমার এক ঘনিষ্ঠ বন্ধু একবার বলেছিল, ‘প্রকাশ, তোমার মধ্যে দম আছে, তুমি বলতে পারো। আমি পারি না।’ আমি ওকে বলেছিলাম, ‘তোমার অবস্থাটা বুঝেছি, তবু তোমাকে ক্ষমা করতে পারব না। কারণ ভবিষ্যতের ইতিহাসে অপরাধীদের থেকে বড় দায় থাকবে যারা চুপ থেকেছে এই সময়ে, তাদের ওপর!”
“শিল্পীদের মধ্যে সেই লড়াইয়ের মনোভাব থাকা উচিত। মুক্তির জন্য লড়াইটা করতে হবে। অন্যায় চুপ করে সহ্য করলে, তাও একপ্রকার অপরাধ।” স্পষ্ট মন্তব্য প্রকাশ রাজের।
তাঁকে প্রশ্ন করা হয়, এই স্পষ্টভাষী মনোভাবের জন্য কি তাঁর কাজের সুযোগ কমে গিয়েছে? একমুহূর্ত সময় না নিয়ে প্রকাশের জবাব, “হ্যাঁ, ভয় পায় অনেকে। ভাবে, যদি আমার সঙ্গে কাজ করে, তাহলে তারা যা চায় তা পাবে না। এই তো পরিবেশের অংশ। এতে আমি আরও শক্তি পাই! তখন মনে হয়, এই তো ঠিক পথে এগোচ্ছি। লড়তে হবে, মুখ খুলতে হবে। কাজ একেবারে বন্ধ হয় না! হয়, হবে, তবে কম।”
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! অর্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!